ঠাকুরগাঁও পৌর শহরের পাকা বাড়ী ১৪ লাখ টাকায় বিক্রি করে অনলাইন জুয়া খেলে উড়িয়েছেন সাদেকুল ইসলাম (৫০)। এরপরে উঠেছিলেন ভাড়া বাসায়। সেখানেও ঋণ করে খেলতেন অনলাইনে জুয়া। সর্বশান্ত হয়ে বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।
ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় এ ঘটনা। শনিবার রাতে ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। স্ত্রী ও ছেলে বলছেন, সর্বশান্ত হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার টাকা ছিল না। অভাবে এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তারা।
সাদেকুল ইসলাম (৫০) পৌর শহরের হাজীপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
ছেলে সাইরুল ইসলাম জানান, পৌর শহরে পাকা বাড়ী ছিল। বাড়ীটি ১৪ লাখ টাকায় বিক্রি করে দেন তার বাবা। গোপনে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। আমি আর মা বাধা দিলেও শুনেনি। আমরা সর্বশান্ত হয়ে গেছি।
স্ত্রী মরজিনা বেগম বলেন, বার বার বলার পরেও জুয়া থেকে ফেরাতে পারিনি। ছোট ছেলেটা পরে সংসারের হাল ধরেছে। মাথার উপর ঋণের বোঝা। বাড়ী বিক্রির সব টাকা জুয়ায় হেরেছে। মাস খানেক ধরে টাকা না থাকায় মানসিক সমস্যা তৈরি হয়েছিল, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল, টাকার অভাবে চিকিৎসা করাতে পারিনি।
'আজ সন্ধ্যা ঘরে ঘুমিয়েছিল, কখন যে গলায় ফাঁশ দিয়েছে কেউ বুঝতে পারিনি, রাতে খাওয়ার জন্য ডাকতে গেলে দেখি ঝুলন্ত মরদেহ। এরপরে পুলিশকে জানায় প্রতিবেশীরা। '
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, অনলাইন জুয়া ও ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবার জানিয়েছে। এ ঘটনা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এফএস