উপসাগরীয় দেশ কুয়েতে গড়ে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, প্রতি ৭৫ মিনিটে এক বিবাহবিচ্ছেদও ঘটে থাকে দেশটিতে। দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন পরিসংখ্যান এ তথ্য উঠে এসেছে।
সোমবার (১৯ জানুয়ারি) গালফ নিউজের খবরে বলা হয়, মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ প্রকাশিত তথ্যটি শরিয়া নোটারাইজেশন বিভাগের মাসিক কর্মক্ষমতা প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এত বিবাহ, বিবাহবিচ্ছেদ, পুনর্মিলন, আইনি বিজ্ঞপ্তি এবং ইসলামের ঘোষণা সম্পর্কিত কয়েক হাজার লেনদেনের তথ্য রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের নভেম্বর মাসে মোট ১২৫২টি বিবাহ এবং পুনর্মিলন লেনদেন নথিভুক্ত করা হয়েছে দেশটিতে, যার দিন প্রতি গড় ৪২। এছাড়া ১১৪৩টি বিবাহ চুক্তি ছিল এইসময়ের মধ্যে, যা প্রতিদিন প্রায় ৩৮টি। বিবাহ করার ক্ষেত্রে কুয়েতি দম্পতিদের মধ্যে এ সংখ্যাই বেশি, প্রায় ৭৩.৩ শতাংশ। অ-কুয়েতিদের মধ্যে এ সংখ্যা ১৬.২ শতাংশ।
এছাড়া কুয়েতি পুরুষ এবং কুয়েতের বাইরের নারীদের মধ্যে বিবাহের হার ৮.২ শতাংশ, যেখানে কুয়েতের বাইরের পুরুষ এবং কুয়েতি-বহির্ভূত মহিলাদের মধ্যে বিবাহের হার ২.৩ শতাংশ।
বিবাহের পাশাপাশি বিভাগটি ৫৯৫টি বিবাহবিচ্ছেদও রেকর্ড করেছে, যা গড়ে প্রতিদিন ২০টি। কুয়েতি দম্পতিদের মধ্যে বিবাহবিচ্ছেদের ঘটনা মোট সংখ্যার ৫৮.৭ শতাংশ। এছাড়াও, ৯২টি পুনর্মিলনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার বেশিরভাগই সরকারি মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।
এবি