এইমাত্র
  • ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
  • সোমবার আবারও সাইন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের
  • আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ
  • জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
  • ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
  • বাকি ৪৭ আসনে প্রার্থী দেয়া নিয়ে যা জানালো জামায়াত
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
  • ভেনেজুয়েলার নোবেলজয়ী মাচাদোর পালানোর ভিডিও প্রকাশ
  • হাসনাতের আবেদনে বাতিল বিএনপি প্রার্থীর মনোনয়ন
  • আজ শনিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

    পাথরঘাটায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি মামলায় গ্রেপ্তার ১২

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

    বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় পাথরঘাটার রায়হানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পাথরঘাটা পৌর জামায়াতের আমিরসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিজানে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। গত ১২ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে। এর পরের দিন (১৩ জানুয়ারি) চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী এবং উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সঙ্গে জামায়াত নেতাদের মধ্যে একই অভিযোগে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি সংঘটিত হয়, এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। উভয় দল পাথরঘাটা থানায় মামলা দায়ের করে।

    পুলিশ সূত্রে জানা যায়, মামলা ছাড়াও জামাত-বিএনপির উভয় পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি একাধিক মৌখিক অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেপ্তার এড়াতে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মী  পাথরঘাটা ত্যাগ করেছেন।

    অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমান (৫০), রায়হানপুর ইউনিয়ন বিএনপির  সাবেক সভাপতি মো: আবুল কালাম উরফে গদি কালাম (৫৫), চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমরসানি (৩০), এছাড়াও হৃদয় মোল্লা (১৯), ইমরান (১৮), এমদাদুল হক(৩০), মো: মুন্না (২৪), মো: নাসির চৌধুরী (৪৭), মো আব্দুর রহমান (৩৫), তোহা ইব্রাহিম (২৪), মোঃ মোস্তফা হাং (৫৩), মোঃ নাসির শেখ (২৫)।

    জামায়াতের অভিযোগ করেছে,  তাদের করা মামলার এজাহারভুক্ত আসামিদের কেউ আটক হয়নি, অথচ পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। 

    বরগুনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হাসান বলেন, বিএনপির যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তারা নির্বিঘ্নে চলাফেরা ও নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। অথচ পুলিশ তাদের না ধরে জামায়াত নেতাকর্মীদের হয়রানি করছে। দুই দলকে ‘ব্যালেন্স’ করার নামে নিরীহ জামায়াত নেতাকর্মীদের আটক করা হচ্ছে।

    অপরদিকে পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, রাতের অভিযান ও আটককৃতদের বেশিরভাগই সাধারণ মানুষ । এমন গণআটকের ফলে ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। সন্দেহভাজন হিসেবে আমার দলের নেতাকর্মীসহ নিরহ ব্যক্তিদের আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, নির্বাচনের আগে পাথরঘাটার পরিবেশ শান্ত রাখতে ডিআইজি মহোদয়ের করা নির্দেশ রয়েছে। এজন্য পাথরঘাটায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি নৌবাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১২ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়বে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…