এইমাত্র
  • মিয়ানমার সীমান্তের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ, বিজিবির সতর্কতা
  • হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
  • জানা গেল রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের কারণ
  • ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে’
  • বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে
  • নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪
  • যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
  • তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
  • চট্টগ্রামে বিয়ের আনুষ্ঠানিকতার আগেই দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
  • আজ শুক্রবার, ২৬ পৌষ, ১৪৩২ | ৯ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

    পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

    সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে বড় ধরনের অগ্রগতির আভাস পাওয়া গেছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন কত হবে, তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট কমিশনে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানা গেছে। 

    পাশাপাশি সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে একটি নির্দিষ্ট অনুপাত চূড়ান্ত করার খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

    কমিশন সূত্রের খবর অনুযায়ী, সর্বনিম্ন বেতন (২০তম গ্রেড) নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব পর্যালোচনায় রয়েছে। এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এদিন প্রেজেন্টেশন দেয়া হয়েছে, তবে কোনো প্রস্তাবই এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি।

    সভা সূত্রে জানা গেছে, এই তিনটি প্রস্তাবের মধ্য থেকেই যে কোনো একটি শেষ পর্যন্ত চূড়ান্ত হতে পারে। তবে বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এখনও সমন্বয় না হওয়ায় সর্বোচ্চ বেতন ঠিক কত হবে, তা এখনই নিশ্চিত করা সম্ভব হয়নি।

    অন্যদিকে, নবম পে-স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এর আগে ১:১০ ও ১:১২ অনুপাত নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ১:৮ অনুপাতটিই প্রাধান্য পেয়েছে। এই অনুপাত কার্যকর হওয়ার অর্থ হলো— ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি ১০০ টাকা হয়, তবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে ৮০০ টাকা।

    পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূর্ণ কমিশনের সভায় সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    আরডি

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…