এইমাত্র
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
  • ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
  • গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ৮ দেশের ওপর শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
  • গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু
  • পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

    পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

    পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনিয়ে নির্বাচন কমিশনের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে দলটি। 

    রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

    বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে, বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং যেভাবে ব্যালট পেপারটি মুদ্রণ করা হয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের অভিযোগ তাদের (নির্বাচন কমিশন) দিয়েছি।

    মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি।’

    বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে। যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে ইতোপূর্বে আমরা আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। তবে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করছি এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছি।

    এর আগে বিকেল পৌনে ৫টার দিকে সিইসির সঙ্গে বৈঠক করতে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে আসে। প্রতিনিধি দলে থাকা অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…