এইমাত্র
  • আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা
  • চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর অভিযোগ
  • সেই ৫৩ জন সশস্ত্র রোহিঙ্গার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা
  • শেরপুরে ধান ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
  • বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যাটিং-বোলিংয়ে এগিয়ে যারা
  • সিদ্ধিরগঞ্জে ঢাকা কাচ্চি ডাইনে পঁচা-বাসি খাবার, ভোক্তা অধিকারের অভিযান
  • টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব বাবুকে বহিস্কার
  • বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
  • ক্রিকেটকে বিদায় বললেন ৮ বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক
  • প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের রায় ২ ফেব্রুয়ারি
  • আজ মঙ্গলবার, ৩০ পৌষ, ১৪৩২ | ১৩ জানুয়ারি, ২০২৬
    খেলা

    ‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    ‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। সোমবার (১৩ জানুয়ারি) ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার দেখতে হয়েছে লুই এনরিকের শিষ্যদের। 

    দীর্ঘ সময় পর ফ্রান্সের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে প্যারিস এফসির। যেখানে ফিরেই ফর্মের তুঙ্গে থাকা নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে তারা। যদিও এ ম্যাচে বল দখলে আধিপত্য ছিল পিএসজিরই। তবে কাঙ্খিত গোলের দেখা না পাওয়ার শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। 

    ম্যাচের একমাত্র গোলটি করেন জোনাথন ইকোনে। সাবেক পিএসজি একাডেমির এই ফরোয়ার্ড কাউন্টার অ্যাটাকে দারুণ দৌড়ে গোলটি আদায় করে নেন। তার এই গোলেই ইতিহাস গড়ে পিএসজিকে বিদায় জানায় প্যারিস এফসি।

    বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বারবার ব্যর্থ হয় পিএসজি। প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাডিও দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক সেভ করেন। ইনজুরি টাইমে ভিতিনিয়ার দূরপাল্লার শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

    এই হারের মধ্য দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার শেষ–৩২ পর্বেই কোপা দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো পিএসজিকে।

    ম্যাচ শেষে গোলদাতা ইকোনে বলেন, ‘আমরা ভীষণ খুশি। আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। গোলটি করতে পেরে আমি খুব আনন্দিত। এটা সত্যিই আনন্দের মুহূর্ত, আশা করি এটা আমার শেষ গোল নয়।’

    উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দুই দল মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের প্রথম সারির ডার্বিতে। ১৯৯০ সালের পর প্রথম সেই লিগ ডার্বিতে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নস লিগধারী পিএসজি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…