এইমাত্র
  • ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
  • নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
  • ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রীড়া উপদেষ্টা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম

    আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাম্প্রতিক ঘটনার পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি ফ্র্যাঞ্চাইজি লিগে যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ কতটা নিরাপদ—এ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রীড়ামহলে।

    এই প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩ জানুয়ারি রাতে জরুরি বৈঠকে বসে। পরদিন ৪ জানুয়ারি আবার বোর্ড সভা হয়। 

    বৈঠকের পর বিসিবি সিদ্ধান্ত নেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে না গিয়ে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন জানানো হবে।

    এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দায়িত্বে থাকা ড. আসিফ নজরুল ৩ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুস্তাফিজুর রহমানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। 

    সেখানে তিনি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। একই দিনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীও ঘটনার সমালোচনা করেন।

    এবার বিসিবির ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আরও একটি ফেসবুক পোস্ট দিলেন আসিফ নজরুল। সেখানে উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

    উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। বাংলাদেশের আবেদনের বিষয়ে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে ক্রিকেটাঙ্গন।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…