অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের ২৮৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করেছে। ওপেনার জাওয়াদ আবরার ৯৬ ও রিফাত বেগ ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলে যুব টাইগারদের ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ ও রিফাত উদ্বোধনী জুটিতে ১৫১ রান যোগ করে দলকে উড়ন্ত সূচনা দেন। যদিও রুহউল্লাহ আরব দুই ওপেনারকে সাজঘরে ফেরালে বাংলাদেশের সহজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকী তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করে জয়ের ভিত মজবুত করেন।
শেষের দিকে এক ওভারে দুইটি রান-আউটের কারণে কিছুটা চাপ তৈরি হয়। মোহাম্মদ আব্দুল্লাহ ও সামিউন বশির রাতুল রান-আউট হলেও রিজান হোসেন ১৩ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে দলকে নিরাপদ জয় এনে দেন। শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২১ রান।
এর আগে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৮৩ রানের সম্মানজনক সংগ্রহ করে। ফায়সাল ১০৩ রানের অসাধারণ ইনিংস খেলে সেঞ্চুরি পূর্ণ করেন, উজাইরউল্লাহ ৪৪ রান করেন। শেষ দিকে আজিজুল্লাহ মিয়াখিল ৩৮ ও আব্দুল আজিজ ২৬* রানে দলকে যথাযথ সমর্থন দেন। বাংলাদেশের হয়ে শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন দুটি করে উইকেট নেন।
আরডি