মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।
বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের দেওয়া রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলা রিটার্নিং কর্মর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
এর আগে ৪ জানুয়ারি বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা মনোনয়ন বাতিল করেন।
এরপর নির্বাচন কমিশনে আপিল করলে ১২ জানুয়ারি শুনানীতেও এস.এম আব্দুল মান্নানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
বুধবার হাইকোর্টের বিচারক রাজিক-আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের যৌথ বেঞ্চে শুনানী অনুষ্ঠিত হয়। এস.এম আব্দুল মান্নানের পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিষ্টার শামীম হায়দার পাটওয়ারী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আহসান হাবিব এবং সাদিয়া আফরীন শাপলা সহ আরও চারজন।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এস.এম আব্দুল মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং অফিসারকে তার মনোনয়ন বৈধ ঘোষণা ও প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।
আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় এস.এম আব্দুল মান্নান বলেন-আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আবারো সুযোগ পেলে মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টির প্রার্থী হিসাবে এস. এম আব্দুল মান্নান মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
এফএস