হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বাজারে দেখা গেছে এক অদ্ভুত পোস্টার। যেখানে লেখা ছিল ‘ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়’ এবং দুটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। এ পোস্টার স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরেজমিন গেলে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর মাছ বাজারের দেওয়ালে একটি পোস্টার লাগানো দেখা যায়। পোস্টার লেখা রয়েছে, ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে দুইটি মুঠোফোনের নম্বর দেওয়া আছে।
মাছ ক্রয়-বিক্রি করতে আসা সাধারণ মানুষ এই পোস্টার দেখে বিস্মিত হয়েছেন। অনেকেই জানিয়েছেন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ও পোস্টার দেখেছেন, কিন্তু সরাসরি মাদকদ্রব্য পাওয়া যাবে এমন পোস্টার এটি প্রথম। জনমনে প্রশ্ন উঁকি দিয়েছে এবং পোস্টারটি সামাজিকভাবে সমালোচনার সৃষ্টি করেছে।
অনুসন্ধানে জানা গেছে, শায়েস্তাগঞ্জ শহরের কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুরানবাজার রেলওয়ে গেট, উলুকান্দি রেলওয়ে গেট, নিজগাঁও দিঘীরপাড়। এছাড়া ভ্রাম্যমাণভাবে অন্তত ৪–৫টি স্থানে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, এভাবে মাদকদ্রব্য বিক্রি হওয়ায় একশ্রেণির লোক বিপদগামী হয়ে পড়েছে। বাড়ছে চুরিসহ নানা অপরাধ। অপরাধ দমনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সচেতন লোকেরা।
আরডি