এইমাত্র
  • ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
  • গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
  • গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
  • নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
  • ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ইসি একপাক্ষিক আচরণ করেছে: ডা. তাহের
  • গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ৮ দেশের ওপর শুল্ক: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ ইউরোপ
  • গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু
  • পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ বিএনপির
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেত্রী পলি হেফাজতে

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

    মাদক সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেত্রী পলি হেফাজতে

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

    মাদক সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের জয়রা এলাকা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

    ডিপার্টমেন্ট অব ড্রাগ কন্ট্রোল (ডিএনসি) সূত্রে জানা গেছে, জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাঁকে ফাঁসানোর উদ্দেশে অন্য কেউ মাদক রেখেছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

    উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলিকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে জমি দখল, মাদক সেবন ও ব্যবসা এবং প্রতিবেশীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…