এইমাত্র
  • নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
  • বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত: খামেনি
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
  • প্রয়োজনে বিশ্বকাপে ‘গ্রুপ’ বদলের দাবি বিসিবির!
  • ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
  • নির্বাচনে ঋণ খেলাপিদের সুযোগ দিলে আন্দোলনের হুশিয়ারি আসিফের
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • অবস্থানে অনড় বিসিবি, যা বলছে আইসিসি
  • তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • আজ শনিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

    ওসিকে সজোরে আঘাত করে পালালেন থানা ছাত্রলীগ সভাপতি

    এম এম জসিম উদ্দিন, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

    শরীয়তপুরের সখিপুর থানার ওসি মো. নাজিম উদ্দিন শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশ দিতে বাজারে যান। এ সময় বাজারে ঘোরাফেরা করছিলেন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ওসি নাজিম উদ্দিন তাকে ডেকে পরিচয় জানতে চান। একপর্যায়ে রাজনৈতিক পরিচয় জানতে চাইলে সোমেল সরদার দৌড়ে পালানোর চেষ্টা করেন।

    ওসির সহযোগী ও একজন এসআইয়ের সহায়তায় তাকে ধরার চেষ্টা করা হলে তিনি ওসি নাজিম উদ্দিনকে সজোরে আঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজন মিলে তাকে একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাতের কারণে অন্যান্য জখমের পাশাপাশি ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ উঠে যায়।

    এ বিষয়ে সাজেদা জাব্বার হাসপাতালের চিকিৎসক সুজন চন্দ্র দাস বলেন, “ওসি আঙুলে জখম নিয়ে আমাদের এখানে আসেন। আমরা তাকে চিকিৎসা দিয়েছি। তার কনিষ্ঠ আঙুলের নখ উঠে গেছে।”

    এ বিষয়ে ওসি নাজিম উদ্দিনকে জিজ্ঞেস করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধের নির্দেশ দিতে গিয়েছিলাম। আমার পিএস আমাকে জানান, উনিই সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার। তখন আমি তার পরিচয় জানতে কথা বলতে এগিয়ে যাই। তার রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস করতেই আমাকে সজোরে আঘাত করে পালিয়ে যায়। তার আঘাতে আমার কনিষ্ঠ আঙুলের নখ উপড়ে যায়।”

    তিনি আরও বলেন, “এ বিষয়ে আমরা তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চালাচ্ছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি। তিনি যে নির্দেশ দেবেন, তাই করা হবে।”

    এ বিষয়ে সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    ঘটনাটি নিয়ে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা এটিকে আইনশৃঙ্খলার অবনতির উদাহরণ বলে মত প্রকাশ করেছেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…