এইমাত্র
  • ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
  • নাইজেরিয়া গ্রামে ভয়াবহ হামলা, নিহত অন্তত ৩০
  • শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
  • দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, সফরসূচিতে রংপুর-সিলেট
  • ভোরে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
  • দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল
  • নতুন বছরের শুরুতেই বাড়ল স্বর্ণের দাম
  • নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০
  • কুয়েত থেকে ৪০ হাজার প্রবাসী বিতাড়িত
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

    ‘মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করার পর দেশটির ক্ষমতা এখন কার হাতে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তেলসমৃদ্ধ এই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও চলছে নানা জল্পনা।

    শনিবার (০৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদুরোর আটককে ‘অভূতপূর্ব ও শক্তিশালী’ বলে আখ্যা দেন। জানান, মাদুরো আটক হওয়ার পর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শপথ নিয়েছেন করেছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও কথা বলেছেন।

    এর ফলে অনেকের ধারণা, রদ্রিগেজই হয়তো ভেনেজুয়েলার ক্ষমতার ভার নিচ্ছেন।

    ভেনেজুয়েলার সংবিধান অনুসারে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে ভাইস প্রেসিডেন্টই ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির সর্বোচ্চ আদালত শনিবার গভীর রাতে রদ্রিগেজকে সেই দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। 

    তবে ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পরই রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন। তার পাশে ছিলেন জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই জর্জ রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেখানে রদ্রিগেজ বলেন, 

    নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে বহাল আছেন।

    রয়টার্স জানিয়িছে, এই যৌথ উপস্থিতি ইঙ্গিত দেয় যে মাদুরোর সঙ্গে ক্ষমতা ভাগ করে নেয়া দেশটির শীর্ষ নেতারা এখনো ঐক্যবদ্ধ রয়েছেন।

    এদিকে শনিবারই প্রকাশ্যে বিরোধী নেত্রী ও নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দেন ট্রাম্প। বলেন, দেশের ভেতরে মাচাদোর তেমন সমর্থন নেই।

    ২০২৪ সালে ভেনেজুয়েলার নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তার বিকল্প প্রার্থী বিপুল ভোটে জয়ী হলেও মাদুরোর সরকার নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে। 

    সূত্র: রয়টার্স

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…