নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন আহমেদ।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
এরআগে গত ৩ জানুয়ারি ১ শতাংশ ভোটারের তালিকায় গরমিলের অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. শাহাবুদ্দিন আহমেদ বলেন, 'নির্বাচন কমিশনের এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।'
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'আমার দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে প্রকৃত বিএনপির কোনো নেতাকর্মীর পক্ষে কাজ করা সম্ভব নয়। এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছি।'
ইখা