মুন্সিগঞ্জ শহরতলীতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলেক বেপারী (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরতলীর পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত যুবক শহরের উপকন্ঠ মিরেশ্বরাই গ্রামের প্রয়াত আব্বাস বেপারীর ছেলে।
ডিবির ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাবাড়ি এলাকার মোকলেদুলের প্লাস্টিক কারখানার সামনে অভিযান চালায় ডিবি পুলিশের টিম। এ সময় যুবককে আটক করলে তার সঙ্গে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনআই