এইমাত্র
  • স্বাধীন ফিলিস্তিন গঠনে বাংলাদেশসহ ১৪৩ দেশের ভোট
  • রামু থানার ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি
  • বড় চমক রেখে কোপার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
  • অবতরণের পর রানওয়েতেই বন্ধ হয়ে গেছে উড়োজাহাজ
  • শেষের রোমাঞ্চে ৫ রানে জিতল বাংলাদেশ
  • সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • মাধবপুরে গাঁজাসহ আটক ১
  • হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪
  • বিরামপুর সীমান্তে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
  • ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫
  • আজ শনিবার, ২৮ বৈশাখ, ১৪৩১ | ১১ মে, ২০২৪
    ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক রিমান্ড শেষে কারাগারে
    রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজে’ অগ্নিকাণ্ডের মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।.শুক্রবার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সোহেল সিরাজকে কারাগারে আটক রাখার আবেদন করে।মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। বুধবার (৮ মে) সকালে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ওই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে নিয়ে এনে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।পিএম
    শেষের রোমাঞ্চে ৫ রানে জিতল বাংলাদেশ
    শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ১৪ রান। প্রথম ৩ বলে ৭ রান নিয়ে ম্যাচ জমিয়ে ‍তুলেন ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি। চতুর্থ বলটি সাকিব ওয়াইড দেয়ার পাশাপাশি তুলে নেন মুজারাবানির উইকেট। শেষ বলে তিনি বোল্ড করেন রিচার্ড এনগারাভাকে, অলআউট হয় জিম্বাবুয়ে।টার্গেট দিয়ে শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলেছিল বাংলাদেশ। ৩২ রানেই লাল সবুজের প্রতিনিধিরা তুলে নেয় ৩ উইকেট। ব্রায়ান বেনেত শূন্য রানে ফেরার পর সিকান্দার রাজা ১০ বলে ১৭ রান করে আউট হন। মারুমানি ১৩ বলে ১৪ রান করে সাকিবের এলবিডব্লিউর ফাঁদে পা দেন। ক্লাইভ মাদানদে ১২ রান করে রিশাদ হোসেনের শিকারে পরিণত হন। তখন ৪ উইকেটে জিম্বাবুয়ের রান ৫৭।ক্যাম্পবেল ও বার্ল মিলে দলের হাল ধরেন। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। একই ওভারে বার্ল ও লুক জংউইকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুস্তাফিজুর রহমান। বার্ল ২০ বলে ১৯ ও জংউই ১ রান করেন। ক্যাম্পবেল আউট হন ২৭ বলে ৩১ রান করে। তাকে ১১ রান করে সঙ্গ ফারাজ আকরাম। এরপর জিম্বাবুয়ের ভাগ্য নির্ভর করছিল ওয়েলিংটন মাসাকাদজার ওপর। কিন্তু তিনি দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।এর আগে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে বাংলাদেশ। অথচ সৌম্য সরকারকে একপাশে রেখে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। নিজে ফিফটি করার পাশাপাশি গড়েন শত রানের উদ্বোধনী জুটি। এরপর আউট হন তামিম, খেই হারায় বাংলাদেশও। নিজে ৫২ রান করে দলীয় ১০১ রানে আউট হয়েছিলেন তামিম। তার ৩৭ বলের ইনিংসে আছে ৭টি চার ১টি ছয়ের মার।তামিম আউট হওয়ার পর শুরু হয় উইকেট পতনের মিছিল। সৌম্য সরকার ৩৪ বলে ৪১ রান করে লুক জংউইয়ের বলে এলবিডব্লিউ হন। প্রতিদিনের মতো তাওহীদ হৃদয় আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করতে শুরু করেন। কিন্তু ৮ বলে ১২ রান করে বিদায় নেন সিকান্দার রাজার ওভারে। তখন দলীয় রান ১২১।সাকিব আল হাসানের দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটা সুখকর হয়নি। ৩ বলে ১ রান করে ব্রায়ান বেনেতের শিকারে পরিণত হন তিনি। ওই ওভারেই বেনেতের শিকার হন নাজমুল। এ সিরিজ জুড়েই ফর্মহীনতায় ভুগতে থাকা নাজমুল ৭ বলে করেন মাত্র ২ রান। এরপর জাকের আলি অনিক, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দাঁড়াতেই পারেননি। রিশাদ আউট হওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৩২।তানজিম হাসান সাকিব এর আগে অনেক ম্যাচেই ক্যামিও খেলার কৃতিত্ব দেখিয়েছেন। কিন্তু এদিন ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হন মুস্তাফিজুর রহমান।এফএস

    জাতীয়

    সব দেখুন
    সারা বাংলাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী
    মানুষকে নিয়ে যৌথভাবে খাদ্য নিশ্চয়তা, আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এ জন্য সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১০ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দাড়িয়ারকুল একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে কোটালিপাড়া, টুঙ্গিপাড়ার সকল কৃষি জমি একসঙ্গে চাষের আওতায় আনা হবে। যার ভাগ পাবে কৃষক, জমির মালিক ও সমিতি। মানুষের কষ্টই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংগ্রামের দিকে ধাবিত করে। তিনি দুঃখী মানুষের কষ্ট সইতে পারতেন না।পরিবারগুলো ভাগ হয়ে গেলে, জমিতে আইল পড়ে জানিয়ে উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে যা উৎপাদন হবে, সেখান থেকে কেউ সঞ্চয় করতে চাইলেও পারবেন। পল্লী সঞ্চয় ব্যাংক এক্ষেত্রে সহায়তা করবে। দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নত করাই আমাদের লক্ষ্য। এ জন্য সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে।তিনি আরও বলেন, বিনা জামানতেও ঋণ দেওয়া হচ্ছে। নেতারা তাদের নিজ নিজ এলাকায় দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে সমবায় পদ্ধতি কাজে লাগাতে পারেন।‘বয়স হয়ে গেলে যেন কেউ কষ্টে না ভোগে সেই উদ্যোগ আমরা নিয়েছি। পেনশন স্কিম চালালে ভাতার ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব,’ যোগ করেন তিনি।বৃক্ষরোপণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু দলের (আওয়ামী লীগ) কর্মী নয়। দেশের প্রত্যেক মানুষের উচিত পহেলা আষাঢ় একটি করে গাছ লাগানো।কোটালিপাড়া-টুঙ্গিপাড়ায় যত অনাবাদী জমি আছে, সেগুলোতে চাষ করার কথা জানিয়েছেন শেখ হাসিনা। বলেন, এসব জমি সমবায়ের আওতায় এনে চাষ করা হবে। যার যার জমি তিনি ফসলের ভাগ পাবেন।পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে ল্যাপটপ, সেলাই মেশিন, বাইসাইকেল এবং কৃষিবীজ ও উন্নত মানের কবুতর বিতরণ করা হয়।এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসএফ
    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।একদিনের সফরে আজ (শুক্রবার) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল পৌনে ১০টার দিকে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জে পৌঁছান তিনি।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ‌‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এফএস
    একদিনের সফরে গোপালগঞ্জের পথে প্রধানমন্ত্রী
    একদিনের সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ শুক্রবার ( ১০ মে) সকাল ৭টার পর গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।পরে ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আওয়ামী নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন শেখ হাসিনা।এদিকে প্রশাসনের পক্ষ থেকে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পিএম
    তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত: পররাষ্ট্রমন্ত্রী
     পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছেছে।’ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিস্তায় আমরা একটা বৃহৎ প্রকল্প নিয়েছি। ভারত সেখানে অর্থায়ন করতে চায়। আমি বলেছি, তিস্তায় যে প্রকল্পটি হবে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী হবে। আমাদের প্রয়োজন যেন পূরণ হয়।’কানেক্টিভিটি নিয়ে এবং বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতি বছর বাংলাদেশের ১৬-১৭ লাখ মানুষের জন্য ভিসা ইস্যু করে ভারত। বিশ্বে সর্বোচ্চ ভিসা ভারত ইস্যু করে বাংলাদেশে। অনেক সময় ভিসা পেতে অপেক্ষা করতে হয়। সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশে ভারতীয় মিশনের সক্ষমতা বাড়ানোর জন্য তারা আরও লোকবল নিয়োগ করছেন।হাছান মাহমুদ বলেন, ‘আমি এ বিষয়ে  উদ্ভাবনী প্রক্রিয়ার কথা আলোচনা করেছি। অনলাইনে আবেদনের কথা বলেছি যেন সহজে মানুষ ভিসা পায়। তারা বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছেন।'শক্তির উৎসের কানেক্টিভিটি নিয়ে আলোচনার কথা উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। সেটা অনেক দূর এগিয়েছে। বিশেষ করে নেপাল ও ভুটানকে ট্রানজিট দেওয়া এবং এ দুই দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সহযোগিতা করা। ইতোমধ্যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু চূড়ান্ত হয়েছে। ট্যারিফ নিয়েও আলোচনা অনেকটা চূড়ান্ত হয়েছে। সেটি আমাদের ক্রয় কমিটিতে যাবে। সেটি হলে ভারতের ওপর দিয়ে আমরা নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারবো।’বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নন-লেথাল (প্রাণঘাতী নয়) এমন অস্ত্র ব্যবহার করার ওপর আমরা গুরুত্বারোপ করেছি। ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, তারা তাদের সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তাদের আন্তরিকতার অভাব নেই। এটি নিয়ে দুই দেশের সরকারি ও রাজনৈতিক পর্যায়ে আন্তরিকতার কোনও ঘাটতি নেই।’প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, প্রধানমন্ত্রীর অনেক আগে থেকে ভারত সফরের কথা রয়েছে। ভারতে যেহেতু নির্বাচন, সেটা শেষ না হওয়া পর্যন্ত কখন সফর হবে, সেটি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। ভারতে নির্বাচনের পর সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রীর সফর কখন হবে, সেটা ঠিক হবে।উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সূচি চূড়ান্ত করতে দুই দিনের সফরে বুধবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। একটি বিশেষ ফ্লাইটে কোয়াত্রা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ টি এম রোকেবুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত  ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান। এমএইচ
    বড় ক্ষতি এড়াতে বিমানটিকে সরিয়ে নদীতে নিয়ে যান ২ পাইলট
    প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রামের বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়ন করে। পরে প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের হতাহতের ঘটনায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নির্দেশে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় পতিত বিমানটিকে উদ্ধারের চেষ্টা চলছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ ১৯৯২ সালের ২০ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. আমান উল্লাহ এবং মায়ের নাম নিলুফা আক্তার খানম। আসিম জাওয়াদ ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে বিএসসি (অ্যারো) পাস করেন। তিনি ২০১০ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন। ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার পান এবং জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমানবাহিনী প্রধান ট্রফি ও বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এ ছাড়া ভারতীয় বিমানবাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অব এয়ারস্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং (ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। তিনি চাকরিকালে দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন। তাঁর বয়স হয়েছিল ৩২ বছর ১ মাস ২০ দিন। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, মা–বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এফএফ
    বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
    বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি।   প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি।    সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান  সংসদ নেতা শেখ হাসিনা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। আওয়ামী লীগের সভাপতি বলেন, বিদ্যুৎ উৎপাদন বহুমুখী করছে সরকার। হ্যাঁ, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।এমএইচ
    তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে: দুর্যোগ প্রতিমন্ত্রী
     দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। এটাকে দুর্যোগ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে। তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। এটাকে দুর্যোগ ঘোষণা করা হবে।তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি। মহিববুর রহমান বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিল, বৃষ্টিও হলো।তিনি আরও বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল, তাঁবু ফেলে আমরা ক্যাম্প করব। কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি। ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম।এমএইচ
    চকচকে চাল খাওয়া বন্ধ করলে দাম কমবে: খাদ্যমন্ত্রী
     খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের শুধু পালিশ করে যে চাল নষ্ট হচ্ছে সেটা অর্ধেক রপ্তানি করলেই হবে। কারণ, উৎপাদিত প্রায় চার কোটি টনের মধ্যে তিন শতাংশ হারে প্রায় ১২ লাখ টন চাল পলিশ করার কারণে অপচয় হচ্ছে। আমাদের চাল পাঁচ দফা পলিশ করে চকচকে করা হচ্ছে। দুবার পলিশ করলেও ৫-৭ লাখ টন চাল বাড়বে।বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, আমরা নতুন আইন করে এ পলিশ বন্ধ করছি, মিনিকেট বা বিভিন্ন নামে চাল বাজারজাত করাও বন্ধ করেছি। ভোক্তাদের আমি বলব, আপনারা চকচকে চাল খাওয়া বন্ধ করুন। তাহলে যেমন চালের দাম কমবে, আমরা চাল রপ্তানি করতেও সফল হবো। এ আইন কার্যকর হওয়ার পর আগামী আমন মৌসুম থেকে চাল পলিশ করলে মিল মালিকরা জরিমানার শিকার হবে। আসুন, সবার প্রচেষ্টায় আমরা চাল রপ্তানির প্রস্তুতি নেই।  তিনি বলেন, দফায় দফায় পলিশ করার পর চালের মধ্যে শুধু কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি থাকছে না। এতে খরচ হচ্ছে বিদ্যুৎ, শ্রমিকের মজুরি সবকিছু মিলে প্রতি কেজিতে প্রায় চার টাকা। যে ভার ভোক্তাকে বহন করতে হচ্ছে। চালের দামে এ খরচ যুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, গত ২০২২-২৩ অর্থবছরে এক কেজি চালও আমদানি করতে হয়নি। বরং উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়েছে। এখন আমরা অনায়াসে ৫-৭ লাখ টন চাল রপ্তানি করতে পারি, সে অবস্থা হয়েছে।  এমএইচ

    সর্বশেষ প্রকাশিত

    রাজনীতি

    সব দেখুন
    এবার উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত যেসব নেতা
    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনেও বিএনপি অংশ নেয়নি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন। যদিও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারের ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার। অধিকাংশ ক্ষেত্রেই জয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয়ই আওয়ামী লীগের নেতা। এই পরিস্থিতির মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অন্তত ৭ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আব্দুল কুদ্দুছ। তিনি ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীরকে পরাজিত করেছেন।শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ফারুক ভোট পেয়েছেন ১৬ হাজার ৫২টি। চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে চেয়ারম্যান হয়েছেন আনোয়ার হোসেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজাকে পরাজিত করেছেন। আর আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে ভোটে হারিয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ আনাসর প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য।গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। তিনি পান ১৮ হাজার ৯৬৯ ভোট। মিলন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আহ্বায়ক অ্যাডভোকেট রীনা পারভীনকে পরাজিত করেছেন।সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ১৩ হাজার ৩২২ ভোট পান। সুহেল আহমদ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদকে পরাজিত করেছেন।
    এবার উপজেলা চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত যেসব নেতা
    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনেও বিএনপি অংশ নেয়নি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন। যদিও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারের ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার। অধিকাংশ ক্ষেত্রেই জয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয়ই আওয়ামী লীগের নেতা। এই পরিস্থিতির মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অন্তত ৭ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আব্দুল কুদ্দুছ। তিনি ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীরকে পরাজিত করেছেন।শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ফারুক ভোট পেয়েছেন ১৬ হাজার ৫২টি। চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে চেয়ারম্যান হয়েছেন আনোয়ার হোসেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজাকে পরাজিত করেছেন। আর আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে ভোটে হারিয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ আনাসর প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য।গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। তিনি পান ১৮ হাজার ৯৬৯ ভোট। মিলন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আহ্বায়ক অ্যাডভোকেট রীনা পারভীনকে পরাজিত করেছেন।সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ১৩ হাজার ৩২২ ভোট পান। সুহেল আহমদ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদকে পরাজিত করেছেন।
    ‘নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা নেই, বিএনপির বক্তব্য হাস্যকর’
     উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতা হওয়া নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল, কিন্তু নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা নেই।বুধবার (৮ ম) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, উপজেলা নির্বাচন নিয়ে বিরোধীরা যে বক্তব্য রেখেছেন তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাচনে ১৪৯টি নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে অনেকের আশঙ্কা ছিলো খুনোখুনি-রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই নির্বাচনে দেশের কোথাও কোনো প্রাণহানির ঘটনা নেই। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে।তিনি আরও বলেন, জনগণ যেখানে আসবেই না বলা হয়েছে সেখানে এতো ভোটার কারা। বিএনপি তাদের দলের নেতাকর্মীদের বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে রাখতে পারেনি। এদিকে ভোটার উপস্থিতি সন্তোষজনক জানিয়ে তিনি বলেন, ঝড় বৃষ্টি ও ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম। নির্বাচন কমিশন বলেছে, ৩০ থেকে ৪০ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো। পুরো তথ্য এখনও আসেনি। আগামীকাল পুরো তথ্য পাওয়া যাবে।ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি জিতেছে। অন্য দলের হিসাব পরে দিতে পারব। আমরা মনে করি ভোটার টার্ন আউট সন্তোষজনক। প্রাণহানি নেই নির্বাচনে-এটাকে শান্তিপূর্ণই বলতে হবে। নির্বাচন কমিশন এবং প্রশাসন খুবই দৃঢ় অবস্থা নিয়েছে। দলের নেতা কর্মীরাও যথাযথ দায়িত্ব পালন করেছে। যে কারণে প্রথম ধাপে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে।এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।এমএইচ
    ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
    সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবারা (৬ মে) দুপুর দেড়টার দিকে সস্ত্রীক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল মঙ্গলাবর শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বুধবার দুপুরে ঢাকায় পৌঁছবেন।এর আগে গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন বিএনপি মহাসচিব। শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, সস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওমরা পালন শেষে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমত চেয়ে দোয়া করেছেন। এমএইচ
    উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে জনগণ: রিজভী
     আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের জনগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী গেষ্টাপো বাহিনী নতুনরুপে আত্মপ্রকাশ করেছে। ছাত্র- যুবক- শ্রমিক- বুদ্ধিজীবীসহ অধিকার বঞ্চিত জনগণের ওপর দমন-পীড়ন-অত্যাচার-বন্দীশিবির- মত প্রকাশের স্বাধীনতা হরণ, মিথ্যা মামলায় আটক, খুন, ধর্ষণ, শত শত মানুষের নিরুদ্দেশ হয়ে যাওয়া, উচ্ছেদের রাজনীতি আর সীমাহীন সন্ত্রাস অবাধে চলছে রাষ্ট্রের মদদে।রুহুল কবির রিজভী বলেন, বুধবার ভোরে পঞ্চগড়ে তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন। বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে। আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রির জন্য।তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির বিচার চেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুপ। তাদের সব কসুর তিনি মাফ করে দেন। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর রক্তপিপাসুর মাত্রা যেন দিন দিন তীব্র হচ্ছে।আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না। আমি বিএনপির পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কতৃর্ক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।রিজভী বলেন, লুন্ঠনের রাজনীতি ও অর্থনীতির দেউলিয়াপনার বাতাবরণ, বাংলাদেশ ব্যাংক নিজেকে আড়াল রাখার বিধি-নিষেধের বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। নতুন করে ক্ষমতা করায়াত্ত করে নিজেদের সুবিধাভোগী শ্রেণি আওয়ামী অলিগার্কির লুটপাট ও টাকা পাচারের লোমহর্ষক কাহিনী, ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেয়ার ধান্দাতে সারাদেশ বিপর্যস্ত। আর তাই ডাকাতি আর লুটের সব অভিনব ঘটনা ঢাকতেই আওয়ামী হিংস্রতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশ যে শুন্যগর্ভ তা আজ নির্মম সত্য। আবারও নতুন করে গুমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হামলা করে রক্তপাতের ধারা বইছে সর্বত্র।
    বিএনপির সমাবেশের ব্যাপারে যে সিদ্ধান্ত জানাল ডিএমপি
    বিএনপির শুক্রবার নয়পল্টনে সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (০৭ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।শুক্রবার নয়পল্টনে সমাবেশ করবে বিএনপি। খন্দকার মহিদ বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (১০ মে) নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ডিএমপি।তীব্র তাপপ্রবাহের কারণে ২৬ এপ্রিলের স্থগিত হওয়া সমাবেশ আগামী ১০ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার ঘোষণা দেয় বিএনপি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিএনপি। এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল করা হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব রফিকুল আলম মজনু। এসএফ
    সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও জনগণ বর্জন করবে: রিজভী
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের জনগণ যেভাবে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে ঠিক একইভাবে আগামীকাল থেকে শুরু হওয়া উপজেলা নির্বাচনও বর্জন করবে।মঙ্গলবার (৭ মে) রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতেই বার বার ডামি ও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে পড়লাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। এক একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক। তাদের আয় বেড়েছে ১২ থেকে ১৮শ গুন।তিনি বলেন, এসব ডামি প্রতারণার নির্বাচনের সাথে জনগণ নেই। আওয়ামী নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল যে ১৪১টি উপজেলায় জালিয়াতির নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ সে নির্বাচনে যাবে না।জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদের উদ্যোগে বনানী কবরস্থান থেকে এয়ারপোর্ট রোড পর্যন্ত উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য রেহানা সুলতানা আরজু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সরদার, সুমি আক্তার, নাজমা, আছিয়া, ময়না, আসমা, ছাত্রদল নেতা আশরাফুল আসাদসহ নেতারা।
    সরকারি চাকরির বয়সসীমা নিয়ে যা জানালেন জনপ্রশাসন মন্ত্রী
    সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আপাতত কোনো সিদ্ধান্ত সরকারের নেই। যদিও বয়সসীমা বাড়ানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, আগামীতে বয়সসীমা বাড়াবো কী-বাড়াবো না, বাড়ালে ভালো হবে কিনা? এটা আমাদের (সরকারের) নীতিগত সিদ্ধান্তের বিষয়। বিষয়টি আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সম্পূরক প্রশ্নে রফিকুল ইসলাম বীরউত্তম ও সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন চাকরির বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা আছে কিনা তা জানতে চান।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।রফিকুল ইসলাম তার প্রশ্নে বলেন, সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে তা অনেক আগে নির্ধারণ করা হয়েছিলো। ইতোমধ্যে আমাদের দেশের মানুষের আয়ুষ্কাল ৬২ বছর থেকে ৭২ বছরে এসে পৌঁছেছে। এখন এটা অত্যন্ত যৌক্তিক হবে সরকারি চাকরিতে যোগদানের বর্তমান বয়সসীমা শিথিল করে অন্তত ৩৫ বছরের কাছে নিয়ে যান। এটা হলে কর্মসংস্থানের অভাবে আমাদের হতাশাগ্রস্ত তরুণ ও যুব সমাজ প্রতিযোগিতায় এসে সরকারি চাকরিতে ঢুকতে পারবে। আমি সরকারকে অনুরোধ করবো বয়সসীমা শিথিল করার সময় এসেছে। সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ সৃষ্টির সময় হয়েছে। আমাদের ‘না’ একটা মনোভাব রয়েছে- এটা থেকে বেরিয়ে ‘হ্যাঁ’-তে চলে আসতে হবে।জবাবে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গত ১৫ বছরে সরকার অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। চাকরির বয়স ছিলো ২৭ বছর সেখান থেকে বাড়িয়ে ৩০ বছরে উন্নীত করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সেটা ৩২ বছর করা হয়েছে। চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। আমরা সবসময় যুগের সঙ্গে তাল মিলিয়ে জনবল কাঠামো ও নিয়োগ প্রক্রিয়া আধুনিকায়ণ করে থাকি। যুগের সঙ্গে সম্পর্ক রেখে আমরা পরিবর্তনও করে থাকি।চাকরিতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার (অবসর) বয়সটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি চাকরি ঘিরে এখন বেশ আকর্ষণ তৈরি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবীরা ক্যাডার সার্ভিসে যোগদান করছেন। সরকারি চাকরির পরিবেশ থেকে শুরু করে বেতন কাঠামো নতুন প্রজন্মের কাছে বড় আকর্ষণ তৈরি করেছে। সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ততা একটি সম্মানের বিষয়। আবার চাকরির নিরাপত্তা থেকে শুরু করে বেতন কাঠামো অত্যন্ত সুন্দর এবং কাজের পরিবেশও সুন্দর হয়েছে।বয়স বাড়ানো প্রশ্নে তিনি বলেন, এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়। আমরা সবসময় বলে আসছি, ফ্রেশ গ্রাজুয়েট যারা তাদের রিক্রুট করতে চাই। এটা সরকারের একটা পলিসি। আমরা বিসিএসের মাধ্যমে দেখে থাকি ২২/২৩ বছর বয়স থেকেই তারা বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। তারা ৬/৭ বছর সময় পেয়ে থাকেন। এজন্য তারা যোগদানের যথেষ্ট সময় পাচ্ছেন।প্রধানমন্ত্রী এ বিষয়টি সংসদে জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা সবসময় যুগের প্রয়োজনে নতুন যেটা করলে ভালো হবে সেটা চিন্তা-ভাবনা করে থাকি। তবে আমি মনে করি, এটা নীতিগত সিদ্ধান্ত। সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন বলেন, চাকরির বয়স ৩৫ বছর করার জন্য শিক্ষামন্ত্রী একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন। সরকারের এটা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা?জবাবে মন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রীর থেকে এ ধরনের একটি পত্র আমরা ইতোমধ্যে পেয়েছি। আগেই বলেছি এটা আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরো আলাপ-আলোচনা করবো। তবে আপাতত চাকরির প্রবেশের বয়স বাড়ানোর ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেই। এটা নিয়ে আরো আলোচনা-পর্যালোচনা করে ভবিষ্যতে দেখবো।

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    দেশজুড়ে

    সব দেখুন
    ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক রিমান্ড শেষে কারাগারে

    রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজে’ অগ্নিকাণ্ডের মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।.

    শুক্রবার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সোহেল সিরাজকে কারাগারে আটক রাখার আবেদন করে।

    মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

     বুধবার (৮ মে) সকালে সোহেল সিরাজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    উল্লেখ্য, ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। ওই ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে নিয়ে এনে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

    পিএম

    মোহাম্মদপুরে দুই ছিনতাইকারীকে পুলিশে দিলেন মন্ত্রী নানক

    রাজধানীর মোহাম্মদপুরের দুই ছিনতাইকারীকে নেতাকর্মীদের মাধ্যমে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা। দুই ছিনতাইকারীর একজন মেহেদী (২০); অপরজন রুহুল আমিন (২১)।


    ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, গত বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে খাবার ডেলিভারি দেওয়ার জন্য নবোদয় হাউজিং এলাকার ৩ নম্বর রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই তরুণ তার পিছু নেয়, তখন তিনি বুঝতে পারেননি যে তারা ছিনতাইকারী।

    সেই গ্রাহকের বাসার সামনে যেতেই একজন হলুদ গেঞ্জি পরিহিত যুবক তাকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন। জহিরুল প্রাণে বাঁচতে সাইকেল থেকে নেমে মোবাইল ফোন ফেলে দৌঁড় দেন। এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি নিয়ে সবার সামনে দিয়ে পালিয়ে যায়। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

    এদিকে নবোদয় হাউজিংয়ের সাধারণ সম্পাদক নাজিব আমজাদ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। যা স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের চোখে পড়ে।

    তিনি বিষয়টি জানতে পেরে ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে নির্দেশ দেন। পরে স্থানীয় নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১২টায় দুই তরুণকে আটক করে। এ সময় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

    মোহাম্মদপুর থানার ওসি জানান, ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী জহিরুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। সেই মামলায় দুই তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করার যাবতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।

    এসএফ

    স্বামীকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন স্ত্রী

    ঢাকার তেজগাঁওয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে ১৪টি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন রুমা আক্তার নামে এক নারী। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে জাকির নামে এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করে পুলিশ। স্বামী কাওছার আহম্মেদের কাছে ইয়াবা আছে বলে ৯৯৯-এ ফোন করেন ওই নারী, পরে স্বীকার করেন স্বামীকে ফাঁসাতেই তিনি নিজে এ ইয়াবা কিনেছেন।

    বৃহষ্পতিবার বিকেলে তেজগাঁও পশ্চিম নাখালপাড়া থেকে রুমাকে গ্রেপ্তার করা হয়।

    তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানায়, গ্রেপ্তার হওয়া নারী ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা গ্রামের মেয়ে। ১২ বছর আগে প্রবাসী কাওছারের সঙ্গে রুমার বিয়ে হয়। এর পর থেকেই পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার কারণে কাওছার বিদেশ থেকে চলে আসেন এবং ঢাকায় একটি রেস্টুরেন্টে চাকরি শুরু করেন। দেশে ফিরলে তাদের মধ্যে বিবাদ আরও বেড়ে যায়।

    তিনি বলেন, এ ঘটনার জের ধরে স্বামীকে শায়েস্তা করতে বোনের কথা বলে কাওসারের কাছ থেকে টাকা নেন রুমা। সে টাকা দিয়েই জাকিরের কাছ থেকে ১৪টি ইয়াবা কেনেন। ইয়াবাগুলো শোয়ার ঘরে একটি ব্যাগে রেখে ৯৯৯ এ ফোন করেন রুমা। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশি জিজ্ঞাসাবাদে একপর্যায়ে রুমা স্বীকার করেন ইয়াবা দিয়ে স্বামীকে ফাঁসানোর জন্য জাকিরকে নিয়ে এ পরিকল্পনা করেন তিনি।

    এফএস

    মাত্র ৫০ হাজার টাকায় ঢাকাতেই বিক্রি হচ্ছে হরিণ!

    শখ করে বন্য প্রাণী পুষতে পছন্দ করেন অনেকেই। সেসকল পশু-পাখি প্রেমী সৌখিন মানুষদের শখ পূরণে বিশেষ আরো এক নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এবার মাত্র ৫০ হাজার টাকাতেই মিলবে হরিণ। তবে তা কিনতে যেতে হবে সুন্দরবন কিংবা বান্দরবন। এবার রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকেই সুনির্দিষ্ট প্রক্রিয়ায় মাত্র ৫০ হজার টাকাতেই যে-কেউ কিনতে পারবেন হরিণ। এক্ষেত্রে, শর্ত হলো একসাথে কিনতে হবে জোড়া হরিণ।


    বৃহস্পতিবার (৯ মে)  জাতীয় চিড়িয়াখানার সহকারী পরিচালক এম.এ জলিল এ তথ্য নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানান, অনুকূল পরিবেশ, সঠিক যত্ন আর ভালো ব্যবস্থাপনার কারণে চিড়িয়াখানায় ধারণ ক্ষমতার চেয়ে সংখ্যায় বেশি হয়ে গেছে হরিণ। তাই সরকারি নিয়ম-নীতি মেনে আহগ্রীদের কাছে কিছু হরিণ বিক্রি করা হচ্ছে। 


    তিনি জানান, জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে ৩ শ'র বেশি চিত্রা হরিণ রয়েছে। এখানে চিত্রা হরিণের যে শেড রয়েছে, সেখানে ১৫০টি হরিণ থাকার মতো জায়গা রয়েছে। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ধারণক্ষমতার অতিরিক্ত হরিণ বিক্রি করে দিচ্ছে। 


    তনি আরো বলেন, ২০২১ সালের জানুয়ারিতে সর্বপ্রথম  প্রজ্ঞাপন জারির মাধ্যমে একজোড়া  (একটি পুরুষ এবং একটি মেয়ে) হরিণের সরকার নির্ধারিত দাম ধরা হয়েছিল ১ লাখ ৪০ হাজার টাকা। তবে এবার সে মূল্য শিথিল করে এক জোড়া হরিণের বর্তমান মূল্য ১ লাখ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। 


    কেউ যদি হরিণ কিনতে চায় তাহলে যথাযথ কর্তৃপক্ষের বরাবর আবেদন করতে হবে উল্লেখ করে এমএ জলিল আরো বলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে ক্রেতাকে একটা সার্টিফিকেট দেবে-তার হরিণ পালনের সক্ষমতা রয়েছে। বন বিভাগের সেই সার্টিফিকেট দেখে তার কাছে  হরিণ বিক্রি করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 


    পরিশেষে তিনি বলেন, মানুষ ভাবে আমাদের এই চিড়িয়াখানা হরিণের খামার হয়ে গেছে। না, চিড়িয়াখানা তো খামার নয়। এটা একটা প্রদর্শনী কেন্দ্র এবং সরকারি  জাতীয় প্রতিষ্ঠান। সুতরাং আমাদের চিড়িয়াখানার খাবারের বাজেট, লোকবল, স্থান সবকিছু মিলে সংকুলান হচ্ছে না। সুতরাং, এই অতিরিক্ত হরিণগুলো আমাদেরকে বিক্রি করতে হচ্ছে। তবে কোনো অবস্থাতেই এই হরিণ জবাই করে খাওয়া যাবে না। চিড়িয়াখানা থেকে যে কারো ক্রয়কৃত হরিণের দেখভালে বন বিভাগের প্রাণী কর্মকর্তারা সার্বিক সহায়তা করবেন।

    রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ২১

    রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  


    মঙ্গলবার (০৭ মে) থেকে বুধবার (০৮ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


    ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৩২৪৯ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ১২ কেজি ৩১৬ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।


    আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

    এআই 

    সংবাদ প্রকাশের পর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সেই প্রতিবন্ধী সুজনের

    'রমজান মাসেরও ঘরে খাবার নেই প্রতিবন্ধী সুজনের' শিরোনামে নিউজ প্রকাশিত হয় দেশের জনপ্রিয় ও কোটি পাঠকের সংবাদমাধ্যম' সময়ের কণ্ঠস্বরে'। সেই প্রতিবন্ধী সুজনের খাবার জোটাতে বিভিন্ন মাধ্যমে দিয়ে তাকে সহযোগিতা করার কারণে একটি মুদিখানার দোকান করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। নগদ টাকাপয়সা দিয়েছে লোকে সেই টাকা দিয়ে এখন মুদিখানার ব্যবসা করছে এই প্রতিবন্ধী যুবক সুজন। তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সুইচ গেইটের পাশে। তার বাবা ইউনূস শেখ গত প্রায় আট মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।


    সুজন সময়ের কণ্ঠস্বরকে জানায়, সর্ব প্রথম তাকে নিয়ে সংবাদ প্রচার করে সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিনিধি মতিন রহমান। সেই সংবাদের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। আর এতেই এখন দু'মুঠো খাবার জোগাড় হচ্ছে। অর্থ্যাৎ তার অসহায় জীবনযাপন দেখে স্থানীয় লোকজনসহ বিভিন্ন জায়গায় থেকে বিত্তবানরা তাকে সহযোগিতা করছে বলে জানায় সুজন। সময়ের কণ্ঠস্বরে সংবাদ পড়ে এলাকার শুভ্র নামে একজন লোক তাকে দোকানঘর করে দেয়। এছাড়াও বিভিন্ন স্থান থেকে নগদ টাকার সহযোগিতা পায় সে।


    সরেজমিনে গিয়ে দেখা যায়, সুজনের মুদিখানার দোকানে চা, বিস্কুট, পাকা কলা, আইসক্রিম, চকলেটসহ যাবতীয় বাহারী রকমের খাবার রয়েছে। যা কিনতে প্রতিদিনই ছোট বড় সব ধরনের কাস্টমাররা আসছে তার দোকানে। প্রতিবন্ধী সুজন শুধুমাত্র তার দুটো হাত নড়াচড়া করতে পারে। তাছাড়া তার সকল অঙ্গ প্রতঙ্গ অচল অবস্থা। দেখা যায় নিজের হাতের নাগালে থাকা খাবার সহজেই ত্রেতাদের দিতে পারে। দূরে রাখা খাবার গুলো তার মা ও স্ত্রীসহ অনেকেই খাদ্যদ্রব্য এগিয়ে দেওয়ার কাজে সাহায্য করে।


    সুজন আরও জানায়, তার পরিবারে বাবা নেই। মা বৃদ্ধা এবং তার স্ত্রীও প্রতিবন্ধী। বয়স যখন দশ বার তখন তার শরীরে অজানা রোগে অচল হয়ে যায়। চিকিৎসার অভাবে আর ঠিক হয়নি শরীর। পরে অভাবে সংসারে কোনমত খাবার খেয়ে জীবনযাপন করতো তারা। গেলো রমজান মাসে সংবাদ প্রচার হলে তাকে সহযোগিতা পাঠায় লোকজন। এরপর এখন মোটামুটি ভাবে চলছে তাদের সংসার। একটু হলেও হাসি ফুটেছে তার পরিবারের মুখে। এখন প্রতিদিন পাঁচ শত থেকে আটশত টাকা বেচাবিক্রি হয় তার দোকানে। এতে লাভের টাকা দিয়ে চলছে তার সংসার। 


    এলাকাবাসী জানায়, প্রতিবন্ধী সুজন ও তার পরিবারের তিনবেলা ভাত জুটতো না। অন্যের বাড়িতে কাজ করে তার মা আয় করতো। এতে তাদের সংসারের অভাব যেতো না। সুজনকে নিয়ে সংবাদ প্রচারের ফলে এখন তার অভাব কিছুটা হলেও দূর হয়েছে। বিভিন্ন লোকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সুজনের মুদিখানার দোকানে এলাকার লোকজনসহ পথচারীরা কেনাকাটা করতে আসে। তার দোকানের বেচাবিক্রির টাকায় এখন সংসার চালায় সুজন।

    এআই 
    চুয়াডাঙ্গায় সবুজের সমারোহে প্রাণঘাতী পার্থেনিয়াম

    চুয়াডাঙ্গায় রাস্তার দুইধারে, ফসলের ক্ষেতের পাশে সবুজ ঝোপ। আপাতদৃষ্টিতে দেখে মনে হবে সবুজের সমারোহ। এই সবুজের মাঝে লুকিয়ে রয়েছে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম। বি‌শেষ ক‌রে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগু‌লো‌তে কয়েক বছর যাবৎ এই গাছটি রাস্তার দু-ধারে, ক্ষেতের আইলে দেখা যাচ্ছে।


    বিষাক্ত এই গাছ থেকে হতে পারে বিভিন্ন ধরনের রোগ। এই গাছের পাতা দেখতে অনেকটা গাজর গাছের মতো। স্থানীয় মানুষ একে ঝাও ফুল আবার গাঁজার গাছ বলেও চেনেন। গাছগুলি সর্বোচ্চ ৩ থেকে ৪ ফুট লম্বা। ছোট ছোট ফুল দেখতে বেশ সুন্দর। যে গাছটি মানুষ, গবাদি পশু ও ফসলের ক্ষতি করতে পারে। অথচ স্থানীয় মানুষ কিংবা কৃষকদের বিশেষ কোনো ধারণা নেই এই আগাছা সম্বন্ধে।


    চুয়াডাঙ্গার সদর, দামুড়হুদা, জীবননগর ও আলমডাঙ্গা এই চার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকের ক্ষেতে আই‌লে ও কাঁচা-পাকা রাস্তার দুইধারে শোভা ছড়াচ্ছে বিষাক্ত এই পার্থেনিয়াম গাছ। সাদা ফুল ফুটে থাকা গাছাটি বেশ সুন্দর দেখাচ্ছে। গ্রামের কেউ কেউ রাস্তার ধারে পার্থেনিয়াম গাছের মধ্যেই ছাগল গরু চরাচ্ছেন (ঘাস খাওয়াচ্ছে)। আবার কৃষকরা ধানের আইলে গাছটি কেটে দেওয়ার পরও আরো বেশি সতেজ হয়ে বেড়ে উঠছে। অনেকেই রাস্তায় থাকা আগাছা ভেবে পরিষ্কার করছে অসচেতন ভাবে। তারা জানে না ক্ষতিকর পার্থেনিয়াম সম্পর্কে। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর, ও আলমডাঙ্গা উপজেলা জুড়ে রাস্তার দু-ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্থেনিয়াম গাছ। সাধারণ মানুষ কিংবা মাঠের কৃষকদের তেমন ধারণা নেই এই বিষাক্ত গাছ সম্পর্কে।


    সদর উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যে মতে, পার্থেনিয়াম একটি উদ্ভিদ জাতীয় গাছ। যেকোনো প্রতিকূল পরিবেশে এটি বাঁচতে সক্ষম। বিশেষ করে ফসলের খেত কিংবা রাস্তার দুধারে এ আগাছাটি বেশি জন্মে। বেঁচে থাকতে কোনো ধরনের যত্ন-আত্তির প্রয়োজন পড়ে না। খুব সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। এটি উপমহাদেশীয় অঞ্চলের নিজস্ব উদ্ভিদ নয়। প্রতিবেশী দেশ থেকে দানাদার খাদ্য কিংবা গরুর খুরের মাধ্যমে বাংলাদেশে এসেছে। বাংলাদেশের ভূখণ্ডে এটি বেশি নজরে পড়ে সীমান্তবর্তী জেলার রাস্তার দুধারে। বর্তমানে বিভিন্ন জেলাতে রাস্তার দু-ধারে এবং ফসলের খেতেও ছড়িয়ে রয়েছে। গাছটির আয়ুষ্কাল মাত্র তিন-চার মাস। এ আয়ুষ্কালের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার, সাদা, পিচ্ছিল হয়। এ গাছ তিন-চার মাসের মধ্যে ৪ থেকে ২৫ হাজার বীজ জন্ম দিতে সক্ষম।


    দামুড়হুদা উপজেলার খাঁনপাড়া গ্রামের কৃষক জামির হোসেন  বলেন, এই আগাছাটির নাম, গাছটি ক্ষতিকর কিনা তা আগে কখনো শুনিনি। তবে বিভিন্ন ফসলের আইলে, রাস্তার দু-ধারে প্রচুর জন্ম নেয়। সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি গাছটি খুবই ক্ষতিকর, ক্যান্সারের মতো রোগ হতে পারে। গাছটির বিষয়ে সরকারের এখন থেকেই পদক্ষেপ নেওয়া উচিত।


    দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকার কৃষক আবু সাইদ  বলেন, মাত্র ৬/৭ বছর হলো এই গাছ দেখা যাচ্ছে। লোকমুখে শুনেছি এই পার্থেনিয়াম গাছটি খুবই বিষাক্ত এবং ক্যান্সারের জীবাণু বহন করে। কেটে ফেললেও আবারো সেখান থেকে নতুন করে জন্ম নেয়। বিষয়টি জানার পর আমি নিজের জমির আইল থেকে গাছগুলো কেটে ফেলেছি। তবে এই গাছ সম্পর্কে কৃষকদের সচেতন করতে হবে।


    কৃষক ওয়াশিম বলেন, ইউটিউব থেকে জানতে পেরেছি এই গাছটি মানুষ এবং গরু-ছাগলের জন্য খুবই ক্ষতিকর।


    পার্থেনিয়াম গাছ গায়ে লাগলে প্রচুর চুলকাই, লাল হয়ে যায় এবং ফুলে যায়। বিগত ৬/৭ বছর হলো এই গাছটি এলাকায় দেখা মিলেছে। গাছটি প্রচুর পরিমাণে জন্ম নেয় যার ফলে, রাস্তার দুইধারে ফসলের মাঠে প্রচুর দেখা যাচ্ছে। ফসলের ক্ষতি হয় কিনা তা এখনো জানি না। তবে ঘাসপোড়া ঔষধ দিয়েও গাছটি মারা সম্ভব হয় না।


    দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শার‌মিন আক্তার বলেন, পার্থেনিয়াম গুল্ম জাতীয় উদ্ভিদ। মানবদেহ এবং গবাদি পশুর জন্য এই উদ্ভিদ খুবই বিপৎজনক। পার্থেনিয়াম গাছে হাজার হাজার ফুল থাকে। যে কারণে পরাগ রেনু যদি বাতাসের মাধ্যমে মানুষ অথবা কোনো প্রাণীর শরীরে পড়ে সেখানে চর্মরোগসহ রোগ হতে পারে। এটির বীজ বাসাতের মাধ্যমে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। সেকারণে এই আগাছাটি খুব দ্রুতই বংশবিস্তার করতে পারে। আগাছাটি কেটে পুড়িয়ে না ফেললে আবারো বংশ বিস্তার করতে পারে।


    তিনি আরও বলেন, আগাছাটি মানুষের হাতেপায়ে লাগলে জায়গাটি লাল হয়ে ফুলে যায়। আক্রান্ত মানুষটি ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন। এটি শুধু বিষাক্তই নয়, যেকোনো ধরনের ফসলের ব্যাপক ক্ষতিও করে। এই  আগাছা থে‌কে ক্যান্সার হয় কি না সেটা আমার জানা‌নেই। আগাছা‌টা নি‌য়ে গ‌ভেষনা চল‌ছে। যদি কোনো খেতে পার্থেনিয়ামের বিস্তার ঘটে তাহলে ৩০ থে‌কে ৪০ শতাংশ পর্যন্ত ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। পোড়াতে গেলে ফুলের রেণু দূরে উড়ে বংশবিস্তার করতে পারে। আবার ব্যক্তির নাকে মুখেও লাগতে পারে তাতে তিনি মারাত্মক বিষক্রিয়ায় পড়তে পারেন সে ক্ষেত্রে সাবধানতার সঙ্গে কাজ কর‌তে হবে। বি‌ভিন্ন মাঠ দিবস ও উঠান বৈঠ‌কে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে কৃষকদের অবহিত করা এবং আগাছাটি নিধনের পরামর্শ দি‌য়ে থা‌কি।


    চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, পার্থেনিয়াম আমার দেশীয় আগাছা না। এটা পাশ্ববর্তী দেশ থে‌কে এ‌সে‌ছে। ত‌বে এর ক্ষ‌তিকারক দিক সম্প‌র্কে আমার কোন ধারনা নেই। এটা আমা‌দের গ‌ভেষকরা বল‌তে পার‌বেন। এটা নি‌য়ে গ‌ভেষনা চল‌ছে।  

    এআই 
    মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

    মেহেরপুরে সালেহা খাতুন নামের তিন সন্তানের জননীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী এলাহি বক্স। 

    শুক্রবার (১০ মে) সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


    এঘটনায় এলাকাবাসী তার স্বামীকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। এলাহি বক্স গোভিপুর ভিটাপাড়ার খোদা বক্সের ছেলে।


    স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এসময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলেও তাকে শেষ রক্ষা করতে পারেননি। পরে ছালেহা খাতুনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।


    স্থানীয়রা আরও জানান, এলাহি বক্স মানসিক রোগী। তবে কি কারনে তার স্ত্রীকে হত্যা করল সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।


    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসি খুনি এলাহি বক্সকে ধরিয়ে দিয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে হত্যার উদ্দেশ্যে জানা যাবে।

    এআই 

    শার্শায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যশোরের শার্শায় শাহানাজ আক্তার লিমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (০৯ মে) সন্ধা ৭টার দিকে উপজেলার জিরেনগাছা গ্রামের নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানাজ আক্তার লিমা জিরেনগাছা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামশের আলীর স্ত্রী ও পাশ্ববর্তী কাজিরবেড় এলাকার আব্দুল আজিজের মেয়ে।


    লিমার বাবা আব্দুল আজিজ জানান, জিরেনগাছা গ্রামের জামশের আলীর সাথে তার মেয়ে শাহানাজ আক্তার লিমার বিবাহ দেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে। ৮/৯ মাস হলো পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জামাই জামসের মালয়েশিয়ায় পাড়ি জমান। আমার মেয়ের সাথে পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে জামাইয়ের পারিবারিক কলহ সৃষ্টি হয়। এতে আমার মেয়ে মানসিক বিষন্নতায় ভুগতে থাকে। ঘটনার দিন লিমা তার শ্বয়ন কক্ষে ঘুমানোর জন্য যায়। তার কোন সাড়া শব্দ না পেয়ে তার মেঝো শ্বশুর বেলকুনি ভেঙ্গে দেখে ঘরের ফ্যানের সাথে ওরনা পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে মরদেহ উদ্ধার করে। 


    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    এআই 

    মাগুরায় লিচু চাষে ক্ষতির মুখে দিশাহারা চাষিরা

    মাগুরায় কৃষকেরা বানিজ্যিকভাবে লিচুর আবাদ করে থাকেন। ছোট বড় অনেক জমিতে লিচুর আবাদ হয়। বিগত কয়েক বছর ধরে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে বাজার দখল করে রেখেছে মাগুরার লিচু। কিন্তু এ বছর প্রচন্ড খরা, তাপদাহ আর বৈরি আবহাওয়ার কারণে গাছ থেকেই নষ্ট হচ্ছে লিচু। গুটি অবস্থায় ঝরে পড়ছে গাছ থেকে। এখন বাজারে ওঠার সময় হচ্ছে লিচু। বড় হবার সাথে সাথে গাছে ঝুলে থাকা অবস্থায় কালো দাগ আর ভেটে যাওয়া ভাব দেখা যাচ্ছে। যার ফলে কৃষকেরা লিচু চাষে এবার ক্ষতির আশঙ্কায় দিশাহারা।


    জেলা ঘুরে দেখা যায়, সদরের হাজরাপুর, ইছাখাদা, নড়িহাটিসহ শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন জায়গায় বানিজ্যিকভাবে লিচুর চাষ হয়েছে। ছোট বড় অনেক লিচু বাগান রয়েছে। আর এসব এলাকার লিচু খেতেও বেশ সুস্বাদু ও সুনাম রয়েছে অনেক।


    স্থানীয় লিচু চাষিরা জানায়, বিগত বছর গুলোতে তারা লিচু চাষ করে বেশ লাভবান হয়েছেন। কিন্তু এ বছর প্রচন্ড খরা আর তাপদাহের কারণে গুটি অবস্থা লিচু ঝরে পড়েছে। গাছে যা ছিলো তা এখন হঠাৎ বৈরি আবহাওয়ার কারণে নষ্ট হচ্ছে। এবছর লাভের অংশ ফিকে হতে যাচ্ছে তাই লিচু চাষে তাদের লোকসান গুনতে হচ্ছে বলে জানান কৃষকরা।


    এদিকে কৃষি বিভাগ বলছে লিচুর গুটি আসা অবস্থা থেকেই কৃষকদেরকে গাছে গোড়ায় পটাশ মিশ্রিত পানি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবুও অতিরিক্ত তাপপ্রবাহের কারণে এবছর লিচু নষ্ট হয়েছে বেশি।


    মাগুরা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ড.ইয়াছিন আলী সময়ের কণ্ঠস্বরকে জানান, বিগত বছরে জেলায় কৃষি ফসল হিসেবে লিচুতে ব্যাপক লাভ ছিলো। মাগুরার লিচু দেশের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয়। তাই এবছরেও লিচু চাষ হয়েছে অনেক জমিতে। এবছর ৬৬৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। যা ফলনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫০ মেট্রিক টন। আর পরামর্শ হিসেবে কৃষকদেরকে পটাশ মিশ্রিত পানি সকাল বিকাল গাছের গোড়ায় দেওয়ার কথা বলা হয়েছে। এখন হঠাৎ বৈরি আবহাওয়া ও গেল কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের কারণে কৃষক লিচু উৎপাদনে ক্ষতির মুখে পড়ার আশংকা রয়েছে।

    এআই 
    রং নম্বরে পরিচয়, অতঃপর স্ত্রীর স্বীকৃতির দাবিতে ময়মনসিংহের তরুণী কুমিল্লায়

    আজ থেকে ৬ মাস আগে মোবাইল ফোনের রং নাম্বারে পরিচয় হয় ময়মনসিংয়ের তরুণীর সাথে কুমিল্লার নাঙ্গলকোটের আরিম নামে এক তরুণের। এরপর দ্র্রুতই তাদের ঢাকায় দেখা। দেখা থেকে পরিণয়ে রূপ নেয়। এরপর স্ত্রীকে নিয়ে আরিফ কুমিল্লার নাঙ্গলকোটে তার গ্রামের বাড়িতে আসলে পরিবার এ বিয়ে মানতে অস্বীকৃতি জানায়। পরে বাড়ি থেকে বের হয়ে স্ত্রীকে রেলস্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। স্ত্রীর দাবি নিয়ে সেই তরুণী এখন অনশন করছে স্বামীর বাড়িতে।

    প্রেমিক আরিফ (২১) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।

    শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী জানান, ৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেছেন তিনি।

    তরুণী আরও জানান, স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।

    পলাতক আরিফের বক্তব্য নেওয়া সম্ভব না হলেও তার মা সেলিনা বেগম জানান, তার ছেলে পলাতক। মেয়েটি যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।

    নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেও খোঁজ খবর নিচ্ছি।

    এফএস

    নাফ নদী পেরিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ৫ সীমান্তরক্ষী

    জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী– বিজিপির (বর্ডার গার্ড পুলিশ) আরও পাঁচজন সদস্য। তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (৯ মে) বিকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বিজিপি সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদের সাবরাং পয়েন্ট দিয়ে পালিয়ে এসেছেন।

    জনপ্রতিনিধি ও স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে নাফ নদের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ পয়েন্ট দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় বিজিপির এই পাঁচ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তাদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিল এবং তাদের পরনে ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পোশাক।’

    ইউএনও আদনান আরও বলেন, ‘নৌকাটি নাফ নদের কিনারায় পৌঁছালে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা ঘিরে ফেলেন। এ সময় তারা (বিজিপি সদস্য) অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থনা করেন। তাদের নিরস্ত্র করার পর বিজিবির হেফাজতে নেওয়া হয়।’

    সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম রেজু বলেন, ‘বিকাল ৫টার দিকে বিজিপি সদস্যদের ২০ কিলোমিটার দূরে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে গেছে বিজিবি।’

    গত ফেব্রুয়ারিতে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত তীব্র হতে শুরু করে। এর জেরে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা। সবশেষ গত রবিবার নাফ নদের শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে তিনটি কাঠের ট্রলার যোগে বিজিপির ৮৮ জন সদস্য পালিয়ে এসেছিল। তাদেরও হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

    এর আগে দুই দফায় পালিয়ে আসা সামরিক ও বেসামরিক ৬১৮ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল ফেরত পাঠানো হয় বিজিপি ও সেনাবাহিনীর ২৮৮ সদস্যকে। এর আগে আশ্রয় নেওয়া ৩০০ জনকে ফেরত পাঠানো হয় ১৫ ফেব্রুয়ারি। তাদের মধ্যে বিজিপি, সেনাবাহিনী ও কাস্টমস কর্মকর্তা ছিলেন।

    এফএস

    কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার ৩

    কুমিল্লা সদরে বিদেশী পিস্তল ও ১টি মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করে কোতওয়ালী থানা পুলিশ। 


    বুধবার (০৯ মে) রাতে ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওরা ভোলানগর গ্রামে রাস্তার উপর চেক পোস্ট চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।



    গ্রেফতারকৃত আসামীরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওরা এলাকার আব্দুল আউয়ালের ছেলে মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে ওমর ফারুক (৩২), একই গ্রামে তাজুল ইসলামের ছেলে সোহাগ (৩০)। 



    বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন। 


    ফিরোজ হোসেন জানান, বুধবার রাতে ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওরা ভোলানগর গ্রামে রাস্তার উপর চেক পোস্ট করা কালীন রাস্তার উত্তর দিক থেকে আসা একটি মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি চেক পোষ্টের কাছে পুলিশ দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ মোটরসাইকেলসহ তিনজন ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।  


    পরে তাদের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

    এআই 
    চট্টগ্রামে সেই বিধ্বস্ত বিমানের পাইলট মারা গেছে

    চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াদ নামের এক পাইলট নিহত হয়েছেন। আহত কো-পাইলট উইং কমান্ডার সোহানের চিকিৎসা চলছে। 


    বৃহস্পতিবার (০৯ মে) দুপুর ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) চিকিৎসাধীন মারা যান তিনি।


    দুপুরে নৌ-পুলিশের সদরঘাট থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পাড়ে তলিয়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। 


    তারা হলেন- উইং কমান্ডার সুহান, যিনি জহুরুল হক ঘাঁটির মেডিকেল স্কোয়ার্ডনে চিকিৎসাীন। আর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বিএনএস পতেঙ্গা হাসপাতালতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় মারা গেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


    এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ বিমানটি পতেঙ্গার নৌ-বাহিনীর বোট ক্লাবের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এ সময় বিমানটির পেছনে আগুনের হল্কা দেখা যায়। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীর মোহনায় সাগরে পড়ে। 


    আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াই এ কে-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির দুজন পাইলট প্যারাস্যুটের সাহায্যে অবতরণ করেন।

    এআই 

    মেঘনার দূর্গম চরে কৃষকের ফসল লুটে নিচ্ছে দস্যুরা

    লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা মেঘনার দূর্গম চরে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে বিভিন্ন দস্যু বাহিনী। গত কয়েকদিন থেকে তারা চরে অবস্থান নিয়ে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে বাগিয়ে দেয়। এর আগেও হামলা, লুটের ঘটনা ঘটে। এছাড়া হত্যা করা হয় দুজনকে। বর্তমানে একদিকে চরে চাষকৃত সয়াবিন নষ্ট হচ্ছে অন্যদিকে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে দস্যুরা। অভিযোগ রয়েছে বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে তারা চরে অবস্থান করছে।


    জানা যায়, মেঘনা নদীতে জেগে ওঠা চর মেঘা ও চর কানিবগায় দীর্ঘদিন থেকে ফসল চাষ করে আসছে লক্ষ্মীপুরের শতাধিক কৃষক। এবারও তারা সয়াবিন চাষ করেন। এখন ফসল তোলার সময়। কিন্তু তারা ফসল তুলতে পারছেন না। ভোলা থেকে আসা শতাধিক জলদস্যু ঐ চরগুলোতে অবস্থান নিয়ে কৃষকদের উপর চওড়া হয় এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চর থেকে তাদের বাগিয়ে দেয়। এতে করে কৃষকরা তাদের চাষকৃত সয়াবিন আনতে পারছেন না। চরে ভিড়তে গেলে কৃষকদের উপর হামলা চালানো হয়। অন্যদিকে কৃষকদের দাবি সয়াবিন গুলো ঐ দস্যুরা লুট করে নিয়ে যাচ্ছেন।


    কৃষকরা অভিযোগ করে বলেন,  ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ সহ শতাধিক লোক অস্ত্রসস্ত্র নিয়ে চরে অবস্থান করছেন। এতে আমরা চরে যেতে পারিনি। তারা আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এর আগেও বিভিন্ন সময় তারা আমাদের উপর হামলা করেছে। এতে দুজনকে হত্যাসহ বহু হতাহত হয়েছে। এসব ঘটনায় মামলা চলমান রয়েছে। এখনও তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার কামনা করি ও আমাদের ফসল যাতে ঘরে আনতে পারি সে সহযোগিতা চাই।


    ভুক্তভোগী সেরাজুল হক মাতাব্বর বলেন, বিগত দুই বছর যাবত তারা আমাদের ফসল উঠাতে দেয়না। ভোলার রাসেল খাঁ ও হালিম খাঁর নেতৃত্বে সন্ত্রাসীরা চার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে চাষীদের সব ফসল তুলে লুট করে নিয়ে যায়। লক্ষ্মীপুরের রশিদ মোল্লা, শাহজালাল রাহুলসহ কয়েকজনের মদদে আমাদের সকল ফসল লুট করে তারা। বাধা দিলে মারধর করে, হাত পা কেটে দেয়। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের কোন ফসল আনতে দেয়না তারা।  সর্বশেষ গত তিনদিন আগেও ফসল আনতে গিয়ে গুলির মুখে পড়েছি। তারা গুলি করে আমাদের নদীতে ফেলে দিয়েছে। আমরা এসব বিষয় পুলিশ সুপারকে জানিয়েছি।


    সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছৈয়াল ইউছুফ বলেন, ২০২০ সালেও চর মেঘায় সন্ত্রাসীরা রাকিব এবং শেখ ফরিদকে হত্যা করা। অনেকের হাত পা কেটে দিয়েছে। এখন সয়াবিন তোলার সময়। চাষীরা সয়াবিন তুলতে গেলে রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁর নেতৃত্বে ২০-৩০ জনের বাহিনী আছে তারা ফসল লুট করে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের প্রতি আবেদর জানাচ্ছি এ বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা গ্রহন করে এবং কৃষকদের ফসল ঘরে আনতে পারে। কৃষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।


    লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের নিকট একটা অভিযোগ এসেছে। আমরা একটা অভিযান করবো। যারা অভিযুক্ত এবং এমন কার্যক্রমের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এআই 

    ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫

    ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা মালবোঝাই একটি ট্রকের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৯ মে) রাত ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,  বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের সংঘর্ষ হয়।


    তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

    এআই 

    চিরনিদ্রায় শায়িত হলেন পাইলট অসীম জাওয়াদ

    মানিকগঞ্জে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত পাইলট অসীম জাওয়াদ। 


    শুক্রবার (১০ মে) বেলা ১১টা ৫০ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টার করে মানিকগঞ্জের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে আনা হয় মরদেহ। এসময় চারিদিকে কান্নার রোল পড়ে যায় এবং হ্রদয় বিদারক হয়ে ওঠে চারিপাশ।


    নিহত পাইলট অসীম জাওয়াদ এর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মাঠে হাজির হয় নারী পুরুষসহ শত শত মানুষ। বাদ জুমা মানিকগঞ্জের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় কয়েক হাজার মানুষ। পরে তাকে সেউতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। 


    উল্লেখ্য, চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট অসীম জাওয়াদ নিহত হন।

    এআই 

    মেঘনা নদীতে নৌকায় তল্লাশি চালিয়ে মাদকসহ গ্রেপ্তার ৪

    কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে নৌকায় তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনিসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (০৯ মে) বিকালে ভৈরবের মেঘনা নদীতে টহলের সময় গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তারকৃতরা হলেন- পঞ্চবটি ভৈরবের মোস্তাক আহম্মেদ হান্নানের ছেলে মো. সাইফ আহম্মেদ (৩২), পঞ্চবটি বিসমিল্লাহ স্টোরের মালিক অরুণ মিয়ার ভাড়াটিয়া আবুল হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার (২৭), পঞ্চবটি রইস মাস্টারের বাড়ির রবিন মিয়ার স্ত্রী সালমা আক্তার (২৭) ও আব্দুল্লাহপুর আখাউড়ার ইয়াসিন মিয়ার মেয়ে আমেনা আক্তার (২২)।


    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর জব্বার জুটমিল এলাকায় একটি যাত্রীবাহী নৌকায় ৫-৬ জন যাত্রী নিয়ে ভৈরবের দিকের আসার সময়ে ভৈরব নৌ-পুলিশের টহল টিমের সদস্যদের কাছে সন্দেহজনক মনে হলে মাঝিকে নৌকা থামানোর ইশারা দিলে ভৈরব জব্বার জুট মিল সংলগ্ন মেঘনা নদী পাড়ে থামান। পরে নৌকায় থাকা তিন নারী যাত্রীসহ এক পুরুষ যাত্রীর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা।


    ভৈরব নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিদের আজ শুক্রবার (১০ মে) সকালে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

    এআই 

    নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

    নরসিংদী সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এসময় বজ্রপাতে আরও তিনজন আহত হয়েছেন। 


    বৃহস্পতিবার (০৯ মে) সন্ধ্যায় উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এ ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগরের বিশরান্দা এলাকার আমির হোসেনের ছেলে কবির মিয়া (৩৫) এবং নরসিংদী সদর উপজেলার চাকশাল এলাকার তাহের আলীর ছেলে বিজয় (১৭)। । আহতরা হলেন- সিরাজ মিয়া, সৌরভ আহমেদ, সজল মিয়া।


    বজ্রপাতে আহত সিরাজ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কাটা শেষে ফিরে আসার সময় বৃষ্টিপাত শুরু হলে একটি গাছের নিচে আশ্রয় নেন তারা। তখন বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই কবির মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিজয় মিয়াকে মৃত ঘোষণা করেন।


    পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এআই 

    টঙ্গীতে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

    গাজীপুরের টঙ্গীতে তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 


    বৃহস্পতিবার (০৯ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


    নিহত ওই যুবকের নাম সাকিব বিন সম্রাট (২৮)। তিনি বিএনপির কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি সালাহ উদ্দিন সরকারের ছেলে। 


    পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সম্রাট বাড়িতে একাই ছিলেন। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় তিনি বাসার ছাদে ওঠেন। ছাদে ওঠার কিছুক্ষণ পর বাড়ির একপাশে তাঁর ডাক চিৎকার শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা এগিয়ে আসেন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। 


    নিহতের বাবা সালাহ উদ্দিন সরকার বলেন, ‘ঘটনার সময় আমরা বাড়িতে কেউই ছিলাম না। খবর পেয়ে ছুটে আসি। লাশ নিয়ে টঙ্গীর বাড়িতে ফিরছি।’ 


    টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাস্থলে এসেছি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    এআই 

    ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

    ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের একজনের মৃত্যু হয়েছে ট্রলারডুবিতে, অন্যজন মারা গেছেন বিদ্যুৎস্পষ্ট হয়ে।  


    শুক্রবার (১০ মে) সকালে পৃথক জায়গা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  


    ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 


    দুই ব্যক্তির মধ্যে একজনের নাম হারুন মাঝি(৪২)। তিনি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 


    তাঁর ছেলে রুবেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে তার বাবাসহ দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোর সাড়ে ৫টার দিকে একটি বার্জের সঙ্গে তাদের ট্রলারটির ধাক্কা লাগে। এসময় তিনি ও তার ভাই নদীতে পড়ে অন্য জেলে ট্রলারের মাধ্যমে তীরে ওঠে আসলেও বার্জের নিচে পড়ে তার বাবা আটকা পড়েন। দু’ঘণ্টা পর স্থানীয় জেলেরা বাবা হারুন মাঝির মরদেহ উদ্ধার করে। 


    অপরদিকে সদরের আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারুক(৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে। 


    স্বজনরা জানান, শুক্রবার সকালে পাশ্ববর্তী মনির হোসেন নামের এক ব্যক্তির গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত ফারুক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


    ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, উভয় ঘটনা দু’টির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এআই 

    পটুয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


    বৃহস্পতিবার (০৯ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


    হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। তিনি কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


    পুলিশ জানায়, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী আমতলী উপজেলার বাসিন্দা শাহাজাদা হাওলাদারের ছেলে আল হাদী মোহাম্মদ আবিরের সঙ্গে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বসিন্দা তার মামা মহিউদ্দিন মিলন তালুকদারের বাসায় থাকতেন। সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ ছিল। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।


    এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

    এআই 

    জীবনের শেষ প্রান্তে এসে নেই মাথা গোঁজার ঠাঁই, সঙ্গী আবার পেটের ক্ষুধা

    বরগুনা আমতলীর ইন্দ্র মনি বয়স (৭০) ছুই ছুই। শেষ জীবনে এসে নেই মাথা গোঁজার ঠাঁই, সকলের সহযোগিতায় পেতে চায় একটু মাথা গোঁজার ঠাঁই । অন্যের দেয়া ৫ শতক জমিতে ঝুপড়ির মধ্যে বসবাস ১১ বছরের বেশি সময় ধরে। 


    বরগুনার আমতলীতে গুলিশাখালি ইউনিয়নের গুচ্ছ গ্রামের ইন্দ্র মনি (৭০) জীবনের তাগিদে কখনো ঝিয়ের কাজ কখনো বা দিনমজুরের কাজ। এ কাজ করেই সংসারের হাল চালিয়েছেন তিনি। ইন্দ্র মনি এখন বয়সের চাপে কাজেও বের হতে পারেন না। বৃদ্ধের ছাপ স্পষ্ট চেহারায় ফুটে উঠেছে। রোগা-সোগা এই বৃদ্ধা তিন বেলা খাবারও ঠিক মতো খেতে পারেন না। স্বামী সন্তান হারা তিনবেলা খাওয়ার জোগান দিতে যেন তার ভাত আনতে পান্ত ফুরানোর মতো। ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে কোন মতে বেচে আছেন। ইন্দ্র মনির নিজস্ব কোনো আয় নেই।


    ছেলের বউয়ের চায়ের টং দোকান থেকে যা উপার্জন করেন তিন বেলাও খাওয়া হয় না তাদের সংসারে। উপার্জনক্ষম পুরুষ না থাকায় পড়ালেখাও হয়নি বাচ্চাদের। 


    তিন বেলা খাওয়া না হলেও থাকার যায়গাও নেই তাদের। ছোট ছাপড়ার ঝুপড়ির মতো হালকা টিন শেডের ঘর তার। সামান্য বৃষ্টি হলেই ঘরের উপরের ছাউনি থেকে ঝুপঝুপ করে বৃষ্টির পানি ঝরে পড়ে। ঘরের ভিতরের সব কিছু ভিজে তছনছ হয়ে যায়।


    পানি কাদায় ঘরের ভিতর চলাফেরা করতে ঝামেলা পোহাতেও হয় তাদের। ঘরের চারপাশে ভালো বেড়া না থাকায় বাতাসে বৃষ্টির পানি বেড়ার ফাঁক দিয়ে আসে। একটু ঝর বাতাস আসলেই ঘরের উপরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়।


    ভুমিহীনদের ঘর উপহার দিয়েছে সরকার। ভেবেছিল সেও পাবো। কিন্তু আজ পর্যন্ত পেল না। ঝুপড়ি ঘরেই থাকতে হচ্ছে তাকে। একটি ঘরের জন্য বারবার ইউপি সদস্য, চেয়ারম্যনের কাছে কাছে ঘুরেছেন। কিন্তু লাভ হয়নি, কিছুই মেলেনি তার। বর্তমানে অসহায় জীবনযাপন করছেন এই নারী ৬ সদস্যের পরিবার নিয়ে। 


    মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের অধীনে সারা দেশের ন্যায় আমতলী উপজেলায় কয়েক ধাপে হতদরিদ্রদের ঘর দেয় সরকার। বৃদ্ধা একটি ঘর পাওয়ার আশায় জনপ্রতিনিধিদের কাছে কাছে ঘুরেও এক বুক হতাশার চিহ্ন নিয়ে ঘরে ফিরতে হয়েছে তাকে। 


    ইন্দ্র মনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে মাথা গোঁজার ঠাঁই হলো না। পেটে রয়েছে ক্ষুধার জ্বালা। স্বামী সন্তান হারা আমি পরিবারকে নিয়ে কোথায় যাবো? কে সাহায্য করবে আমাকে? আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাকে যেন একটা ঘর দেয়। মৃত্যুর আগে হলেও যেন সে ঘরে থেকে যেতে পারি।


    সাথী রানী বলেন, আমার চার ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় কার কাছে যাবো? ওদের বাবা মারা গেছেন তাও ১০ বছর। তখন থেকেই এই ঝুপড়িতে বসবাস করছি। ভাত'ই ঠিক মতো খেতে পারি না-ঘর তুলবো কি করে? বাচ্চাদের লেখাপড়ার খরচ যোগাতে পারি নাই বলে - স্কুলেও পাঠাতে পারি না।


    গুলিশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মনিরুল ইসলাম মনি বলেন, ইন্দ্র মনি ঘর পাওয়ার যোগ্য হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে কথা বলে মুজিব বর্ষের ঘর ''যার জমি আছে সে ঘর পাবে" এই প্রকল্পে আওতায় তাকে ঘর দেয়ার জন্য সুপারিশ করা হবে। 


    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম বলেন, 'ক' তালিকার কাজ চলমান। 'ক' তালিকায় যারা আছেন। যাদের জমি নেই তারা। 'ক' তালিকার কাজ শেষ হলেই 'খ' তালিকার কাজ শুরু করবে সরকার। 'খ' তালিকায় তারা থাকবে যাদের ২ শতক বা তার থেকে বেশি জমি আছে তাদের সরকার ঘর করে দিবে। আবেদন করতে বলেন আমরা চেষ্টা করবো ঘর দেয়ার জন্য।


    ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

    নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি গৌতম মজুমদারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর সদস্যরা। গ্রেপ্তার গৌতম মজুমদার ঝালকাঠির সদরের মৃত গৌরাঙ্গ মজুমদারের ছেলে ও গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক। 


    বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮ এর সদর দপ্তর। র‍্যাব ৮ জানায়, গ্রেপ্তার গৌতম মজুমদার ১৬ বছরের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে কৌশলে নিজ ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। 


    গত ৩ মে সকাল ৭টার দিকে ফাঁকা বাসার দরজা বন্ধ করে ওই ছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন।


    একপর্যায়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবাসহ স্বজনরা ওই ছাত্রীর সন্ধানে নামে। পরে বেলা ১১টার দিকে তাকে শিক্ষক গৌতমের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। এদিকে আসামি কৌশলে ধর্ষণের ভিডিও ও আপত্তিকর কিছু ছবি তুলে নিজের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপে সংরক্ষণ করে রাখেন।


    অপরদিকে ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে, ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে অভিুযুক্ত শিক্ষক। নানা বাধা-বিপত্তি ও হুমকি ধামকির পর ভুক্তভোগী ছাত্রীর বাবা এ ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। 


    বিষয়টি নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চল্য ও জনমনে ক্ষোভের সৃষ্টি হলে র‍্যাব ৮, সিপিএসসি, ক্যাম্প ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। যার মাধ্যমে অবস্থান শেনাক্ত করে পিরোজপুর জেলার সদর থানাধীন লখকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে শিক্ষার্থী ধর্ষণের মামলার প্রধান আসামি হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়াতনের সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঝালকাঠি জেলার সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।

    এআই 

    পটুয়াখালীতে স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

    পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন আলী পন্ডিত (৩০)  নামের এক যুবক। বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।


    নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় জেলে আলী প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটি হতো বাড়িতে। বৃহস্পতিবার সকালে হঠাৎ দু'জনের মধ্যে ঝগড়া হয় এর পরে স্ত্রী বাড়ি থেকে বেড়িয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়। কিচ্ছুক্ষন পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। নিয়ে আসলে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।


    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    এআই 

    কবিগুরুর প্রতিকৃতিতে উপাচার্যের ফুলেল শ্রদ্ধাঞ্জলি

    বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ।


    তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সাল) তিনি জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তীতে কবিগুরুকে স্মরণ করে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর। আজ বুধবার (০৮ মে) সকালে উপাচার্যের কার্যালয়ে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।


    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো.হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীসহ অন্যরা।


    রবীন্দ্রনাথের জন্মদিনে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, রীবন্দ্রনাথ প্রকৃত অর্থে একজন মানুষ। তিনি তাঁর মানব চরিত্র নিয়েই আমাদের মধ্যে বেঁচে ছিলেন। বেঁচে থাকবেন। আমাদের যাপিত জীবনে; আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শনকে কাজে লাগাতে হবে।


    ট্রেজারার প্রফেসর ড.আতাউর রহমান বলেন, সমগ্র বাঙালি জীবনে ২৫ বৈশাখ শুধু স্মরণীয় দিবস নয় বরং আমাদের আবেগের একটি গুরুত্বপূর্ণ জায়গা স্পর্শ করে আছে দিনটি। এ দিনে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন তারপর ৮০ বছর পর্যন্ত তিনি আবেগ, মননে, অনুভাবনায় বাঙালি জীবনকে সমৃদ্ধ করেছিলেন। তিনি আমাদের সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের সঙ্গে মিশে আছে। তিনি আমাদের কাছে শুধু ব্যক্তিমাত্র নন। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।



    এমআর

    নেত্রকোনায় দায়িত্বে অবহেলায় প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

    দায়িত্বে অবহেলার কারণে নেত্রকোনার দুর্গাপুরের শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরর প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন খানকে প্রত্যাহার করেছে জেলা নির্বাচন কমিশন ও জেলা রিটানিং কর্মকর্তা।  


    আজ বুধবার (০৮ মে) উপজেলা ভোট গ্রহণ চলাকালে পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা প্রিজাইডিং অফিসারের নির্বাচনী কাজে গাফিলতির প্রমাণ পাওয়ায় এই অব্যাহতি প্রদান করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা।  


    জানা গেছে, উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ওই কেন্দ্রে গিয়ে দুপুরে পলক্ষিত হয় ১০টি বুথের কথা থাকলেও সেখানে ৯টি বুথ করা হয়। সেইসাথে বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার না করার কারণে তাকে অব্যাহতি দেয়। পরে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সৌরভ সাহাকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়। 


    অন্যদিকে দূর্গাপুর উপজেলা পরিষদের মোটরসাইকেল প্রতীকে প্রার্থী নাজমুল হাসান নীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। নির্বাচন চলাকালীন তার সমথর্ক ও ভোটারদের স্থানীয় এমপির লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে, যে কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।

    শেরপুরে জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

    শেরপুরে নকলায় পাইশকা বাইপাস সড়কে ট্রাকচাপায় ইজিবাইক যাত্রী স্বামী-স্ত্রী, শ্বাশুড়িসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (০৭ মে) রাত ৮টার দিকে নকলার গড়েরগাও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।


    নিহতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বনুকড়া এলাকার বাসিন্দা রাজা মিয়া (৫৫) ও তার স্ত্রী আবেদা বেগম (৫০) এবং শ্বাশুড়ি নালিতাবাড়ী উপজেলার মধুটিলা এলাকার বাসিন্দা জবেদা বেগম (৭৫)।


    পুলিশ জানায়, ময়মনসিংহের ফুলপুরে আত্মীয়ের জানাজা শেষে অটোরিকশাযোগে ফিরছিলেন রাজা মিয়াসহ ছয়জন। নকলার পাইস্কা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজা মিয়া ও জবেদা বেগম মারা যান। এতে আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবেদা বেগম নামে আরও একজন মারা যান। আহত বাকি তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এআই 

    ময়মনসিংহে নির্বাচনী ডিউটিতে গিয়ে দুর্ঘটনায় আহত ইউএনও

    নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স।  


    বুধবার (০৮ মে) সকাল সাড়ে ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় ইউএনওর গাড়ি। এ ঘটনায় আহত ইউএনওকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

     

    ইউএনওর দেহরক্ষী আল-আমিন হোসেন বলেন, নির্বাচনী ব্যালট কেন্দ্রে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনও স্যার গুরুতর আহত হন। স্যারকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। বাসের চালক পালিয়ে গেলেও তার সহকারী মামুনকে আটক করা হয়েছে।


    ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমেদ বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ফুলপুরের হরিরামপুর নামক এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসটি বেপরোয়া গতিতে আসায় এ দুর্ঘটনা হয়েছে। 


    উপপরিদর্শক কামাল আহমেদ আরও বলেন, গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জের ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস রেখে চালক পালিয়ে গেছে। গাড়ি দু’টিকে উদ্ধার কাজ চলছে।

    এআই 

    নেত্রকোনায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

    প্রথম ধাপের নির্বাচনে নেত্রকোনার সীমান্তবর্তী দুইটি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।

    আজ মঙ্গলবার(০৭ মে) জেলার দুই উপজেলার ১২৪টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

    নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ৬১টি ও কলমাকান্দায় ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি শুধু মাত্র ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচন সরঞ্জাম পাঠানো হয়েছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলার সাতটি কেন্দ্র যাতায়াত ও দূরবর্তী হওয়ায় আজকেই পাঠানো হয়েছে ব্যালেট পেপার।

    নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

    এছাড়াও কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে বিজিবি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

    প্রথম ধাপের এই উপজেলা পরিষদের নির্বাচনে দুর্গাপুরে এক লাখ ৯৯ হাজার ৪৭০ জন ও কলমাকান্দায় ২ লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে ইতিমধ্যে সকল প্রকার সরঞ্জাম পাঠানো হয়েছে।

    এফএস

    বিরামপুর সীমান্তে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

    দিনাজপুর বিরামপুর ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে ভারতে সাপের বিষ পাচারের সময় দুই কেজি ৪শ ৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট ব্যাটালিয়ন ( বিজিবি) অধীনস্থ ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা। যার আনুষ্ঠানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।


    শুক্রবার (১০ মে) রাত সাড়ে ৩টার দিকে বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্তে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় সাপের বিষগুলো উদ্ধার  করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট-২০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন ( বিজিবি)  অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ।


    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিরামপুর উপজেলার ঘাসুরিয়া এলাকা দিয়ে কিছু সাপের বিষ  ভারতে পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের নেতৃত্বে ঘাসুড়িয়া ক্যাম্পের  বিজিবি সদস্যেদের সমম্বয়ে বিরামপুর সীমান্তের ২৮৯/৪২ পিলার থেকে ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উচা গোবিন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। 


    এসময় মালিকবিহীন ২টি কাচের জার উদ্ধার করা হয়। যার ভিতরে রক্ষিত অবস্থায় সাদা রংয়ের সাপের বিষ ১ কেজি ২০৩ গ্রাম এবং কালো রংয়ের সাপের বিষ ১ কেজি ৪৭১ গ্রাম উদ্ধার রয়েছে। সর্ব মোট ২ কেজি ৪৭১ গাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। এবিষয়ে বিরামপুর থানায় মামলা দায়ের এর প্রস্তুুতি চলছে।

    এআই

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

    গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ মে) রাতে জেলা শহরের কূপতলা স্টেশন এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।


    বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার এ তথ্য জানিয়েছেন।


    পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কূপতলা স্টেশন এলাকার পাশে অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।


    ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এআই 

    রাতের আঁধারে সাপ্লাইয়ের সরকারি মালামাল নিলেন নির্বাহী প্রকৌশলী

    রাত ১২টা ছুঁই ছুঁই। চারদিকে যখন সবকিছু নিস্তব্ধতার পথে, সে সময়ে গোপনে সড়ক বিভাগের সরকারি মালামাল ঠিকাদারদের কাছ থেকে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম। 


    সরেজমিনে জেলার পৌরশহরের সড়ক বিভাগের পরিদর্শন বাংলোর পেছনে গিয়ে দেখা যায় এমন চিত্রের। সেসময় মালামাল যথাযথভাবে বুঝে ও পরিমাপ করে নেয়ার জন্য কোন দায়িত্বরত সংশ্লিষ্ট কর্মকর্তা ছিল না। ফলে যথাযথ পরিমাপ ব্যতী রেখেই নিম্নমানের মালসামগ্রী আনলোড করা হচ্ছিল পূর্বের স্তূপকৃত মালামালগুলোর উপরে। এতে বোঝার কোন উপায় নেই কোনটি আগের আর কোনটি চলতি বছরের। শুরুতে সেখানকার প্রবেশ গেটের তালা খোলা থাকলেও পরের দিন থেকে গেটে তালা দিয়ে মালামাল নামান শ্রমিকরা। 


    সড়ক ও জনপথ অফিসের তথ্যমতে, সড়ক-সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সাপ্লাইয়ের মোট পাঁচটি টেন্ডার এ পর্যন্ত হয়েছে। যাহার টেন্ডার নম্বর (৯৩৬৮৬৪, ৯৩৬৮৬৪,৯২৬৯৩৮, ৯২৬৯২৭, ৯২৬৯৪১)। যার আনুমানিক বরাদ্দ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। 


    অভিযোগ আছে, বরাদ্দ থাকলেও নিজের খেয়াল খুশিমত নামেমাত্র মালামাল নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেন নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও আর্থিকভাবে লাভবান হয়ে ঠিকাদারকে কাজ দেওয়া ও ঠিকাদারের কাছে বিভিন্ন সময়ে উপহার নেওয়া ও বাড়ির কাঁচা বাজার করে নেওয়ারও অভিযোগ উঠেছে দপ্তরটির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। গত বছরের ১ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জনস্বার্থে ঠাকুরগাঁও থেকে গাইবান্ধা জেলা সড়ক বিভাগে বদলীর নির্দেশ হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদবির করে স্বপদে বহাল থেকে যান তিনি৷


    নাম প্রকাশে অনিচ্ছুক দপ্তরের এক কর্মচারী বলেন, এ বছরে সড়ক রিপেয়ার ও মেইনটেনন্সের জন্য প্রায় কয়েক কোটি টাকা বরাদ্দ হয়৷ কিন্তু নামেমাত্র মালামাল কিনে বাকি সব টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্টরা। 


    এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঠাকুরগাঁওয়ের জেলা সভাপতি আবু মহী উদ্দীন বলেন, রাতের বেলা মালামাল বুঝে নেওয়া হলে' নয় ছয় 'করার  সম্ভাবনা সৃষ্টি হয়। রাজস্ব খাতে বরাদ্দের অর্থ ব্যয়ের সরকারি নীতিমালা আছে। দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মালামাল বিধি মতো বুঝিয়ে দিবেন সড়ক বিভাগের দ্বায়িত্ববান কর্মকর্তার উপস্থিতিতে। এর ব্যত্যয় ঘটলে সেটা ঘটানো হয়েছে সরকারি সম্পদ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন।


    এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, ঠিকদাররা দিনের বেলা না দিতে পারায় রাতের বেলা নিতে হয়েছে। আর মালামাল নেওয়ার সময় আমাদের সেখানে একজন কর্মকর্তা থাকার কথা৷ তবে রাত বেশি হওয়ায় তিনি হয়তো ছিলেন না। যতটুকু মালামাল বরাদ্দ আমরা ততটুকু নেই।

    ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

    দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কে দিনাজপুরগামী ঔষধ বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় চার্জা ভ্যানের যাত্রী সামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


    বৃহস্পতিবার (০৯ মে) সকালে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের বারোকোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


    নিহত সামসুল হক পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি পেশায় একজন জেলে। দুর্ঘটনায় ভ্যান চালকসহ অপর দুই যাত্রী গুরুত্বর আহত হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা ঔষধ বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিরামপুর অভিমুখে যাওয়া চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান থাকা এক যাত্রী নিহত হয়। নিহত ব্যক্তির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এআই

    রংপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন বিচারক।


    বৃহস্পতিবার (০৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।


    মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পূর্ব জাফরপুর গ্রামের মনছুর আলীর মেয়ে জান্নাতি আক্তার সাথী। সে জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পাশ্ববর্তী জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া।

    এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেফতার করে পুলিশ।


    এসময় লাভলু মিয়ার পরিবারের সদস্যরা সাথীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমনকি সাথীর নামে নানা রকম কুৎসা রটান।


    এসব সহ্য করতে না পেরে সাথী ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


    এ ঘটনায় সাথী পিতা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।

    এআই 
    পাবনায় পুকুর খনন করতে গিয়ে মিললো পরিত্যক্ত গ্রেনেড

    পাবনার ঈশ্বরদীতে পুকুর খনন করতে গিয়ে একটি পরিত্যক্ত গ্রেনেডের সন্ধান মিলেছে। বুধবার (০৮ মে) রাতে ঈশ্বরদী পৌর শহরের এম এস কলোনির তিনতলা এলাকায় গ্রেনেডটি পাওয়া যায়।


    স্থানীয় সূত্রে জানা যায়, খোকন নামের এক মাছ ব্যবসায়ী কিছুদিন ধরে এম এস কলোনির তিনতলা মাঠে পুকুর খননের কাজ করছেন। বুধবার বিকেলে শ্রমিকরা কাজ শেষে চলে যান। সে সময় স্বর্ণা নামের এক শিশু খনন কাজ চলমান পুকুর থেকে লাল টেপ মোড়ানো একটি বস্তু খেলনা ভেবে বাড়িতে নিয়ে যায়। শিশুটির বাবা বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে পূর্বের স্থানে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন।


    ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এলাকাটি পাক বাহিনীর অধ্যুষিত এলাকা ছিল। ধারণা করছি, সে সময় গ্রেনেডটি অবিস্ফোরিত হয়ে মাটিচাপা পড়েছিল। মাটি খননে সেটি বের হয়ে এসেছে।


    তিনি আরও বলেন, বর্তমানে গ্রেনেডটি মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য র‍্যাবের বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

    এআই 

    ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

    পাবনার ঈশ্বরদী উপজেলায় বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

    বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

    এর আগে বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে লাইনচ্যুতের ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

    পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থল গিয়ে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল শুরু হতে বেশকিছুটা সময় লাগবে।

    এমআর

    রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছিল: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    পরিকল্পা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর দর্শন সমাজের বৈষম্য ও কুসংষ্কার ‍দূর করে বাঙ্গালীকে আলোর পথ দেখায়।  

    বুধবার (৮ মে) বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন।

    পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন- রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দুর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। সেই আলোয় আমরা আলোকিত হবো।

    পরে দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও নওগাঁ জেলা প্রশাসনের এসব কর্মসূচির আয়োজন করেন। 

    আলোচনা সভায় 'সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু' প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মোজাফফর হোসেন।

    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে নওগাঁ ২ আসনের  সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য ওমর ফারুক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)  ফৌজিয়া হাবিব খান বক্তব্য রাখেন। এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে কবির গবেষক, ভক্ত ও অনুরাগী ঢল নামে।

    এমআর


    বগুড়ায় বালুবাহী ট্রাক্টরের চাপায় শিশু নিহত

    বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদী থেকে বালুবাহী দুই ট্রাক্টরের চাপায় আহসান হাবিব (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

    মঙ্গলবার (৭ মে) দুপুর ২টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের আকাটিয়া ইছামতি নদীর তীরে গুচ্ছ গ্রামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মুনজু সরকারের ছেলে। সে ধুনট আল-কোরআন একাডেমির ১ম শ্রেণীর শিক্ষার্থী।

    এদিকে শিশু নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বালু উত্তোলন ও পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর মেশিন (খননযন্ত্র) পুড়িয়ে দিয়েছে। পরে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আগুনে পোড়া যানবাহনগুলো জব্দ করেছে।

    স্থানীয়রা জানান, নাব্যতা ফেরাতে ইছামতি নদী খননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। খননকালে নদীর তলদেশ থেকে উত্তোলন করা বালু মাটি নদীর তীরে সংরক্ষণ করা হয়। সেই মাটি কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আড়কাটিয়া গ্রামের বেলাল হোসেন ও সুলতানহাটা গ্রামের বাসিন্দা রায়হান আলী অবৈধভাবে বিক্রি করে আসছেন। এস্কেভেটর মেশিন দিয়ে নদীর পাড় থেকে বালু মাটি তুলে ট্রাক্টরযোগে সেখান থেকে বিভিন্নস্থানে বিক্রি করা হয়।

    মঙ্গলবার দুপুরে নদীর পাড় থেকে বালু মাটি পরিবহনের সময় সড়কের ওপর দুই ট্রাক্টরের চাপায় শিশু আহসান হাবিব নিহত হয়। এতে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন চারটি ট্রাক্টর ও একটি এস্কেভেটর মেশিন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার পর দুই বালু ব্যাবসায়ী পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ট্রাক্টরচাপায় শিশু নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগুনে পোড়া পরিবহনগুলো জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান।

    এমআর

    শ্যালকের বিয়েতে 'কোলদারা' হতে না পেরে দুলাভাইয়ের আত্মহত্যা!

    শ্যালকের বিয়ের কোলদারা হতে না পেরে অভিমানে কীটনাশক পানে আজিজুল প্রামাণিক (২৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (০৮ মে) ভোররাতে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে। 


    নিহত আজিজুল ঐ গ্রামের তয়জাল প্রামাণিকের ছেলে এবং পেশায় সে দিনমজুর ছিলেন।


    এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার আজিজুল প্রামাণিকের সালার বিয়ে সম্পন্ন হয়। সেই বিয়েতে সে কোলদারা হওয়ার দাওয়াত পাননি। আর এজন্য তার পরিবারের সকল সদস্যদের মঙ্গলবারের বৌভাতের অনুষ্ঠানে যেতে বারণ করে। তার বারণ না শুনে তার বউসহ বাবা-মা সবাই বৌ ভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাওয়ায় সে ভীষণ ক্ষীপ্ত হয় তাদের উপর। এরই সূত্র ধরে আজিজুল প্রামাণিক তার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্কের জেরে বুধবার ভোর রাতে কীটনাশক পানে আত্মহত্যা করে।


    ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম। 


    এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

    মাধবপুরে গাঁজাসহ আটক ১

    হবিগঞ্জের মাধবপুরের মেস্তুরী বাড়ি মোড় থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (১০ মে) ভোর রাতে মনতলা-চৌমুহনী সড়কের মেস্তুরী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোশারফ হোসেন উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজ আলীর পুত্র। 

    কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লিখিত এলাকায় এএসআই আতাউল গনি মজুমদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।


    তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    এআই 

    হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে। এছাড়া এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    বৃহস্পতিবার (০৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


    নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে সিএনজিচালক কাদির মিয়া (৩৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬), আলী রাজার ছেলে লিলু মিয়া (৩৭) ও ছাবু মিয়ার ছেলে আনু মিয়া (৩৮)।


    পুলিশ জানায়, আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে ঐ গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সঙ্গে একই গ্রামের সোহেল মেম্বরসহ তার লোকজনের বিরোধ চলে আসছিলো। এরই জেরে দুপুর ১২টার দিকে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে সিএনজিচালক কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে।


    একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে বল্লম ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদির ও সিরাজ মারা যান। এছাড়াও লিলু মিয়া নামে আরেকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এদিকে, সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে আগুয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


    বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ফের সংঘর্ষসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

    এআই 

    মৌলভীবাজারে জামানত হারালেন আ.লীগ নেতা

    মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হাসান জামানত হারালেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৫৮৪। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী পূরণ উরাংও জামানত হারিয়েছেন।



    বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার।



    উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, কুলাউড়ায় মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৬৪৮ জন। এরমধ্যে ভোট পড়েছে ৯৩ হাজার ৮২টি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পূরণ উরাং নির্ধারিত ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারালেন।


    তিনি আরও বলেন, এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।


    কামাল হাসানের বাড়ি উপজেলার বরমচাল ইউনিয়নে। তিনি ঢাকায় এক সময় সাংবাদিকতা করতেন। তারপর লন্ডন চলে যান। সেখানে গিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে তথ্য ও গবেষণা সম্পাদকের পদ পান। বেশ কয়েক বছর আগে তিনি কুলাউড়ায় এসে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মন জয় করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ পান। গত সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নও কিনেছিলেন।

    এআই 

    শায়েস্তাগঞ্জে সাবেক ছাত্রনেতা সুমনের ১০ম মৃত্যুবার্ষিকী

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সাবেক ছাত্রনেতা কে আলী প্লাজার মালিক দাউদনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ করম আলীর কনিষ্ট পুত্র কবিরুল হাসান সুমনের দশম মৃত্যুবার্ষিক আজ।


    এ উপলক্ষে মরহুমের বাড়ীতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।


    সুমনের বড় ভাই শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জের বাণীর সম্পাদ ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক মঈনুল হাসান রতন তার ছোট ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। ২০১৪ সালে ৯ মে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

    এআই 
    হবিগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ৩

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    বৃহস্পতিবার (০৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


    সংঘর্ষে নিহতরা হলেন- উপজেলার আগুয়া গ্রামের শুকুর মিয়ার ছেলে সিএনজিচালক কাদির মিয়া (৩৫), একই গ্রামের বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৬) ও আলী রাজার ছেলে লিলু মিয়া (৩৭)।


    পুলিশ জানায়, আগুয়া বাজারের সিএনজি স্ট্যান্ড নিয়ে দীর্ঘদিন ধরে ঐ গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়ার সঙ্গে একই গ্রামের সোহেল মেম্বরসহ তার লোকজনের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুর ১২টার দিকে ম্যানেজার বদির মিয়ার সঙ্গে সিএনজিচালক কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকে দুই পক্ষের মধ্যে।


    একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে বল্লম ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কাদির ও সিরাজ মারা যান। এছাড়াও লিলু মিয়া নামে আরেকজনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এদিকে, সংঘর্ষে নিহতের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বর্তমানে আগুয়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


    বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ফের সংঘর্ষসহ অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

    অনলাইন ভোট

    আন্তর্জাতিক

    সব দেখুন
    স্বাধীন ফিলিস্তিন গঠনে বাংলাদেশসহ ১৪৩ দেশের ভোট
    জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। এরমধ্যে রয়েছে বাংলাদেশও। শুক্রবার (১০ মে) নিউইয়র্কে এই প্রস্তাব উত্থাপিত হয়। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ৯টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ। খবর আল জাজিরার।গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়। কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়। আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত চারভাগের তিন ভাগ দেশ ভোট দিয়েছে।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আজকের ভোটের পর ফিলিস্তিন জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে চাপ অব্যাহত রাখবে। এই ভোট থেকে প্রমাণিত হয়েছে বিশ্ব ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতার সঙ্গে এবং ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে দাঁড়িয়েছে।যদিও জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সাধারণ পরিষদে বলেন, জাতিসংঘ একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। এই ভোট শুধু রাষ্ট্রের অধিকার প্রদান নয়, হামাসের ভবিষ্যত ‘সন্ত্রাসী রাষ্ট্রকে’ও সুযোগ-সুবিধা ও অধিকার দেবে।জাতিসংঘের মোট সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। কোনো রাষ্ট্র যদি জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চায়, সেক্ষেত্রে সেই রাষ্ট্রকে সংস্থাটির সবচেয়ে ক্ষমতাধর অঙ্গপ্রতিষ্ঠান নিরাপত্তা পরিষদের সুপারিশ জোগাড় করতে হবে। এই সুপারিশ নেওয়ার পর সাধারণ পরিষদে আবেদন করা হলে আবেদনের ওপর ভোট হয়। সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য যদি আবেদন মঞ্জুরের পক্ষে ভোট দেয়, তাহলেই জাতিসংঘের সদস্যপদ পায় সে-ই রাষ্ট্র।জর্ডান নদীর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা— তিন ভূখণ্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র। তবে ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে জয়ী হয়ে এই তিনটি ভূখণ্ডই দখল করে ইসরায়েল। পরে ১৯৯৩ সালের সেপ্টেম্বরে অসলো চুক্তিতে ফিলিস্তিনকে নিজস্ব প্রশাসন ও সরকার গঠনের সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের রাষ্ট্রের সম্মান দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যাতে তারা রাষ্ট্রের সম্মান পেতে পারে, সেই পথ তৈরি করে রাখা হয়েছিল। তারপর থেকেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল ফিলিস্তিন।সেসব চেষ্টার ধারাবাহিকতায় ২০১১ সালে ‘পর্যবেক্ষক’ হিসেবে জাতিসংঘে প্রবেশের অনুমতি পায় ফিলিস্তিন। এই ক্যাটাগরিভুক্ত দেশ বা ভূখণ্ডগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা-বিতর্কে যুক্ত হতে পারে, কিন্তু উত্থাপিত কোনো প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেওয়ার এখতিয়ার তাদের নেই।গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর ফের পূর্ণ সদস্যপদের জন্য তৎপরতা শুরু করে ফিলিস্তিন। নিরাপত্তা পরিষদে এ নিয়ে আবেদনও করেছিল জাতিসংঘের ফিলিস্তিন প্রতিনিধি দল। তবে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হয়ে যায় সেই আবেদন।এফএস
    স্টেট গার্ডের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি
    এবার স্টেট গার্ডের প্রধানকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই বাহিনীর দুজন সদস্যের বিরুদ্ধে ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহের শুরুতে জেলেনস্কি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র উদ্ঘাটন করে ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)।আর এরপর বৃহস্পতিবার স্টেট গার্ডের সাবেক নেতা সের্হি রুডকে বরখাস্ত করেন জেলেনস্কি। অবশ্য রুডের উত্তরসূরির নাম এখনো ঘোষণা করা হয়নি।দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ এর আগে বলেছিল— ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাঝে রাশিয়ার নিয়োগ করা এজেন্টদের গ্রেফতারা করা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র করেছিলেন।এসএফ
    পরমাণু নীতিতে পরবির্তন আনার হুঁশিয়ারি ইরানের
    দখলদার ইসরায়েলের হুমকির কারণে ইরানের অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান তার পারমাণবিক নীতি পরিবর্তন করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খাররাজি। বৃহস্পতিবার (৯ মে) ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের এক প্রতিবেদনে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে বলে পালটা হুঁশিয়ারি দেন খাররাজি।খাররাজি বলেছেন, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো পরিকল্পনা নেই। কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া আমাদের কোনও বিকল্প থাকবে না।এ ধরনের মন্তব্যের পর ইরান দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে যে দাবি করে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনও পরিকল্পনা নেই। পশ্চিমা সরকার সন্দেহ করে আসছে, পারমাণবিক কর্মসূচির নামে পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে ইরান।গত ১৩ এপ্রিল তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তেহরান বলেছে, ১ এপ্রিল দামেস্কে তার দূতাবাস প্রাঙ্গণে একটি সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেই হামলাটি চালানো হয়েছিল। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। যদিও এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি ইসরায়েল । তবে গাজায় অভিযান আরও জোরদার করেছে। বিশেষ করে রাফাহ শহরে রীতিমতো ঘোষণা দিয়ে পরিকল্পনা মাফিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।২০০০ সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন, ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ।এরপর ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেন, পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে।সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি নিবন্ধ লিখেছেন মার্কিন সাংবাদিক জবি ওয়ারিক। যেখানে তিনি দাবি করেন, ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বারপ্রান্তে। সাংবাদিক জবি ওয়ারি লেখেন, ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বড় ভুল করেছে ট্রাম্প প্রশাসন। ফলে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি।নিবন্ধে উল্লেখ করা হয়— বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফোরদো পরমাণু প্রকল্পে ৬০ শতাংশ হারে ইউরোনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র বা বোমা তৈরি করতে প্রয়োজন ৯০ শতাংশ বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যে গতিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তাতে শিগগিরই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করবে।জবি ওয়ারিক লেখেন, পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। জবাবে ইরান বলে আসছিল—তাদের এই প্রকল্প শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে নির্মিত। তবে, সম্প্রতি ইরানি কর্মকর্তরা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামির একটি বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রথমবারের মতো ইরানের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি বলেন, আগ্রাসন রুখতে ইরান এই অস্ত্র ব্যবহার করবে।নিবন্ধে বলা হয়— পরমাণু অস্ত্র বানানোর আগেই ইরানকে যদি থামানো না যায়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে গণবিধ্বংসী এই অস্ত্র বানানোর হিড়িক পড়ে যাবে। এই দৌড়ে সবার আগে নাম লিখাবে সৌদি আরব। দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন— ইরান পরমাণু বোমা বানালে বসে থাকবে না সৌদিও। অন্যদিকে আঞ্চলিক শক্তিধর তুরস্ককেও তখন থামিয়ে রাখা যাবে না। ভয়াবহ সেই প্রতিযোগিতার ফলে আবারও বিস্তার ঘটবে পরমাণু অস্ত্রের, যা গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে।এসএফ
    ৮৫ যাত্রী নিয়ে সেনেগালের বোয়িং উড়োজাহাজ দুর্ঘটনার কবলে
    সেনেগালে ৮৫ যাত্রীকে নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে বোয়িং ৭৩৭ বিমান। মূলত বিমানটি পিছলে গিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।বৃহস্পতিবার ৯ মে হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, সেনেগালের পরিবহন মন্ত্রীর এক বিবৃতিতে ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ৮৫ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ বিমানটি ডাকারের বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।মন্ত্রী এল মালিক এনদিয়ায়ে বলেন, ট্রান্সএয়ার পরিচালিত এয়ার সেনেগাল ফ্লাইটটি ৭৯ জন যাত্রী, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু নিয়ে বামাকো যাচ্ছিলেন। ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিদের বিশ্রামের জন্য একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।ডাকারে বোয়িং ৭৩৭ বিমান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেনেগালভিত্তিক এয়ারলাইন ট্রান্সএয়ারের লোগো সম্বলিত বিমানটি ঘাসের ওপর পড়ে আছে। এর ডানা আগুন নিয়ন্ত্রণকারী ফেনায় ঢাকা।এফএস
    পরমাণু শক্তিধর রাশিয়াকে হুমকি দেয়ার সাহস কাউকে দেয়া হবেনা: পুতিন
    রাশিয়ার শক্তিশালী নেতা ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার তুমুল উৎসাহ-উদ্দীপনায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। ৯মে সরকারি ছুটির দিনে রাশিয়াজুড়ে চলে বিজয়োল্লাস। মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের বিশেষ কুচকাওয়াজ। এদিন সেনা প্যারেডের মাধ্যমে লৌহমানব পুতিনকে দেয়া হয় বিশেষ সম্মাননা।৯মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে রাশিয়া৷ শুধু রাশিয়াই নয়, ঐতিহাসিক কারণে ইউরোপে বিভিন্ন দেশেও ভিন্ন ভিন্ন নামে ভিন্ন তারিখে পালিত হয়ে থাকে দিবসটি। তবে রাশিয়ার জন্যে এই দিবসটি অন্য মাত্রা বয়ে আনছে বছরের পর বছর ধরে। এবারও বিজয় দিবসের ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন রুশ নেতা পুতিন। শুধু তাই নয়, রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে এবং বৈশ্বিক সংঘাতের যে ঝুঁকি চলছে তাঁর জন্যেও পশ্চিমাদের দায়ী করে পুতিন বলেন, পরমাণু শক্তিধর রাশিয়াকে হুমকি দেয়ার সাহস কাউকে দেয়া হবেনা। এ সময় পশ্চিমাদের অহংকারী বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেন রুশ নেতা।পুতিন বলেন, আমরা জানি এই ধরনের অহংকার এবং উচ্চাকাঙ্খী স্বভাব কোথায় নিয়ে যেতে পারে। একটি বৈশ্বিক সংঘাত এড়াতে সব কিছুই করবে রাশিয়া। একই সাথে আমরা কাউকে হুমকি দেয়ার অনুমতিও দেবো না। আমাদের কৌশলগত বাহিনী সবসময়ই যুদ্ধের জন্যে প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন রুশ নেতা।  এর আগে মঙ্গলবারও শপথ গ্রহণের পরে পশ্চিমাদের এক ঘা দিয়েছেন পুতিন। বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। সুরক্ষা এবং কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য তিনি প্রস্তুত ছিলেন, তবে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘অহংকার’ তাতে বাধা দিচ্ছে। রাশিয়া ইউক্রেনে জয়ের জন্যও প্রস্তুত।২০২২ সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনকে মদদ দিয়ে যাচ্ছে পশ্চিমারা। কিন্তু পুরো পশ্চিমা জোট মিলেও রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে দমাতে পারছেনা। উল্টো ইউক্রেনে গো হারা হারছে পশ্চিমারা।এসএফ
    ইসরাইলকে যে হুমকি দিলেন বাইডেন
    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে ইসরাইলে অস্ত্র সরবারহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র।বুধবার (০৮ মে) প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সেরএই সতর্কবার্তা এমন সময় এলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি পরিকল্পনা নিয়ে কায়রোতে চলমান আলোচনা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে বাইডেন বলেছিলেন, ‘আমি স্পষ্ট বলে দিয়েছি, যদি তারা রাফাতে হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ করছি না।’বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে রাফাহ শহরে হামলার পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন।ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেছেন, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় টানা সাত মাস ধরে চলা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে দেওয়া মার্কিন বোমাগুলো বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।রয়টার্স বলছে, বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এসএফ
    বাইডেনের স্পষ্ট হুঁশিয়ারি জারির পরও রাফায় ইসরায়েলের গোলাবর্ষণ
    যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় যদি হামলা চালানো হয়, তবে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন স্পষ্ট হুঁশিয়ারি পাওয়া সত্বেও রাফায় আজ বৃহস্পতিবার (৯ মে) গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। খবর এএফপি।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি ব্যাটালিয়ন রাফায় সক্রিয় রয়েছে দাবি করে ইসরায়েল আন্তর্জাতিক বিরোধিতাকে পাস কাটিয়ে সেখানে ট্যাংকবহর পাঠিয়েছে। শহরটিতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর হারা ১০ লাখের বেশি ফিলিস্তিনি।আজ বৃহস্পতিবার সকালে রাফা শহরে ভারী গোলাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে তারা। এ ছাড়া গাজা উপত্যকার মধ্যাঞ্চলেও তারা গোলাবর্ষণ করে।এর আগে গতকাল বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘তারা (ইসরায়েল) যদি রাফা শহরে যায়, তবে যে অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করছে, যে গোলাবারুদ ব্যবহার করছে, সেগুলোর সরবরাহ আমারা বন্ধ করে দেব।’গত মঙ্গলবার (০৭ মে) ইসরায়েল মিসরের সঙ্গে লাগোয়া রাফা সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। এই সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজার নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সাহায্য সামগ্রী পৌঁছানো হয়।গতকাল বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে গাজায় মানবিক সহায়তা পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টির জন্য ইসরায়েলের নিন্দা জানায়। এ সময় দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা ইসরায়েলে পাঠানোর জন্য গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছে।এ প্রসঙ্গে জো বাইডেন বলেন, ‘এসব বোমার কারণে গাজায় বেসামরিক লোকজন মারা যাচ্ছে। এটা ঠিক নয়।’ তবে তিনি এটাও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা প্রদানের বিষয়টি থেকে সরে আসবে না।এসএফ
    পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৭
    পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুক হামলায় ৭জন নিহত ও ১জন আহত হয়েছেন। বুধবার (৮ মে) দিনগত রাতে বেলুচিস্তানের গোয়াদার জেলার সুরবন্দরে এ ঘটনা ঘটে। জানা গেছে, হতাহতরা সবাই স্থানীয় একটি সেলুনের কর্মী ছিলেন ।দেশটির সংবাদমাধ্যম ডনের সঙ্গে কথা বলার সময় গোয়াদরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) জোহাইব মহসিন বলেছেন, ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত ৩টায়। নিহতরা গোয়াদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সুরবন্দরে একটি সেলুনে কাজ করতেন।গোয়াদারের জেলা প্রশাসক (ডিসি) হামুদুর রহমান জানিয়েছেন, চারটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর করাচিতে স্থানান্তর করা হয়েছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। তীব্র নিন্দা জানিয়ে তিনি ঘটনাটিকে ‘উন্মুক্ত সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন। হতাহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার ও হামলাকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই হামলা দেশের শত্রুদের কাপুরুষোচিত কাজ। আমরা সন্ত্রাসবাদকে শিকড় থেকে নির্মূল করতে বদ্ধপরিকর।এসএফ
    ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ায় চাকরি হারালেন ভারতীয় অধ্যক্ষ
    সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেয়ার কারণে চাকরি হারিয়েছেন ভারতের এক স্কুল প্রিন্সিপাল। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে ‘হামাসপন্থি, ইসলামপন্থি, এবং হিন্দু-বিরোধী’ মতামতকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।বলা হয়েছে, মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের অধ্যক্ষ পারভীন শেখকে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনপন্থি পোস্টে লাইক দেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (০৭ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে সোমাইয়া স্কুল বলেছে, পারভীন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপগুলো আমরা যে মূল্যবোধগুলো লালন করি তার পুরোপুরি বিপরীত এবং তাই ‘এ নিয়ে উদ্বেগের কারণে’ এবং ‘সতর্কতার সাথে বিষয়টি বিবেচনা’ করার পর স্কুল ম্যানেজমেন্ট তার সঙ্গে সম্পর্ক ছেদ করছে।’এনডিটিভি বলছে, পারভীন শেখ প্রায় ১২ বছর ধরে সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পারভীন শেখের লিংকডইন প্রোফাইল অনুসারে, শিক্ষা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।বিতর্কের মুখে স্কুল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে অধ্যক্ষাকে অপসারণের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে। তারা বলেছে, ‘পারভীন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সম্প্রতি আমাদের নজরে এসেছে। তিনি সোমাইয়া স্কুলের নেতৃস্থানীয় পদে ছিলেন। আমরা যে মূল্যবোধগুলো লালন করি তার সঙ্গে তার কর্মকাণ্ড আমাদের কাছে বিভ্রান্তিমূলক মনে হয়েছে।’এসএফ
    যুক্তরাজ্যে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা শিক্ষিকা
    যুক্তরাজ্যে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন এক শিক্ষিকা। কেবল তাই নয়, অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছেন তিনি।বুধবার (৮ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই শিক্ষিকা ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছেন তিনি। এরপর জামিনে ছাড়া পেয়ে আরেক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবর্তী হন তিনি।অভিযুক্ত ওই শিক্ষিকার নাম রেবেকা জোয়েন্স। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা। তার বিরুদ্ধে ১৫ বছর বয়সী ওই ছাত্রকে ৩৪৫ পাউন্ডের বেল্ট উপহার দিয়ে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে।বিবিসি জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই শিক্ষিকার বিরুদ্ধে শিশুর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগের বিচার চলছে। ম্যানচেস্টার ক্রাউন কোর্টে এ বিচারকার্য প্রক্রিয়াধীন। তদন্ত চলাকালে ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। ‍যদিও স্কুল বা ছাত্রদের কারও নাম পরিচয় প্রকাশ করা হয়নি।প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষিকা ১৫ বছর বয়সী ছাত্রের এক বন্ধুকে ছবি পাঠান। তার পাঠানো ছবির মধ্যে গোপনে তোলা ছবিও ছিল। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।মামলার প্রসিকিউটর জো অ্যালম্যান জানান, ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আনা হয়েছিল। এরপর বিচারকাজ শুরু করা হয়। তখনই ওই শিক্ষিকার অপর এক ছাত্রের সঙ্গে দীর্ঘদিন যৌন সম্পর্কের বিষয়টি সামনে আসে।বিবিসি জানিয়েছে, দ্বিতীয় ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে তিনি গর্ভবতী হন। তিনি চাকরি থেকে বরখাস্ত হয়েও ওই ছাত্রের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছিলেন। ওই সময়ে তার বয়স ছিল মাত্র ১৫ বছর।ওই ছাত্র শিক্ষিকার ফ্ল্যাটে যায় এবং তারা ঘনিষ্ট হয়। এরপর ছাত্রের বয়স ১৬ বছর হলে পরস্পর পূর্ণ যৌন সম্পর্ক গড়ে তোলেন। এতে করে ওই শিক্ষিকা গর্ভবতী হয়ে পড়েন। প্রসিকিউটর শিক্ষিকার এ আচরণকে নির্লজ্জ বলে উল্লেখ করেছেন।আদালত জানিয়েছে, ওই শিক্ষিকা গর্ভবতী হতে সক্ষম নন বলে তার দ্বিতীয় ছাত্রকে জানান। কিন্তু পরবর্তীতে তিনি গর্ভবতী হয়ে পড়েন।এফএস

    বিনোদন

    সব দেখুন
    বাবা হওয়ার খুশিতে জাস্টিন বিবারের আবারও বিয়ে
    বেশ কিছুদিন ধরেই ছিল গুঞ্জন! স্ত্রীর সঙ্গে তার অনেক গোপন ছবিও ফাঁস হয়েছিল। তবে এবার পপতারকা জাস্টিন বিবার নিজেই আনুষ্ঠানিকভাবে জানালেন, তিনি বাবা হতে চলেছেন।জাস্টিন ও হেইলির সুখের সংসারে আসছেনতুন সদস্য। স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অনুরাগীদের সেই সুখবর দিলেন জাস্টিন। শুধু তাই নয়, খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে ফের হেইলিকে বিয়ে করেছেন এই পপ তারকা।এর আগে, সেলেনা গোমজের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে সেই কথা স্বীকার করেন এই তারকা জুটি। বর্তমানে জাস্টিন বাবা হতে চলেছেন তা নিয়েই সরগরম পপসঙ্গীতের দুনিয়া।২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন জাস্টিন। এই পপ তারকার মুখের একাংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। বাতিল করা হয় একাধিক কনসার্ট। তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন জাস্টিন।বিবারের সঙ্গে দাম্পত্য জীবন সম্পর্কে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।এসএফ
    আবারও মা হলেন পরীমণি, দত্তক নিলেন কন্যাসন্তান
    ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে চিত্রনায়িকা পরী মণির কোলজুড়ে। এবার জানালেন কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। নিয়েছেন দত্তক। মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম।বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই। তিনি বলেন, ‘ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।’দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোনও দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।’ সন্তান নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে, আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরী মণির আকাশটা বড় হয়ে আসছে।’ ঢাকাই ছবির এই চিত্রনায়িকা ‘গুণিন’ ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। তাঁদের ঘরে আসে রাজ্য। বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা।এমএইচ
    হঠাৎ শুটিং ছেড়ে ঢাকা আসছেন শাকিব খান!
    ভারতে ‘তুফান’ সিনেমার শুটিং ছেড়ে হঠাৎ এক দিনের জন্য ঝটিকা সফরে ঢাকা আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শুটিং ছেড়ে কেন দেশে আসছেন শাকিব জানেন? এ মুহূর্তে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার শুটিংয়ে ভারতে ব্যস্ত সময় পার করছেন শাকিব। মঙ্গলবার (৭ মে) এ সিনেমার টিজার প্রকাশিত হয়। এরপরই দর্শকমুখে আলোচনা চলছে সিনেমাটি নিয়ে। কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত এ সিনেমার কাজ দ্রুত শেষ করার তাগিদ রয়েছে সিনেমা সংশ্লিষ্টদের। তবে সে ছন্দপতন করতে দেখা গেল শাকিবকে। ‘তুফান’ সিনেমার কাজে একটু বিরতি নিয়ে এক দিনের জন্য ঢাকায় আসছেন শাকিব। রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে একটি ব্যবসায়িক মিটিংয়ে অংশ নিতেই ঢাকায় আসছেন অভিনেতা। জানা গেছে, রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব কোম্পানি ঢাকায় অবস্থিত সেগুলো নিয়ে মেলার আয়োজন হয়েছে।   আমেরিকান দূতাবাসের উদ্যোগে এ মেলায় অথেনটিক বিউটি প্রোডাক্ট কোম্পানির পক্ষে রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে উপস্থিত থাকবেন ঢালিউড সুপারস্টার।   আগামী শনিবার (১১ মে) বিকেলে ৩টায় এ অনুষ্ঠানে অংশ নেবেন শাকিব। এরপরই ‘তুফান’ সিনেমার শুটিং শেষ করতে পশ্চিমবঙ্গে উড়াল দেবেন ঢালিউডের এ জনপ্রিয় নায়ক। এমএইচ
    বাবা হত্যার রায় শুনে যা বললেন সোহেল-দিতির কন্যা লামিয়া
    ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বরের ভোর। রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে অবস্থিত ট্রাম্প ক্লাবের নিচে উপুড় হয়ে থাকা একটি মরদেহ ঘিরে দাঁড়িয়েছিল শত শত মানুষ। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। রক্তের ছাপ শুরু হয়েছিল ক্লাবের সিঁড়ির সামনে থেকে। উপুড় হয়ে থাকা দেহটি যখন ঘোরানো হয় তখন পরিচিত মুখটি দেখে অনেকেই আঁতকে ওঠেন। অনেকেরই চেনা এই মুখ। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন সে সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। আশির দশকের মাঝামাঝি সময় ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় এই অভিনেতার। বিয়ে করেছিলেন আরেক জনপ্রিয় তারকা পারভীন সুলতানা দিতিকে; যদিও পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল সোহেল চৌধুরীর হত্যাকাণ্ড ঘিরে। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষিত হলো আজ বৃহস্পতিবার। আদালত নায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন। খালাস পেয়েছেন ৬ জন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিনজনের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা প্রদানে ব্যর্থ হলে আরও এক মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। তিনজন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর তাঁদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।এদিকে রায় ঘোষণার প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘আমার বাবা তো ফেরত আসবে না। উনারা (অপরাধীরা) যেটা করেছেন, সেটার জবাব উনাদেরই দিতে হবে। উনাদের যাবজ্জীবন হোক কিংবা যেটাই হোক—বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়্যালিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাঁদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না।’সবশেষে বাবা-মায়ের জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন, ‘আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। এটাই আমার প্রতিক্রিয়া। এর বাইরে নতুন কিছু বলার নেই। যেভাবে ছিলাম, সেভাবেই আছি, এভাবেই থাকব।’

    অর্থ-বাণিজ্য

    সব দেখুন
    ‘অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে’
    অনলাইন জুয়া, হুন্ডি প্রভৃতি কারণে মুদ্রা পাচার বেড়ে যাওয়ায় দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে  বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বৃহস্পতিবার (০৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বেড়েছে। প্রযুক্তিগত এ উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া/বেটিং, গেমিং, ফরেক্স/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন দেশ থেকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, অপরদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। ফলশ্রুতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি আরও বলেন, অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার রোধকল্পে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব বিএফআইইউ কর্তৃক স্থগিত করা হয়েছে।এসএফ
    খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা
    ডলারের দাম ১১০ থেকে ১১৭ টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। তার সঙ্গে এক টাকা যোগ বা বিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। সেক্ষেত্রে ডলারের দাম আরও বেড়ে হতে পারে ১১৮ টাকা। অন্যদিকে ডলারের দাম ব্যাংকে সাত টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে নয় টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে বা খোলাবাজার।বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র উঠে এসেছে।খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দামও বেড়েছে। বুধবার (৮ মে) ১১৫ টাকায় এলসি খুলেছিল যেসব ব্যাংক তারাও আজ বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।উল্লিখিত এলাকাগুলোতে বুধবার প্রতি ডলার কেনার রেট ছিল ১১৪ টাকা ৫০ পয়সা, বিক্রি হয়েছে ১১৬ টাকায়। বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। আর কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো যে যার মতো করো দর ঠিক করে দিচ্ছে।এদিন পল্টন এলাকায় মিলন নামে একজনের সঙ্গে কথা হয়। একটি মানি এক্সচেঞ্জের নির্বাহী হিসেবে আছেন তিনি। ক্রেতা সেজে মিলনের কাছে ডলার কিনতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হয়েছে বিকেলে। এখনো সিদ্ধান্তই নিতে পারিনি কত দামে বিক্রি করবো। বিকেলের দিকে ভিসা-পাসপোর্ট নিয়ে আসেন দেখি কী করা যায়।’পরে চলে আসার সময় পেছন থেকে ডাক দেন তিনি। বলেন, ‘মামা যদি কিনতে চান এক দাম লাগবে ১২৫ টাকা। যদি নিতে চান তাহলে ওই চায়ের দোকানে আসেন।’সাইদুল নামে অপর একজন বলেন, ‘মামা এখন গোয়েন্দা-এনএসআই-ডিজিএফআই আছে। আপনি সত্যিকারের ক্রেতা নাকি গোয়েন্দা বুঝি কেমনে। এখনো বিক্রি শুরু করিনি, অল্প পরিমাণ আছে, সন্ধ্যায় কল দিয়ে আসবেন। দোকানের বাইরে গিয়ে দিয়ে আসবো।’তবে দাম কত নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আসেন, তারপর বাধবে না (দাম নিয়ে)। তবে ১২৫ টাকার নিচে দেওয়া যাবে না।’এদিকে ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রা বিনিময় দামও বেশি চাওয়া হচ্ছে। বেশিরভাগ মানি একচেঞ্জের কর্মকর্তারা বলছেন, ‘ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রার দামও বেড়েছে। বুধবার পর্যন্ত ভারতীয় মুদ্রার এক টাকা ৪০ পয়সা ছিল, আজ (বৃহস্পতিবার) এক টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্যান্য দেশের মুদ্রার দামও বাড়িয়েছেন তারা।’এসএফ
    এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা
    ডলারের দাম এক লাফে ৭ টাকা বেড়ে ১১০ থেকে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে ডলারের অফিসিয়াল দাম ঘোষণা করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।কিন্তু গতবছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।ডলারের দাম বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের, মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ১১৭ টাকা যে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশ আমদানিনির্ভর। অনেক দিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক, এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবে আমদানিকারকরা।তিনি আরও বলেন, হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে চাপে পড়বেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। তবুও আমাদের অর্থনীতিকে একটা জায়গাতে আনতে হবে। এ ক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিৎ হবে সব দিক বিবেচনায় নেয়া।এসএফ
    বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
     সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন।ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে, নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠনগুলো।এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা।এমএইচ
    একলাফে ৪ হাজার ৫০২ টাকা বাড়লো স্বর্ণের দাম
    দুই দিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৫ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ
    নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে সনি-র‍্যাংগসের শোরুম
    সনি-র‍্যাংগস নামে পরিচিত ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড নতুন আঙ্গিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শোরুমের উদ্বোধন করেছে। সোমবার (৬ মে) শপিং মলটির ডি ব্লকের ৬ নম্বর লেভেলে ১০৬-১০৯ নম্বর দোকানে ‘সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোন’ নামের এই শোরুম উদ্বোধন করা হয়।২০১০ সালে বসুন্ধরা সিটি শপিং মলে অফিশিয়াল সনি পণ্য নিয়ে সনি সেন্টার-বসুন্ধরা সিটির যাত্রা শুরু হয়। ১৪ বছর পর নতুন আঙ্গিকে নতুন স্থানে এই শোরুমের উদ্বোধন করা হলো। এখানে আসলে ক্রেতারা অভিজ্ঞতা নিতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ ওএলইডি টিভি, ফোরকে গুগল টিভি, সনি আলফা ক্যামেরা, লেন্স ও এক্সেসরিজ এবং সনি হোম অডিও ও ভিডিও সিস্টেমের।পাশাপাশি থাকছে অফিশিয়াল এলজি ফোরকে ইউএইচডি, ন্যানোসেল এবং ওএলইডি টিভি, এআই ইনভার্টার রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে ওয়ার্লপুল, ইলেক্ট্রলাক্স, কেলভিনেটর, র‍্যাংগস, ফিলিপসসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র‍্যাংগস স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ আরও অনেক চমক।র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা। রিকি লুকাস বলেন, বিগত ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে র‍্যাংগস ইলেকট্রনিকসের এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
    প্রয়োজনে ঢাকায়ও লোডশেডিং দেওয়া হবে: বিদুৎ প্রতিমন্ত্রী
    প্রয়োজন হলে ঢাকা এবং আশেপাশের এলাকায় দেওয়া হবে লোডশেডিং বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার (১০ মে) সকালে রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।তিনি বলেন, প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে।প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে।দাম বৃদ্ধি নিয়ে নসরুল হামিদ বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে। তবে বিদ্যুতের দাম বছরের চারবার কমবে-বাড়বে।এসময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সামনের হিটওয়েভের জন্য প্রস্তুতি আছে। সময় মতো অর্থের জোগান দেওয়া হলে, কোনো সমস্যা হবে না।এসএফ
    ‘অনলাইন জুয়া-হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচার বাড়ছে’
    অনলাইন জুয়া, হুন্ডি প্রভৃতি কারণে মুদ্রা পাচার বেড়ে যাওয়ায় দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে  বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বৃহস্পতিবার (০৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বেড়েছে। প্রযুক্তিগত এ উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া/বেটিং, গেমিং, ফরেক্স/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও হুন্ডি প্রভৃতি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন দেশ থেকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে, অপরদিকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। ফলশ্রুতিতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।তিনি আরও বলেন, অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার রোধকল্পে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। অনলাইন জুয়া/বেটিং ও হুন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব বিএফআইইউ কর্তৃক স্থগিত করা হয়েছে।এসএফ
    খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা
    ডলারের দাম ১১০ থেকে ১১৭ টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। তার সঙ্গে এক টাকা যোগ বা বিয়োগ করতে পারবে ব্যাংকগুলো। সেক্ষেত্রে ডলারের দাম আরও বেড়ে হতে পারে ১১৮ টাকা। অন্যদিকে ডলারের দাম ব্যাংকে সাত টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে নয় টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে বা খোলাবাজার।বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র উঠে এসেছে।খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দামও বেড়েছে। বুধবার (৮ মে) ১১৫ টাকায় এলসি খুলেছিল যেসব ব্যাংক তারাও আজ বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।উল্লিখিত এলাকাগুলোতে বুধবার প্রতি ডলার কেনার রেট ছিল ১১৪ টাকা ৫০ পয়সা, বিক্রি হয়েছে ১১৬ টাকায়। বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। আর কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো যে যার মতো করো দর ঠিক করে দিচ্ছে।এদিন পল্টন এলাকায় মিলন নামে একজনের সঙ্গে কথা হয়। একটি মানি এক্সচেঞ্জের নির্বাহী হিসেবে আছেন তিনি। ক্রেতা সেজে মিলনের কাছে ডলার কিনতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হয়েছে বিকেলে। এখনো সিদ্ধান্তই নিতে পারিনি কত দামে বিক্রি করবো। বিকেলের দিকে ভিসা-পাসপোর্ট নিয়ে আসেন দেখি কী করা যায়।’পরে চলে আসার সময় পেছন থেকে ডাক দেন তিনি। বলেন, ‘মামা যদি কিনতে চান এক দাম লাগবে ১২৫ টাকা। যদি নিতে চান তাহলে ওই চায়ের দোকানে আসেন।’সাইদুল নামে অপর একজন বলেন, ‘মামা এখন গোয়েন্দা-এনএসআই-ডিজিএফআই আছে। আপনি সত্যিকারের ক্রেতা নাকি গোয়েন্দা বুঝি কেমনে। এখনো বিক্রি শুরু করিনি, অল্প পরিমাণ আছে, সন্ধ্যায় কল দিয়ে আসবেন। দোকানের বাইরে গিয়ে দিয়ে আসবো।’তবে দাম কত নেবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আসেন, তারপর বাধবে না (দাম নিয়ে)। তবে ১২৫ টাকার নিচে দেওয়া যাবে না।’এদিকে ডলারের সঙ্গে অন্যান্য মুদ্রা বিনিময় দামও বেশি চাওয়া হচ্ছে। বেশিরভাগ মানি একচেঞ্জের কর্মকর্তারা বলছেন, ‘ডলারের দাম বেড়ে যাওয়ায় অন্যান্য মুদ্রার দামও বেড়েছে। বুধবার পর্যন্ত ভারতীয় মুদ্রার এক টাকা ৪০ পয়সা ছিল, আজ (বৃহস্পতিবার) এক টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছেন বিক্রেতারা। অন্যান্য দেশের মুদ্রার দামও বাড়িয়েছেন তারা।’এসএফ
    এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা
    ডলারের দাম এক লাফে ৭ টাকা বেড়ে ১১০ থেকে ১১৭ টাকায় উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৮ মে) এক প্রজ্ঞাপনে ডলারের অফিসিয়াল দাম ঘোষণা করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে। এই পদ্ধতিতে ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।কিন্তু গতবছরের সেপ্টেম্বর থেকে ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।ডলারের দাম বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশ হওয়ায় আমদানি খরচ বেড়ে যাবে, দাম বাড়বে পণ্যের। চাপ বাড়বে সাধারণ মানুষের, মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ১১৭ টাকা যে ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ক্রলিং পেগের মাধ্যমে বাস্তবায়ন করা গেলে ভালো। তবে এতে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমাদের দেশ আমদানিনির্ভর। অনেক দিন ধরেই আমাদের অর্থনীতি চাপে আছে। এখন হঠাৎ করেই ডলারের দাম খুব বেশি হলে এর নেতিবাচক প্রভাব তৈরি হবে। বিশেষ করে আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক, এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবে আমদানিকারকরা।তিনি আরও বলেন, হঠাৎ করেই ডলারের বেশি দাম বাড়ার এমন সিদ্ধান্তে চাপে পড়বেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে, মানুষ কষ্ট পাবে। তবুও আমাদের অর্থনীতিকে একটা জায়গাতে আনতে হবে। এ ক্ষেত্রে ধীরে ধীরে দাম বাড়লে হয়তো কষ্ট কিছুটা কম হবে। বাংলাদেশ ব্যাংকের উচিৎ হবে সব দিক বিবেচনায় নেয়া।এসএফ
    বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
     সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক রিপোর্টারা। বুধবার (৮ মে) দুপুর আড়াইটা সংবাদ সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওয়াকআউট করেন তারা। দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে ব্যাংক রিপোর্টারা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে বিভিন্ন সংগঠন।ইতোমধ্যে টিআইবি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফআইউজে, নিন্দা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এমন অলিখিত এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে সংগঠনগুলো।এদিন দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান গণমাধ্যম কর্মীদের তথ্য সংগ্রহে প্রবেশ ইস্যুর বিষয়ে সুরাহা হয়েছে কিনা। সন্তোষজন জবাব না পেয়ে সংবাদ সম্মেলনটি বর্জনের ঘোষণা দেয় অর্থনৈতিক সাংবাদিকরা।এমএইচ
    একলাফে ৪ হাজার ৫০২ টাকা বাড়লো স্বর্ণের দাম
    দুই দিনের ব্যবধানে আরও বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ৫০২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বুধবার (৮ মে) থেকে এই নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৫ হাজার ৪৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৪ হাজার ৪৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।  এর আগে, রোববার (৫ মে) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।এ নিয়ে গত ২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৪ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হলো ৫ বার।উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।এমএইচ

    শিক্ষাঙ্গন

    সব দেখুন
    ৮ বছর পর ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
    অর্ধযুগেরও বেশী সময় পর (আট বছরের) অপেক্ষার প্রহর ঘুচিয়ে ১৯৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এতে কমিটিতে নাম আসা নেতারা কমিটি পূর্ণাঙ্গ হয়েছে এমন খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসে বিশাল আনন্দ মিছিল করেন।শুক্রবার (১০ মে) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানা যায়। কমিটিতে সভাপতি পদে মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক পদে নাসিম আহমেদ জয়ের নাম আসে।কমিটিতে সহ সভাপতি হিসেবে নাম এসেছে ৭১ জন শিক্ষার্থীর। পর্যায়ক্রমে তারা হলেন তন্ময় সাহা টনি, মোঃ আল মামুন, ফাহিমুর রহমান সেতু, মোঃ মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রাকিবুল ইসলাম, নাইমুল ইসলাম জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বী, মোঃ মামুনুর রশিদ, এহসানুল হক ইশান, তৌফিকুর রহমান তুষার, আবু হুরায়রা, ফাহিম ফয়সাল, রিজওয়ান আল হাসিব, আব্দুর রহিম সরদার, মফিজুর রহমান, মোঃ আরিফ হাসান, রিজওয়ান উল ইসলাম, শাহেদুল ইসলাম, মোঃ মুরাদ হোসেন, মনিরুল ইসলাম জয়, সাইফুল ইসলাম রিয়ন, সঞ্জয় সরকার, রতন রায়, মনজুরুল ইসলাম নাহিদ, পার্থ বিশ্বাস, রাওফুর রহমান তন্ময়, শিমুল খান, সুমন হোসেন, সালমান ওয়াহিদ, হুসাইন মোহাম্মদ বুলবুল, মোঃ মামুন হোসেন, মো: রুহুল আমিন, অপু রায়, ইসরাফিল ইসলাম সিফাত, নাহিদুজ্জামান, ফয়সাল বাহাদুর জয়, আব্দুল মান্নান মেজবাহ, জয়ন্ত দে, ইনশাদ বিনতে ফিরোজ, রাজু আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, আশিক চন্দ্র দাস, সিয়াম আহমেদ, কামরুজ্জামান শরীফ, রাকিব হোসেন রেদোয়ান, আব্দুল্লাহ, আকিব হাসান রোমিও, সালমান রহমান, মাসুদ রানা, সোহানুর রহমান সিদ্দিকী, আব্দুল্লাহ আল নোমান, আমিনুল ইসলাম, মাজহারুল আবেদিন রনি, ইশতিয়াক আহমেদ রিয়াদ, ইকরামুজ্জামান রকি, আব্দুর রহিম, জায়েদ বিন অপু, রনি আহমেদ, সাদমান সাকিব রিদম, মোস্তা হাবিবুল ইসলাম, মোঃ সুমন পোদ্দার, নিশানুজ্জামান নিশান, মুহাম্মেদ ইসলাম, সুজন আলী, আরেফিন আন্দালিব প্রান্ত, জাহিদুল ইসলাম জাহিদ, শহিদুর রহমান তামিম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোট ১১ জন। তারা হলেন মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ সরোয়ার জাহান শিশির, মোঃ মাসুদ রানা লিংকন, হুসাইন মজুমদার, মেহেদী হাসান হাফিজ, শাহিন আলম, ফজলে রাব্বি হাসান, তরিকুল ইসলাম তরুণ, এস এম আনান, সামিউল ইসলাম, চৌধুরী ফজলে রাব্বী তাজিম।১১ জন শিক্ষার্থীকে পদায়ন করা হয়েছে সাংগঠনিক সম্পাদক পদে। তারা হলেন মোঃ জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, মোঃ হামিদুর রহমান, মোঃ মাহমুদুল হাসান বাঁধন, মুর্তুবা রাফিদ হাসান, মিন্টু আলী, লিয়াফাত হোসেন রাকিব, সৌমিক জোয়াদ্দার, আব্দুল্লাহ ইবনে বাদল, মেজবাহুল ইসলাম। কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নাবিল আহমেদ ইমন ও উপ প্রচার সম্পাদক হিসেবে  আমিনুল ইসলাম সিয়াম এবং মোঃ রাসেল আলী আছেন।পূর্ণাঙ্গ কমিটির দপ্তর সম্পাদক কামাল হোসেন ও উপ দপ্তর সম্পাদক হিসেবে কামালের সঙ্গী আশফাকুর রহমান আসিফ এবং হাসিন ইন্তেসাফ অর্প। কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শেখ মোঃ আকিব আল হাসান ও উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আসিফ উৎস এবং গুলহার মাসুদ রানা।১৯৯ সদস্যের কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোঃ নাসিম উদ্দিন মাসুম ও উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাকিবুল ইসলাম অভি এবং সাইফ জামান জয়। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে লালচাঁন তালুকদার ও উপ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অনিক কুমার এবং মো: রাকিবুল হাসান অভি।কমিটিতে সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আতাউর রহমান রাজু ও উপ সমাজসেবা সম্পাদক হিসেবে আছেন রিজভী আহমেদ রুপম এবং আসিফ আহাম্মেদ।ক্রীড়া বিভাগের নেতৃত্বে ক্রীড়া সম্পাদক হিসেবে বিজন কৃষ্ণ রয় ও উপ ক্রীড়া সম্পাদক মোঃ তৌহিদুল ইসলামের নাম এসেছে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মুশফিকুর রহমান সাথে উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে থাকছেন রিফাজুর রহমান।পাঠাগার সম্পাদক হিসেবে আছেন এস এম তাসিম মাহমুদ ও উপ পাঠাগার সম্পাদক হিসেবে ওয়ায়েসুর রহমান প্রাঞ্জল। তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব সামলাবেন মমিনুল ইসলাম জনি এবং  উপ তথ্য ও গবেষণা সম্পাদক পদে ইমরান আদনান।পূর্ণাঙ্গ কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আশিক হোসেন ও উপ অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আল আমিন হোসেনকে পদায়ন করা হয়েছে। আইন বিষয়ক সম্পাদক হিসেবে শাকিল আহমেদ ও উপ আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান তপুর নাম এসেছে। পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে অপূর্ব কর্মকার ও উপ পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আবুনূর হাসান নাহিব। স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে নাম এসেছে মোঃ সাব্বির হোসেন আকিফ ও উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাজ্জাদ সাকিব।বিজ্ঞান বিষয়ক সম্পাদক শেখ নাহিয়ান মাহমুদ রিকি ও উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল খান সানী এ কমিটিতে পদ পেয়েছেন। আশিকুর রহমান ডিপলুকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাখা হয়েছে আলী রিয়াজকে। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মেজবাহ উদ্দিন খান ও উপ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আশিক শর্মা। গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোঃ আশিকুজ্জামান আকাশ ও উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে অনুরাগ চাকমা পদধারী হয়েছেন।কমিটিতে শাহিন পাশা পেয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পদ এবং উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আদনান রাব্বী। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়েছে কে এম সাদমান সরকার ইমন এর নাম। এছাড়াও উপ স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক হিসেবে থাকছেন মোঃ রিফাত পারভেজ। গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাদিদ খান সাদি এবং উপ গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এঞ্জেল পদায়ন করা হয়।সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল আলীম ও উপ সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে আছেন কাজী রাকিন। নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল আমিন সুইট ও উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক তানভীর আল জুবায়ের তামিম কমিটিতে স্থান পেয়েছেন। কমিটিতে আপ্যায়ন সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান ও উপ আপ্যায়ন সম্পাদক হিসেবে মাজহারুল ইসলাম নাঈম পদ পেয়েছেন। মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অংকু জোয়াদ্দার সৌমিক ও উপ মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নাম এসেছে মোঃ সাদমান ইরামের।মোঃ আজিজ মল্লিক কমিটিতে স্থান পেয়েছেন মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে। পদটির উপ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ইশতিয়াক আরাফাত। ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে স্মরণ খন্দকার ও উপ ছাত্রবৃত্তি সম্পাদক মোঃ হৃদয় ইসলামের নাম এসেছে। কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক সায়মুম খান ও উপ কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন শাহরিয়ার রাগিব।কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদকে স্থান পেয়েছেন মোঃ সজিব আহমেদ ও  উপ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোঃ আকিবুর রহমান পদধারী হয়েছেন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ দিদারুল ও উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাগর আহমেদের নাম এসেছে। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ বাপ্পী মোল্লা ও উপ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী জামান দুর্জয় কমিটিতে পদ পেয়েছেন। অটিজম বিষয়ক সম্পাদক হিসেবে আহসানুর রহমান আসিফ ও উপ অটিজম বিষয়ক সম্পাদক হিসেবে দ্বীপ হালদার এসেছেন কমিটিতে।এস এম সৌরভ শেখকে রাখা হয়েছে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ও  উপ মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন তাসরিফ। মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান জীবন ও উপ মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোঃ ওবায়দুল কাদেরের নাম এসেছে। কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে সুদীপ্ত শাফি উৎস ও উপ কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ফারহান লাবিব ধ্রুব পদায়ন হয়েছেন।ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে পিংকি শেখ এবং উপ ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস দোলন পদ পেয়েছেন। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক পদে সাব্বির হাসান ও  উপ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক মোঃ নীরব হোসেন এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন মোঃ শিহাব উদ্দিন ও উপ সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক পদে সাজ্জাদ হোসেন সৈকতকে রাখা হয়েছে। ১৯৯ সদস্যের কমিটিতে সহ সম্পাদক পদ পেয়েছেন ১৫ জন। তারা হলেন হুসাইন তুষার, শাহারিয়ার হিমেল, সুবর্না ইয়াসমিন মিথিলা, নাইমুর রহমান খান তুর্য, লিখন কান্তি দাস, মো: কাইয়ুম রহমান সাফি, মাহবুব হোসেন, রাফায়েল আহমেদ অংকন, তাহমিদ খান আকিব, শাখাওয়াত হোসেন নিলয়, মোঃ মাহমুদুল হাসান জিহাদী, মোঃ সোহান ইসলাম, সুজন মাহমুদ, শাহরিয়ার ইমন, মেহেদী হাসান।এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে নাম এসেছে ৭ জনের। তারা হলেন সোহানুর রহমান, মোঃ পিয়াস মোস্তাকিন, হামজা মোহাম্মদ নূর, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসান সজীব, সাগর আহমেদ, মোঃ পাভেল মোল্লা।এর-আগে ২০২২ সালের ৩১ জুলাই রাতে ২৪ সদস্যের আংশিক কমিটি পায় ইবি শাখা ছাত্রলীগ। আংশিক কমিটির ৯ মাস পেরুনোর পর ২০২৩ সালের ২ মে কমিটি পূর্ণাঙ্গ করতে কর্মীদের থেকে সিভি সংগ্রহ করে শাখা ছাত্রলীগ। সিভি সংগ্রহের দশমাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল শাখাটি।প্রসঙ্গত, সর্বশেষ ইবি ছাত্রলীগের ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি। এরপর আট বছরের অপেক্ষা শেষে ১৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে এই শাখাটি।কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে। আগামীদিন গুলোতে ইবি শাখা ছাত্রলীগ কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আরো সুন্দর ও স্পৃহা নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা করছি।শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সাংগঠনিক একটি পরিচয় পাওয়া প্রতিটি কর্মীর জন্য একটি গর্বের বিষয়। সকল ষড়যন্ত্র ভেঙ্গে দীর্ঘ ৮ বছর পরে যে ইবি শাখা ছাত্রলীগের কর্মীরা একটি পরিচয় পেয়েছে, এতে কর্মীদের চেয়ে আমরাই বেশি খুশি।এমআর
    বেরোবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
    দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (বাণিজ্য) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বেরোবি সি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মতিউর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তিচ্ছুরা গুচ্ছ পদ্ধতিতে সময় ও অর্থ সাশ্রয়ে ভর্তি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। ভর্তি পরীক্ষাও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  উল্লেখ্য, জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ‘সি’ ইউনিটে মোট ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেছে। এরমধ্যে রংপুর কেন্দ্রে ‘সি’ ইউনিটে মোট ২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় রংপুর কেন্দ্রে মোট আবেদনকারীর ৯১.৩৫% পরীক্ষার্থী অংশ নিয়েছে।জিএসটি গুচ্ছভ‚ ক্ত ভর্তি পরীক্ষায় আসন বিন্যাস, ফলাফল, নির্দেশনাসহ অন্যান্য সব তথ্য (https://gstadmission.ac.bd) এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এআই
    ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা আজ
    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।শুক্রবার (১০ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত হবে। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়বেন মাত্র ২ জন ভর্তিচ্ছু।এ বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ২৩ হাজার ৭৮৯টি। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২ জন ভর্তিচ্ছু। পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘণ্টা। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ অর্থাৎ ৪০-এর কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বিবেচনা করা হবে না। তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন,  কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি কার্যক্রম। এবারে ৯ হাজার ৯৭৯টির বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৯ জন ভর্তিচ্ছু।এর আগে, ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনাগুলো হলো- পরীক্ষার হলে পরীক্ষার্থীদের নির্ধারিত প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে লেখার জন্য কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়াও ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-ট্রুথ বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর দুই কান দৃশ্যমান হতে হবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।পিএম
    মধ্যরাতে ছেলেদের হলে ঢুকলেন ছাত্রলীগ নেত্রী
    বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক হলে মেয়ে শিক্ষার্থী প্রবেশে কঠোর বিধি-নিষেধ থাকলেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মধ্যরাতে ছাত্রদের আবাসিক হলে ঢুকেন সাবিহা সায়মন পুষ্প নামে এক ছাত্রলীগ নেত্রী। তিনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।বুধবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের শাহ পরান হলে ঢুকে পড়েন।  জানা যায়, বুধবার শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দিবসের শুরুতে রাত ১২টার দিকে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প সজিবুর রহমানের আবাসিক হল শাহ পরান এর সামনে যান ৷পরে সেখান থেকে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে শাহ পরান হলের ভেতরে ঢুকেন পুষ্প। সেখানে জন্মদিনের কেক কেটে তা সাধারণ সম্পাদককে খাইয়ে দেন। ছাত্র হলে ঢুকতে পারেন কি-না এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্পকে মুঠোফোনে কল দেয়া হলে তিনি ফোনকল কেটে দেন। তবে এ বিষয়ে পুষ্প গণমাধ্যমকে জানান, তিনি অপরিচিত কাউকে তার কোনো ব্যক্তিগত তথ্য দিবেন না। মধ্যরাতে ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশ নিয়ে শাহ পরান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক কৌশিক সাহার সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে অবগত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। ছাত্র হলে ছাত্রলীগ নেত্রীর প্রবেশের বিষয় নিয়ে শাবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, 'ছাত্র হলে প্রবেশের বিষয়টা আমি বেশ পরে জেনেছি। এই বিষয়ে দুই হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ছাত্রলীগ নেত্রী সাবিহা সায়মন পুষ্প বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশন শিক্ষার্থী এবং তিনি বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী। লোকপ্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, তিনি প্রায় এক বছর আগে তার একাডেমিক পড়াশোনা শেষ করেছেন। এরপরেও তিনি জোড় করে আবাসিক হলে থাকছেন।এফএস

