এইমাত্র
  • শুক্রবার ফের মাঠে ফিরছে বিপিএল
  • বাংলাদেশের পোস্টাল ব্যালট নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে
  • যত আসনে একাই লড়বে জামায়াত
  • সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন
  • শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা
  • ইউক্রেনে ২ লাখ সেনাসদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে
  • অবশেষে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০
  • ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা: ভারতীয় সেনাপ্রধান
  • আপিলেও বাতিল চুন্নুর মনোনয়ন
  • ভোলায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার
  • আজ শুক্রবার, ২ মাঘ, ১৪৩২ | ১৬ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

    নওগাঁ-৫ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর শোকজ

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ পিএম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম এবং জামায়াতের প্রার্থী আবু সাদাত মো. সায়েমকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, জয়পুরহাট সিভিল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদের পৃথকভাবে নোটিশ দেন।

    নোটিশে উভয় প্রার্থীর কাছেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১৮ জানুয়ারি বেলা ১১:৩০ মিনিটে জেলা ও দায়রা জজ আদালত, নওগাঁ ভবনে অবস্থিত সিভিল জজ আদালত, বদলগাছী কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে হবে।’

    জামায়াত প্রার্থী আ. স. ম. সায়েমকে দেওয়া নোটিশে বলা হয়েছে, তিনি নওগাঁ-৫ আসনে জামায়াতের প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি এবং ‘দাড়ি পাল্লায় ভোট দিন’ লোগো সংবলিত এ্যাড আ স. ম. সায়েম নামের ফেসবুক পেজ থেকে ১০ ও ৩ জানুয়ারি পোস্ট করা হয়েছে। এছাড়া নির্বাচনী অনুসন্ধান কমিটি নওগাঁ-৫ সংসদীয় আসন পরিদর্শনকালে সদর পৌরসভার বিভিন্ন স্থানে এবং বিভিন্ন যানবাহনের (অটো, রিক্সা, সিএনজি) পিছনে তার নাম ও ছবি সংবলিত স্টিকার ও পোস্টার লাগিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর তথ্য পেয়েছে। কমিটি মনে করছে, এই কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

    এ বিষয়ে আ. স. ম. সায়েম বলেন, “নোটিশ পেয়েছি। যে পোস্টারগুলো দেখা গেছে, সেগুলো তফসিল ঘোষণার আগে লাগানো হয়েছিল। তফসিল ঘোষণার পর অনেক ব্যানার-পোস্টার সরিয়েছি। তারপরও কিছু পোস্টার হয়তো থেকে গেছে। ১৮ জানুয়ারি সশরীরে হাজির হয়ে আদালতের কাছে লিখিত ব্যাখ্যা দেব।”

    অন্যদিকে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলামের নোটিশে বলা হয়েছে, সম্প্রতি এক মিলাদ মাহফিলে জাহিদুল ইসলামের উপস্থিতিতে একজন বক্তা বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। এটি কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর ১৮ ধারার লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।

    জাহিদুল ইসলাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁ পৌরসভায় এক দোয়া ও মিলাদ মাহফিলে আমাদের দলের একজন নেতা বিএনপির পক্ষে ভোট চেয়েছেন। সরাসরি আমার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নেই। ১৮ জানুয়ারি সশরীরে আদালতে লিখিত ব্যাখ্যা দেব।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…