মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় তিনি ঘোড়দৌড় বাজারের নিউ ভাই ভাই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসির মালিক কাইয়ুম ঢালীকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স কৃষ্ণ ফার্মেসির মালিক মিলন রাজবংশীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন ও লৌহজং থানা পুলিশের একটি দল।
এনআই