কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় মুক্তমঞ্চ চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের সদস্যরা ‘আইপিএল আইপিএল- বয়কট বয়কট’, ‘মোদির দুই গালে- জুতা মারো তালে তালে’, ‘মোস্তাফিজের অপমান- মানি না মানব না’ এ ধরণের শ্লোগান দেয়। এক পর্যায়ে আইপিএল এর রেপ্লিকার কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানান হয়।
অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মোস্তাফিজকে অপমান করা পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল। যতদিন পর্যন্ত এই অপমানের যথাযথ জবাব না পাওয়া যাবে, ততদিন বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধসহ ভারতে নফর বন্ধ রাখতে হবে। বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন বলেন, ‘বাংলাদেশের গর্ব ও আমাদের অহংকার ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ডেকে নিয়ে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতের ক্রিকেট বোর্ড যেভাবে অপমান করেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। তাই বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করার দাবী জানাচ্ছি। মোস্তাফিজকে নিয়ে উগ্রবাদী হিন্দু সংগঠনের হুমকি-ধামকিসুলভ আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু ভারতের মাটিতে নিরাপদ নয়, তাই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যেতে পারে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে স্মারকলিপি প্রদান করব।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা হাসিবুল হোসাইন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইবরাহীম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান ও সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী ও জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকতউল্লাহ।
উল্লেখ্য, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর।
এনআই