সিডনিতে চলমান পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে নজর কাড়লেন ইংলিশ ব্যাটার জ্যাকব বেথেল। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের ১৮৩ রানের ঘাটতি মুছে গেছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩০২ রান করে ৪র্থ দিন শেষ করেছে ইংলিশরা। অজিদের থেকে ১১৯ রানে এগিয়ে থেকে ৫ম দিনের খেলা শুরু করবে তারা।
আগের দিনের ৭ উইকেটে ৫১৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। ১২৯ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথ ১৩৮ করে আউট হলে ৫৪৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। ওয়েবস্টার ৭১ রান করে অপরাজিত থাকলেও স্টার্ক ৫ আর বোল্যান্ড শূন্য রান করে আউট হলে ৫৬৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের হয়ে জশ টাং ও ব্রায়ডন কার্স ৩টি করে উইকেট শিকার করেন। অধিনায়ক বেন স্টোকসের ঝুলিতে গেছে ২ উইকেট।
১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিং ব্যাটিং শুরু করে জ্যাকব বেথেলে ভর করে ভালো সংগ্রহের পথে ছুট্তে থাকে ইংল্যান্ড। এই ইনিংসটি বেথেলের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে, প্রথম শ্রেণির ক্রিকেটেও এটি তার প্রথম সেঞ্চুরি।
১৪২ রানে অপরাজিত থাকেন বেথেল। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে হ্যারি ব্রুকের সঙ্গে। বাকিদের কেউই ইনিংস বড় করতে পারেননি। রানের খাতা না খোলা ম্যাথু পটসকে নিয়ে ৫ম দিনের খেলা শুরু করবেন বেথেল, যিনি এখন অজিদের মাটিতে ইংল্যান্ডের ২২ বছর কিংবা তার কম বয়সীদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্যাটার।
অস্ট্রেলিয়ার পক্ষে সফলতম বোলার ওয়েবস্টার। ৩ উইকেট ঝুলিতে ওঠে তার। এছাড়া, স্কট বোল্যান্ড নেন ২টি উইকেট।
আরডি