নারায়ণগঞ্জের ফতুল্লার দুর্ধর্ষ ডাকাত সাব্বিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (চাপাতি) ও অবৈধ মাদক ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাব্বির (৩৮), তাঁর সহযোগী মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী থানার আড়িয়ল ইউনিয়নের ইসলামপাড়া এলাকার মো. জুয়েলের ছেলে মেহেদী হাসান রবিন (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার মাসদাইর এলাকার ওমর খৈয়মের ছেলে মো. ইমন (৩৫)।
র্যাব জানায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। তিনি ও তাঁর সহযোগীরা ফতুল্লা থানাসহ জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক কেনাবেচার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিলেন।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এবং গণমাধ্যমে একাধিকবার তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশিত হওয়ার পর র্যাব নজরদারি বাড়ায়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এনআই