রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক মানসিক ভারসাম্যহীন (পাগলী) নারী প্রসব বেদনায় ছটফট করতে থাকলে ত্রাতা হিসেবে এগিয়ে আসেন সেখানে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটিরত নিঃশস্ত্র এএসআই মোঃ আব্বাস উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ ওই নারীর প্রসব বেদনা শুরু হয় এবং শারীরিক জটিলতা দেখা দেয়। বিষয়টি নজরে আসিবামাত্র এএসআই আব্বাস উদ্দিন কালক্ষেপণ না করে দ্রুত এগিয়ে যান। স্টেশনের পরিচিত পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় তিনি ওই নারীকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ওই নারী একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
কেবল হাসপাতালেই পৌঁছে দিয়েই দায়িত্ব শেষ করেননি এএসআই আব্বাস। তিনি নিজ উদ্যোগে বাজার থেকে নবজাতক ও প্রসূতি মায়ের জন্য নতুন জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়েছেন। পুলিশের এই মানবিকতায় মুগ্ধ এলাকাবাসী ও স্টেশনের যাত্রীরা।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকর্মীরা এএসআই আব্বাসের এই কাজকে অত্যন্ত গর্বের এবং প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে এএসআই আব্বাস বলেন, "আমি যখন দেখলাম ওই নারী স্টেশনের প্ল্যাটফর্মে অসহায়ভাবে প্রসব বেদনায় ছটফট করছেন, তখন তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে দেখিনি, বরং আমার মনে হয়েছে তিনি একজন মা। সেই মুহূর্তে আমার কাছে পেশাগত দায়িত্বের চেয়ে ওই মা ও তার অনাগত সন্তানের জীবন বাঁচানো বড় হয়ে দাঁড়িয়েছিল। আল্লাহর রহমতে সঠিক সময়ে আমি তাদের হাসপাতালে পৌঁছাতে পেরেছি এবং আজ তারা দুজনেই সুস্থ আছেন এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি।
স্থানীয়রা বলছেন, পুলিশের এমন মানবিক চেহারা সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।
এসআর