চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ি (জীপ) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল উদ্দিন (৩৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আলাউদ্দিন তালুকদার (৩৮) গুরুতর আহত হন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নানুপুর-খিরাম সড়কের লম্বাটিলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের বাতান বাপের বাড়ির আব্দুল কাদেরের পুত্র। আহত আলাউদ্দিন আনোয়ারা উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির চাঁদের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দিনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত সহায়তার কথা জানান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, ‘আমরা খবর পেয়েছি। পরে লাশ উদ্ধার এবং আহতকে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতের পরিবারের পক্ষথেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসআর