এইমাত্র
  • ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ
  • মেহেরপুরে এনসিপি ও জামায়াতের মতবিনিময়
  • সুন্দরবনে অপহৃত পর্যটকসহ ৩ জন উদ্ধার
  • হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
  • ঢাকা-১২ আসনে ‘সবচেয়ে গরিব’ প্রার্থী আমজনতার তারেক রহমান
  • মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি
  • মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল গ্রহণ চলছে
  • আজ সোমবার, ২২ পৌষ, ১৪৩২ | ৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

    নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মিতালী মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

     রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকাগামী লেনে এই অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের আশ্বাসে ৪০ মিনিট মহাসড়কে অবস্থানের পর সোয়া ৪টায় অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা।

    মিছিল চলাকালে ব্যবসায়ীরা “বিদ্যুৎ চাই”, “বিদ্যুৎ দেন, ব্যবসায়ী বাঁচান”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, গত ৯ দিন ধরে বিদ্যুৎ না থাকায় দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

    বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, বিগত সময়ে যারা মার্কেট মালিক সমিতির কমিটিতে ছিলেন, তারা দীর্ঘদিন ধরে মার্কেটের অর্থ লুটপাট করেছেন। বর্তমানে মার্কেটের ৫২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই কারণে ডিপিডিসি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। বিদ্যুৎ সংযোগ ছাড়া ব্যবসা পরিচালনা করা অসম্ভব। এই মার্কেটে ৩ হাজার দোকান রয়েছে, এসব দোকানে হাজার হাজার মানুষ জীবিকায় জড়িত। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করা হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবি জানান।

    মিতালী মার্কেট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন এবং আশা করছেন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

    হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা অবরোধ তুলে নিয়েছেন।

    এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ ছেড়ে দিয়েছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…