ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ আজমল।
করাচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আজমল বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রভাবের কারণে আইসিসি বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না। এ অবস্থায় আইসিসির কার্যক্রম বন্ধ করে দেয়াই শ্রেয়।’
আজমল আরও বলেন , ‘আইসিসি যদি ভারতের বোর্ডের ওপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, তাহলে সংস্থাটির অস্তিত্বই অপ্রয়োজনীয়।’
তার অভিযোগ, ‘পাকিস্তানে না খেলার কোনো যৌক্তিক কারণ নেই ভারতের। কিন্তু আইসিসি এখন অসহায়, কারণ সংস্থাটি মূলত ভারতীয়দের দখলে চলে গেছে।’
পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার দাবি করেছেন, বেশ কয়েকটি টেস্ট খেলুড়ে দেশ তার হতাশার সঙ্গে একমত হলেও প্রকাশ্যে তা বলতে সাহস পাচ্ছে না। তার মতে, ভারতের বাজার ও অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীলতার কারণেই ক্রিকেট প্রশাসনে এক ধরনের অঘোষিত ক্ষমতার স্তর তৈরি হয়েছে।
আরডি