    তথ্য-প্রযুক্তি

    সব দেখুন
    এবার ভুয়া ছবি শনাক্তে থাকছে ওপেনএআইয়ের ডিপফেক ডিটেক্টর টুল
    দিন দিন বেড়েই চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নকল কণ্ঠ, ছবি ও ভিডিও তৈরি করে প্রতারণার ঘটনা। এমনকি ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতাও আগের তুলনায় বেড়েছে। এসব সমস্যা সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি শনাক্তে ডিপফেক ডিটেক্টর টুল তৈরি করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই।ওপেনএআইয়ের নতুন টুলটি কাজে লাগিয়ে ‘ড্যাল-ই’ ইমেজ জেনারেটরের মাধ্যমে তৈরি করা যেকোনো কৃত্রিম ছবি শনাক্ত করা যাবে। এরই মধ্যে টুলটির কার্যকারিতা পরীক্ষা করতে কয়েকজন গবেষককে দায়িত্ব দিয়েছে ওপেনএআই।ওপেনএআইয়ের তথ্যমতে, ডিপফেক ডিটেক্টর টুলটি মিডজার্নি, স্ট্যাবিলিটিসহ অন্য প্রতিষ্ঠানের ইমেজ জেনারেটরের মাধ্যমে তৈরি করা কৃত্রিম ছবি শনাক্ত করতে পারে না। আর তাই ডিপফেক ছবির বিস্তার ঠেকাতে টুলটি তেমন ভূমিকা রাখতে পারবে না বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিষয়টি অজানা নয় ওপেনএআইয়ের কাছেও। সমস্যা সমাধানে টুলটিকে আরও উন্নত করতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।ওপেনএআইয়ের গবেষক সন্ধিনি আগরওয়াল বলেছেন, ‘ডিপফেক ছবি বা ভিডিওর বিরুদ্ধে লড়াইয়ের কোনো কার্যকর উপায় নেই। আমরা নতুন গবেষণা শুরু করছি। নতুন টুলটি ড্যাল-ই থ্রি মডেল ব্যবহার করে তৈরি করা ছবি ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রেই সঠিকভাবে শনাক্ত করতে পারে। টুলটি মিডজার্নি ও স্ট্যাবিলিটি ইমেজ জেনারেটরের মাধ্যমে তৈরি করা ছবি শনাক্ত করার জন্য তৈরি করা হয়নি।’এ ছাড়া ডিপফেক সমস্যা সমাধানের জন্য ওপেনএআই বিভিন্ন প্রতিষ্ঠান, অলাভজনক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। শুধু তা–ই নয়, গুগল ও মেটার মতো কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি নামের কমিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে। এই কমিটি অনলাইনে থাকা ভুয়া ডিজিটাল কনটেন্ট চিহ্নিত করতে ভবিষ্যতে কাজ করবে।এসএফ
    আইফোনকে টেক্কা দিতে হুয়াওয়ের পিউরা ৭০
    মেট ৬০ সিরিজের সফলতার পর, নিজস্ব চিপে তৈরি আরো একটি নতুন মডেলের হ্যান্ডসেট বাজারে এনেছে চিনা টেক জায়ান্ট হুয়াওয়ে। এবার তারা বাজারে এনেছে পিউরা ৭০ সিরিজ।বৃহস্পতিবার পিউরা ৭০ প্রো ও আলট্রা দুটি মডেলের হ্যান্ডসেট বিক্রি শুরু করেছে হুয়াওয়ে। নতুন এই হ্যান্ডসেটগুলো কিনতে স্টোরগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। বেইজিং, সাংহাই আর শেনজেনের ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে দেখা যায় ক্রেতাদের দীর্ঘ সারি। আর অনলাইনে সবগুলো সেট বিক্রি হতে সময় নেয় মাত্র ১ মিনিট।মেট ৬০ সিরিজের মতো পিউরা ৭০ সিরিজেও ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব চিপস অ্যাপ। যা অ্যাপল ও গুগলে ব্যবহৃত কাটিং এ সেমিকন্ডাক্টরের তুলনায় সামান্য পিছিয়ে আছে।পিউরা ৭০ সিরিজের দাম শুরু ৭৬০ ডলার থেকে। সোমবার এই সিরিজের আরো দুটি মডেল পিউরা ও পিউরা প্লাস বিক্রি শুরুর কথা জানিয়েছে হুয়াওয়ে।নিজস্ব চিপে হ্যান্ডসেট তৈরিকে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুয়াওয়ের বিজয় বলে দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমগুলো। গবেষণা সংস্থা কাউন্টার পয়েন্টের হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চীনে হুয়াওয়ের বিক্রি বেড়েছে ৬৪ শতাংশ।অন্যদিকে এসময়ের প্রায় একই পরিমাণ কমেছে অ্যাপলের আইফোন। অর্থাৎ হুয়াওয়ের কাছে বাজার হারাচ্ছেন আইফোন, বলছেন বিশ্লেষকরা।এসএফ
    আসুস আনলো সাড়ে ৫ লাখ টাকার অত্যাধুনিক ল্যাপটপ
    তাইওয়ানিজ ল্যাপটপ ব্র্যান্ড আসুস বাংলাদেশে নতুন ল্যাপটপ নিয়ে রাজধানীর একটি হোটেল আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেয়। এই আয়োজনে মোট ৬টি নতুন ল্যাপটপের প্রদর্শনী করা হয়। প্রতিটি ল্যাপটপে রয়েছে অত্যাধুনিক সব ফিচার সাথে লেটেষ্ট কনফিগারেশন। আসুসের এই অভিনব সব ল্যাপটপে থাকছে এআই-রেডি ফিচার। অনুষ্ঠানে আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এমডি আল ফুয়াদ বলেন, “বাংলাদেশে আসুসের ২০২৪ সালের নতুন ল্যাপটপগুলো আনতে পেরে আমরা আনন্দিত। আসুস বাংলাদেশ সবসময় নতুন কিছু আনার চেষ্টা করে। আমাদের ২০২৪ লাইনআপে আসুস এবং আরওজি-এই দু ধরনের ল্যাপটপে আছে বিশেষ সব ফিচার। আমরা বিশ্বাস করি এই ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা দিবে।”আসুসের ২০২৪ সালের উন্মোচিত ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ আর বহুল প্রত্যাশিত ডুয়াল-স্ক্রিন ল্যাপটপ জেনবুক ডুও, এবং জেনবুক ১৪ ওলেড। আরো থাকছে নতুন গেমিং ল্যাপটপ আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬, স্ট্রিক্স স্কার ১৮ এবং স্ট্রিক্স জি১৬। জেনবুক ডুও ও জেনবুক ১৪ ওলেড দেশের বাজারে পাওয়া যাবে যথাক্রমে ২,৫২,০০০ টাকায়, ও ১,৬০,০০০ টাকায়। রিপাব্লিক অফ গেমারস জেফাইরাস সিরিজের ল্যাপটপ জি১৪ ও জি১৬ পাওয়া যাবে ২,৮০,০০০ থেকে ৩,৬২,০০০ টাকায়। স্ট্রিক্স জি১৬ ও স্কার ১৮ পাওয়া যাবে যথাক্রমে ২,৫৬,০০০ ও ৫,৬০,০০০ টাকায়।আসুসের ল্যাপটপগুলোতে আনা হয়েছে নতুনত্ব এবং ডিজাইন করা হয়েছে ল্যাপটপ ব্যবহারকারীদের আলাদা সব প্রয়োজন অনুযায়ী। প্রফেশনাল কাজ, দৈনন্দিন প্রয়োজন, কিংবা গেমিং– সব ধরনের উপযোগী ল্যাপটপ খুঁজে পাওয়া যাবে এই বছরে আসা আসুসের নতুন এই ল্যাপটপগুলোতে। 
    অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে নতুন বার্তা
    দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ।বুধবার(০৮ মে) অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে গণশুনানিতে এ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈধভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোন ক্রয় করা উচিত। বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় ফোনই সচল রয়েছে। অবৈধ ফোনগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।শেখ রিয়াজ আহমেদ বলেন, সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করবো, সবাই নিবন্ধনকৃত মোবাইল ফোন কিনুন। কারো কাছে অনিবন্ধিত মোবাইল ফোন থাকলে তারা যদি বিটিআরসিতে আসেন, তাহলে সেগুলো নিবন্ধনের ব্যবস্থা করে দেওয়া হবে। ফলে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসএফ
    এসির গ্যাস লিক করতে পারে কী কী কারণে, রোধে করণীয়
    তীব্র গরমে একটু স্বস্তি পেতে ঘরে এসি ব্যবহার করেন অনেকেই। তবে অনেক সময় এমন হয় যে দীর্ঘক্ষণ এসি চালিয়েও ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। ফিল্টার অনেকদিন পরিষ্কার না করা হলে, টেম্পারেচারের সেটিং মোডে উল্টাপাল্টা হলে এই সমস্যা হয়ে থাকে। কিন্তু এর আরো একটি বড় কারণ হলো এসি গ্যাস লিক।আসলে, এসির মধ্য়ে বাতাস ঠান্ডা করার গ্য়াস থাকে। যা গরম হাওয়াকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে গোটা ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনো কারণে কমে গেলে কিংবা তা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না।তো এবার জেনে নিন এসির গ্যাস লিক করতে পারে যেসব কারণেঃ> অনেকদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেনসর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।> কমপ্রেসর মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।> এসি ইনস্টল করার সময় কোনো উল্টাপাল্টা হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।> অ্যালুমিনিয়াম কনডেনসারের চেয়ে তামার কনডেনসার ক্ষয় হওয়ার সম্ভাবনা কম। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কনডেনসারের বদলে তামার কনডেনসার কিনুন। নিয়মিত কনডেনসার পরিষ্কার করুন।> এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন, যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।> শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।> নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। যাতে কোনো সমস্যা চোখে পড়তে দ্রুত সার্ভিসিং করান।এসএফ
    দেশে ১ ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট
    দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাতে ১ ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বুধবার (০৮ মে) বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে  বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা যথারীতি চালু থাকবে।এসএফ 

    আইন-আদালত

    সব দেখুন
    রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার
    প্রতারণা ও মানবপাচার আইনের পৃথক দুই মামলায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা মিল্টন সমাদ্দারকে হাজির করে সাত দিন রিমান্ড শেষে কারাগারে প্রেরণের আবেদন করেন। এরপরে মিল্টন সমাদ্দার আইনজীবীর মাধ্যমে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ মে মিল্টন সমাদ্দারকে মানবপাচারের মামলায় চার দিন ও প্রতারণা মাধ্যমে মৃত্যুর জলসনদ তৈরির মামলায় গত ২ মে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। সে দুই মামলায় রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করা হয়। গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।এসএফ

    প্রবাস

    সব দেখুন
    স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা
    সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গলাই ফাঁস লাগিয়ে ফারুক হোসেন (৩৫) নামে এক প্রবাসী আত্মহত্যা করেছেন। স্ত্রীর ওপর অভিমান করে ফারুক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।বুধবার (৮ মে) দুবাইয়ের আল কুসাইস দুই এলাকার আল জারওয়ানী ভবনে এ ঘটনা ঘটে।জানা গেছে, ফারুক হোসেনের দেশের বাড়ি কুমিল্লা জেলায়। তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে দুবাই পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটিতে অধিকাংশই ট্যাক্সি ড্রাইভারদের বসবাস। এদিন ভোর বেলা সবাই ডিউটিতে চলে যায়। সারাদিন তেমন কারো আনাগোনা থাকে না ভবনটিতে। এই সুযোগে ভবনের ছাঁদে ওঠার সিঁড়ির দরজায় গামছা বেঁধে ঝুলে পড়ে ফারুক। একসময় অন্যান্যদের চোখে পড়লে তারা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।নিহতের সহকর্মীরা জানান, বেশ কয়েকদিন যাবত স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল তার। মাঝেমাঝে বিবাহ বিচ্ছেদ নিয়েও কথা বলতে শোনা যেত। হতে পারে এসব ঘটনা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।সহকর্মীরা আরও বলেন, ২০১৫ সালে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ভিসা নিয়ে প্রবাসে আসে ফারুক। এরপর ৮ থেকে ৯ বছর যাবত ট্যাক্সিতেই কর্মরত ছিল। সম্প্রতি চাকরি ছেড়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছিল ফারুক। মাস তিনেক আগে ইউরোপের ভিসা পেতে পাসপোর্ট জমা করে একটি এজেন্সিতে। ভিসা না হওয়াতে ফেরত দেওয়া হয় তার পাসপোর্টটি। এরপর থেকেই একাকী থাকতো সে। স্ত্রীর সঙ্গে কলহ আর কর্মহীন, বেকার জীবনযাপনের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে জানা গেছে।এফএস

    লাইফস্টাইল

    সব দেখুন
    প্রেমে প্রতারণার শিকার হলে নিজেকে শক্ত করবেন যেভাবে
    সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনও কি ভুলে থাকা যায়? প্রেমে প্রতারিত হওয়ার পর মন ভেঙে গেলে এই প্রশ্নটিই সবার মাথায় ঘুরপাক খায়! কেউ প্রেমে প্রতারিত হলে তাকে অনেক কষ্ট, আঘাত এবং বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে যেতে হয়। এরপর সে সঙ্গীকে আর বিশ্বাস করতে পারে না।এছাড়া কীভাবে সঙ্গীহীন জীবন কাটাবেন তা ভেবে কপালে ভাঁজ পড়ে অনেকের। তবে আপনি যাকে সত্যিকারের ভালোবাসেন সে যদি তা মূল্যায়ন করত তাহলে আপনার সঙ্গে প্রতারণা করত না।প্রিয় মানুষ প্রতারক রূপে আবির্ভূত হয়, তবে ভেঙে যায় মন, হারিয়ে যায় বিশ্বাস। এমন কঠিন আঘাতের পর কেমন করে নিজেকে সামলাবেন? সময়ের হাতে নিজেকে ছেড়ে দিন বহতা সময় যেকোনো ক্ষতকে সারিয়ে তোলে। তাই নিজেকে ছেড়ে দেয়া উচিত সময়ের হাতে। প্রতারিত হবার ব্যথা ধীরে ধীরে সময়ের সাথে চলে যাবে।যদিও মানুষ ভুলতে পারে না তার সব থেকে কাছের মানুষের প্রতারণা। তবুও জীবন কখনো থেমে থাকে না, চলতে থাকে এর নিজস্ব প্রবহমানতায়। একা না থেকে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান। চেষ্টা করুন ব্যাস্ত থাকার। আর অপেক্ষা করুন কষ্টের ক্ষতে সময়ের প্রলেপ পরার।  মন খুলে কথা বলুনকষ্টকে মনের ভিতর চেপে রাখলে তা বাড়তেই থাকে। তাই উচিত আপনজনের সাথে নিজের জীবনের সবথেকে কষ্টের অংশ ভাগাভাগি করে নেয়া। এভাবেই সম্ভব নিজেকে প্রতারনার জ্বালা থেকে রক্ষা করা। আমরা যখন নিজের দুঃখ কারো সাথে ভাগ করে নেই তখন কষ্ট অনেকখানি লাঘব হয়ে যায়। তাই নিজের জীবনের এত বড় আঘাতকে না লুকিয়ে মন খুলে শেয়ার করুন কাছের কোন মানুষের সাথে। প্রয়োজনে কোন কাউন্সিলরের কাছে যান।  নিজেকে ধোঁকা দেবেন নানিজের কাছে সত্যিটা স্বীকার করা সবথেকে জরুরী। যে প্রতারণার মত ঘৃন্য কাজ অবলীলায় করতে পারে তার জন্য নিজের জীবন শেষ করার মধ্যে কোন সার্থকতা নেই। তাই নিজেকে ধোঁকা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই জীবনের মূলমন্ত্র হওয়া উচিত।অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিনচরম সত্যিকে মেনে নেয়া অনেক সময় অসম্ভব হয়ে পরে। প্রেমের সম্পর্কে অনেক টানাপোড়েন থাকে কিন্তু প্রতারণা মেনে নেওয়া কখনই সহজ নয়। তাই প্রতারণার শিকার হলে মানুষ বেশিরভাগ সময় বেরিয়ে আসতে পারে না মনঃকষ্ট থেকে এবং হারিয়ে যায় অন্ধকারে। নিজেকে আলাদা করে ফেলে সব কিছু থেকে, চলে যেতে যায় সবকিছুর আড়ালে। কিন্তু যে আপনাকে ধোঁকা দিয়েছে তার জন্য জীবনটাকে নষ্ট করবেন না। সম্পর্ক শেষ হয়ে যাওয়া মানে জীবনের ইতি নয়। অবস্থাকে স্বীকার করার মধ্যে দিয়ে সমস্যার যথাযথ সমাধান করা সম্ভব। পরিস্থিতি থেকে পালিয়ে গেলে কখনো নিজের মনঃকষ্টের হাত থেকে মুক্ত হওয়া সম্ভব না। অবস্থাকে মেনে নিলেই প্রতারনার কষ্ট অনেকটা কমানো সম্ভব। নিজেকে বর্তমান অবস্থার সাথে মানিয়ে নেয়ার মধ্যে দিয়েই উদ্ভূত বিপত্তিকে পার করার রাস্তা সহজে খুজে পাওয়া যায়।নিজেকে বিচ্ছিন্ন করবেন নাসম্পর্কে প্রতারণার শিকার হলে মানুষ বাইরের পৃথিবীর থেকে নিজেকে বিছিন্ন করে ফেলে এবং বন্দি করে রাখে নিজেকে চারদেয়ালের মাঝে। কিন্তু এভাবে নিজেকে তিলে তিলে শেষ করে ফেলার থেকে বুঝতে হবে কারো চলে যাওয়া মানে জীবনের সব চাওয়া-পাওয়া শেষ হয়ে যাওয়া না। নিজেকে সবকিছু থেকে দূরে রাখলেই কিন্তু কষ্ট, ব্যথা, যন্ত্রণা নিঃশেষ হয়ে যাবে না। নিজেকে শক্ত করুন।  আনন্দের উৎস খুঁজুননিজেকে আনন্দে রাখার সবচেয়ে সহজ উপায় নিজেকে ব্যস্ত রাখা। নতুন কিছু করুন। ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পরুন ঘুরতে, কিম্বা শিখুন পেইন্টিং বা নতুন কোন শখের কাজ। আনন্দময় জিনিস শেখার মধ্যে দিয়ে কষ্ট আর ব্যথা ভুলে গিয়ে জীবনের স্বাদ আবারো অনুভব করতে শুরু করবেন।ক্ষমা করুনক্ষমা এই ছোট্ট দুই অক্ষরের শব্দের মধ্যে লুকিয়ে আছে জীবনের সার। প্রতিশোধ না নিয়ে বা আপনার প্রতারকে আবির্ভূত হওয়া সঙ্গির স্মৃতিচারন না করে, স্রেফ ক্ষমা করে দিন। কঠিন হলেও একবার যদি মন থেকে ক্ষমা করা যায় তবে দেখবেন আপনার কষ্টের ভার অনেকটাই লাঘব হয়ে গেছে।এমআর

    Loading…