এইমাত্র
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
  • ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
  • গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ৮ দেশের ওপর শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
  • গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু
  • পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
  • ২৭ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে: আমির হামজা
  • টুকুকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা রাশেদ হাসানের
  • ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

    রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে।

    উদ্ধার হওয়া কঙ্কালটি বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে পাঞ্জাতন সরকারের (৮০)। তাঁর পরিবারের সদস্যরা কঙ্কালটি শনাক্ত করেছেন।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা বজলুর রহমান তাঁর হারিয়ে যাওয়া জুতা খুঁজতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বাঁশঝাড়ে যান। এ সময় সেখানে তীব্র পচা গন্ধ পেয়ে একটি গর্তের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশকে জানান।

    পারিবারিক সূত্র জানায়, পাঞ্জাতন সরকার গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ছেলে হাফিজুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ১ মাস ১৮ দিন পর বাঁশঝাড়ে পাওয়া কঙ্কালের পাশে থাকা লাঠি, লুঙ্গি ও সোয়েটার দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

    নিহতের ছেলে হাফিজুল ইসলাম বলেন, "আমার বাবা লাঠির ওপর ভর করে চলাফেরা করতেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ কঙ্কালের পাশে বাবার লাঠি ও কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি এটিই বাবার কঙ্কাল।"

    নিহতের ভাই আব্দুল সামাদ সরকার বলেন, "কঙ্কালের পাশে থাকা লাঠি ও কাপড় দেখে আমরা ভাইকে শনাক্ত করেছি। তবে তাঁর পরিহিত পাঞ্জাবি না পাওয়ায় ধারণা করছি, অন্য কোনো স্থান থেকে কঙ্কালটি এখানে এনে রাখা হতে পারে।"

    এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের ঘটনায় আগে থেকেই থানায় একটি জিডি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…