নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। সোমবার (১৩ জানুয়ারি) ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার দেখতে হয়েছে লুই এনরিকের শিষ্যদের।
দীর্ঘ সময় পর ফ্রান্সের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে প্যারিস এফসির। যেখানে ফিরেই ফর্মের তুঙ্গে থাকা নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে তারা। যদিও এ ম্যাচে বল দখলে আধিপত্য ছিল পিএসজিরই। তবে কাঙ্খিত গোলের দেখা না পাওয়ার শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের একমাত্র গোলটি করেন জোনাথন ইকোনে। সাবেক পিএসজি একাডেমির এই ফরোয়ার্ড কাউন্টার অ্যাটাকে দারুণ দৌড়ে গোলটি আদায় করে নেন। তার এই গোলেই ইতিহাস গড়ে পিএসজিকে বিদায় জানায় প্যারিস এফসি।
বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বারবার ব্যর্থ হয় পিএসজি। প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাডিও দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক সেভ করেন। ইনজুরি টাইমে ভিতিনিয়ার দূরপাল্লার শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এই হারের মধ্য দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার শেষ–৩২ পর্বেই কোপা দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো পিএসজিকে।
ম্যাচ শেষে গোলদাতা ইকোনে বলেন, ‘আমরা ভীষণ খুশি। আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। গোলটি করতে পেরে আমি খুব আনন্দিত। এটা সত্যিই আনন্দের মুহূর্ত, আশা করি এটা আমার শেষ গোল নয়।’
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দুই দল মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের প্রথম সারির ডার্বিতে। ১৯৯০ সালের পর প্রথম সেই লিগ ডার্বিতে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নস লিগধারী পিএসজি।
আরডি