এইমাত্র
  • ঢাকার ৩ স্থানে আজও শিক্ষার্থীদের অবরোধ
  • আসন্ন রমজানে দেশে এলপি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান
  • ভবন নির্মাণ তদারকিতে আসছে নতুন কর্তৃপক্ষ, অধ্যাদেশ জারি
  • এনআইডির গোপন তথ্য বিক্রি করে কোটি টাকা আয়, ইসির কর্মচারীসহ গ্রেপ্তার ২
  • আরও বিস্তৃত হতে পারে শৈত্যপ্রবাহ
  • প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে ষষ্ঠ দিনের শুনানি
  • বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

    ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

    ভোলা শহরের বেসরকারি ক্লিনিক বন্ধন হেলথ্ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টারে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগে লামিয়া নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) মামলা রুজু করেছেন।

    বুধবার (১৪ জানুয়ারি) ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এ ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মিস কেস রুজু করেন।

    আদালত সূত্রে জানা গেছে, গেলো ৭ জানুয়ারি বুধবার ভোলা পৌর এলাকার মোল্লাপট্টিস্থ বন্ধন ক্লিনিকে ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন। অপারেশনের পর চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেলো সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় লামিয়ার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, চিকিৎসাকালে তাকে ভুল রক্তের গ্রুপের রক্ত সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ তার রক্তের গ্রুপ ছিলো 'ও পজিটিভ' (ও+) তাকে দেওয়া হয়েছে 'বি পজিটিভ' (B+) গ্রুপের রক্ত।

    ঘটনাটি রাতেই জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।

    আদালতের আদেশে উল্লেখ করা হয়, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত বহন করে। বিষয়টি জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট হওয়ায় তা গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে।

    আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

    আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবনরক্ষাকারী ওষুধের মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

    এছাড়া একই আইনের ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়মিত পরিদর্শন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শনে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

    সুয়োমোটো মামলা যখন আদালত মনে করে কোনো ঘটনা আইন, ন্যায়বিচার বা জনস্বার্থের জন্য গুরুতর, তখন আদালত স্বপ্রণোদিত মামলা করতে পারে।  সুয়োমোটো মামলা হয় সাধারণত মানবাধিকার লঙ্ঘন করলে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, গুরুতর অপরাধ বা জনস্বার্থ সংশ্লিষ্ট ঘটনায়৷ এসকল মামলায় সংবাদপত্র, টিভি বা সামাজিক মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরের ভিত্তিতে দায়ের করা হয়৷

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…