রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) সকালে দৌলতদিয়ায় হালিম এর মৎস্য আড়ত থেকে শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশ মাছ দুটি কিনে নেয়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর ৪ কেজি ওজনের ইলিশ মাছ দুইটি আমি সকালে দৌলতদিয়ার মৎস্য আড়তদার হালিম এর কাছ থেকে ৪ হাজার ৮শ টাকা প্রতি কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকা দিয়ে কিনে নেই। পরে দিনাজপুর এলাকার এক প্রবাসীর কাছে মাছ দুটি ১৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দিয়েছি।
তিনি আরও জানান, দৌলতদিয়া মাছ বাজারে বিভিন্ন ধরনের বড় বড় মাছ পাওয়া গেলেও এত বড় ইলিশ মাছ তেমন একটা পাওয়া যায় না। এত বড় ইলিশ মাছ হঠাৎ মাঝেমধ্যে পাওয়া যায়।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এ বছর পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়লেও এত বড় ইলিশ মাছ সচরাচর পাওয়া যায় না। বড় বড় মাছ পেয়ে স্থানীয় জেলে ও মাছ ব্যাবসায়ীরা তা বিক্রি করে অনেক লাভবান ও আনন্দিত হচ্ছে।
আরডি