দীর্ঘ প্রতীক্ষা ও মানুষের সহায়তায় অবশেষে ঢাকায় শুরু হয়েছে অসহায় শিশু নাজমুলের চিকিৎসা। ১৫ জানুয়ারী বৃহস্পতিবার তাকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে দেখানো হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানিয়েছেন, নাজমুলের অবস্থার উন্নতির জন্য প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) দুরারোগ্য ব্যাধি (Motor Neuron Disease (MND) / ALS) তে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছে। নার্ভ শুকিয়ে যাওয়া ও শরীরের মাংস ক্ষয় হওয়ার কারণে ধীরে ধীরে তার কোমর থেকে পা পর্যন্ত অসাড় হয়ে যাচ্ছে। মায়ের কোলই এখন তার একমাত্র ভরসা। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নাজমুলের মা নাজমা বেগম জানান, “ছেলেটাকে বাঁচাতে মানুষের কাছে হাত পেতেছি। যারা সাহায্য করেছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। ডাক্তাররা অপারেশনের কথা বলছেন, অপারেশন প্রায় দেড়-দুই লাখ টাকাও লাগতে পারে বলে জানিয়েছেনঅ
চিকিৎসক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নাজমুলের অপারেশনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নাজমুলের চিকিৎসার জন্য সহায়তা পাঠানো যাবে তার মা নাজমা বেগমের বিকাশ অথবা নগদ পার্সোনাল নম্বরে: 01759262343
ভিডিও কলে বাচ্চাটিকে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর- 01713200091
এফএস