এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসে জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    তর্কে বিতর্কে মাহফুজ আহমেদ-বুবলীর আড্ডা

    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ৩ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম
    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ৩ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম

    তর্কে বিতর্কে মাহফুজ আহমেদ-বুবলীর আড্ডা

    রবিউল ইসলাম রুবেল প্রকাশ: ৩ জুন ২০২৩, ০৩:৪৬ পিএম
    ছবি: সময়ের কণ্ঠস্বর

    আসন্ন ঈদুল আজহাতে মুক্তি প্রতিক্ষিত সিনেমা 'প্রহেলিকা'। নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। আর এতে প্রথমবারের মতো জুটি বেধেছেন মাহফুজ আহমেদ ও শবনম ইয়াসমিন বুবলী। এই সিনেমায় মাহফুজ আহমেদকে 'মনা' এবং বুবলীকে 'অর্পা চরিত্রে দেখা যাবে।

    সিনেমাটির মুক্তি উপলক্ষে ইতোমধ্যে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রচারণার অংশ হিসেবে গতকাল রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হন মাহফুজ আহমেদ ও বুবলীসহ নির্মাতা।

    এই অনুষ্ঠানে চোখে মুখে আত্মবিশ্বাস নিয়ে মাহফুজ আহমেদ বললেন, 'আমার নিজের প্রতি একটু আশার বাণী আছে। একজন মানুষ এবং অভিনতা হিসেবে আমি অনেক আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, আমাদের 'প্রহেলিকা' পুরো ছবিটা মোর দ্যান সুপারস্টার। এ কারণে বলতে পারি ছবি নিয়ে দুশ্চিন্তা করছি না।'

    মাহফুজ আহমেদ দীর্ঘ আট বছর পর পর্দায় হাজির হচ্ছেন মাহফুজ। এই জমজমাট আড্ডার একটি পর্বে এই অভিনেতা ও বুবলী নানা বিষয় নিয়ে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ জুড়ে দেন।

    'প্রহেলিকা' সিনেমা প্রসঙ্গে বুবলী বললেন, 'দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে।'

    প্রাণবন্ত আড্ডায় বুবলী দাবি করেন, 'মাহফুজ আহমেদের অভিনয় তাকে প্রেম করা শিখিয়েছে! এবং যখন অভিনয় শুরু করেন তখন নাকি তার জন্মও হয়নি!'

    বুবলীর এমন কথার মাঝেই মাহফুজ আহমেদ বললেন, 'বুবলী নিজেকে কম বয়সী প্রমাণ করার জন্য আমাকে বুড়ো বানানোর চেষ্টা করছে।'

    একি সঙ্গে এই অভিনেতা বুবলীকে খোচা দিয়ে বললেন, 'আমি আর কী প্রেম শেখালাম। তুমি তো প্রথম নায়কেই প্রেম আর বিয়ে সেরে ফেলেছো!

    বুবলীও কম নন। কড়া প্রশ্ন ছুড়ে দেন তিনিও। বললেন, 'আপনি তো অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। এরমধ্যে সত্যিকারের প্রেমে কতবার পড়েছেন?'

    এমন প্রশ্নে নড়েচড়ে বসেন মাহফুজ, পানি দিয়ে গলা ভিজিয়ে নিলেন তিনি। একটু স্থির হয়ে কৌশলে উত্তর দিলেন এই অভিনেতা। তিনি বললেন, 'আমি হাজার নায়িকার সঙ্গে কাজ করেছি। নাটক-সিনেমা দুই বাংলাতেই। একাধিকবার মুগ্ধ হয়েছি আমার সহশিল্পীদের রূপে-গুনে। এরমধ্যে অনেকের সঙ্গে শুটিংয়ের ভেতরে ও বাইরে দারুণ সময় পার করেছি। কিন্তু কো-আর্টিস্টের সঙ্গে প্রেম করা বা ঘর করার বিষয়টি কখনও মাথায় আসেনি। তুমি যেমন প্রথম ছবিতেই প্রেম-বিয়ে-সন্তান! আমি এসব কল্পনাতেও আনিনি কখনও। কারণ, আমার কাছে তখন থেকে এখনও মনে হয়, কো-আর্টিস্ট মানে সহপাঠী। তারা বন্ধু হতে পারে। এর বেশি কিছু তো না।'


    শুটিং শুরুর আগে বুবলীকে নিয়ে ভয়ে ছিলেন উল্লেখ করে উদাহরণ টানেন মাহফুজ। উদাহরণ টেনে এই অভিনেতা আরও বললেন, আমি শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, বিপাশা, শমি, তারিন, অপি- সবার সঙ্গে কাজ করেছি। তখন তারা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় আর সুন্দরী ও মেধাবী মুখ ছিলো। এখনও তারা তাই আছে, যদিও কাজ করছে না। এখন যেমন তোমাকে পেলাম। শুটিং শুরুর আগে আমি কিন্তু ভয়ে ছিলাম বুবলীকে নিয়ে। কারণ, সারাজীবন আমি অনেক অসাধারণ কোআর্টিস্ট পেয়েছি। যাদের অভিনয়গুণের কারণে আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। তো লম্বা বিরতির পর শুরুতে তোমাকে নিয়ে ভয়ে থাকলেও শুটিং শেষে মনে হলো ইন্ডাস্ট্রি একজন অভিনেত্রী পাচ্ছে। এবং সেই সুবাদে আমি তোমার প্রেমেও পড়ে আছি, কিন্তু সেটা ঘর-সংসার-সন্তানের জন্য নয়। এই প্রেম মানুষ বুবলী আর অভিনেত্রী বুবলীর প্রেম। এই প্রেম একজন ভালো সহ-শিল্পীর প্রতি।'

    প্রায় দেড় ঘন্টার আলাপে 'প্রহেলিকা' সিনেমার শুটিং সময়ের গল্পসহ ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। প্রহেলিকা'য় আরও দরকারি চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ। জামাল হোসেন প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

    আরআইআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…