এইমাত্র
  • ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
  • নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
  • ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাগুরায় অধিক দামে গ্যাস বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

    মাগুরায় অধিক দামে গ্যাস বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

    মতিন রহমান, স্টাফ করেসপন্ডেন্ট (মাগুরা) প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

    সরকার কর্তৃক নিধার্রিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস বিক্রি ও ওজনে কম থাকার কারণে মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামে এক গ্যাস ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাগুরা অফিস। 

    রবিবার (৪ জানুয়ারি) মাগুরা শহরের দোহারপাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামে একটি ডিলার প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ মিলেছে।

    অভিযানে দেখা যায়, খুচরা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১২৫৩ টাকা হলেও ওই প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১৩৩০ থেকে ১৩৫০ টাকা দরে গ্যাস বিক্রি করছিল। শত শত গ্যাস সিলিন্ডার মজুদ থাকলেও কতগুলো সিলিন্ডার রাখার অনুমতি রয়েছে সে বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতেও ব্যর্থ হয় মালিক।

    এ ছাড়াও বিভিন্ন কোম্পানির সিলিন্ডার ওজন করে দেখা যায়, একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের চেয়ে কম গ্যাস। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো প্রতিষ্ঠানে থাকা একমাত্র অগ্নি নির্বাপক যন্ত্রটির মেয়াদ ২০২২ সালেই উত্তীর্ণ, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছিল।

    এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এলাকায় অন্যান্য গ্যাস, ভোগ্যপণ্য ও মুদি দোকান তদারকি করে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। 

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। এই অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…