এইমাত্র
  • নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী
  • দুই সিনিয়র ভালো খেলেছেন, বাকিরা পারেননি: লিটন
  • লিভার প্রতিস্থাপনের সুপারিশ খালেদা জিয়ার
  • ভিসানীতি নিয়ে পরোয়া করি না: ওবায়দুল কাদের
  • জিয়াউর রহমানের হাত দিয়ে বাংলাদেশে গুম ও খুনের ঘটনা শুরু: মুক্তিযোদ্ধা মন্ত্রী
  • সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
  • বিডিইউ এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
  • সরকার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী
  • মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ভয়ের কিছু নেই বলছেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করে খুব ভালো করেছে : সালমান এফ রহমান
  • আজ রবিবার, ৯ আশ্বিন, ১৪৩০ | ২৪ সেপ্টেম্বর, ২০২৩
    দেশজুড়ে

    গৌরীপুরে টিসিবির কার্ড নিয়ে 'বাণিজ্য', পণ্যবাহী ট্রাক আটকে রেখে এলাকাবাসীর বিক্ষোভ

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম
    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম

    গৌরীপুরে টিসিবির কার্ড নিয়ে 'বাণিজ্য', পণ্যবাহী ট্রাক আটকে রেখে এলাকাবাসীর বিক্ষোভ

    হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৫ জুন ২০২৩, ০৬:৩৯ পিএম

    স্থানীয় লোকজনকে বিভ্রান্ত করে অনলাইনে তালিকাভুক্তির কথা বলে প্রায় দেড় মাস আগে স্থানীয় সুবিধাভোগীদের কাছ থেকে টিসিবির কার্ড জমা নেন জনপ্রতিনিধিরা। জমা নেয়া পুরোনো কার্ডের পরিবর্তে বর্তমানে তারা দিচ্ছেন নতুন কার্ড। এক্ষেত্রে যারা টাকা দিচ্ছেন তারা নতুন কার্ড পাচ্ছেন। আর টাকা না দিলে তালিকাভুক্ত সুবিধাভোগীর নাম বাদ দিয়ে কার্ড দেয়া হচ্ছে অন্যজনকে।

    ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারের টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচীর স্বেচ্ছাচারিতার চিত্র এটি।

    টিসিবির তালিকাভুক্তদের নাম বাদ দিয়ে সম্পূর্ণ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কতিপয় জনপ্রতিনিধিদের স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে ওঠছে স্থানীয় লোকজন।

    সোমবার (৫ জুন) সকালে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে মেছিডেঙ্গী এলাকায় টিসিবি পণ্যবাহী একটি ট্রাক আটকে বিক্ষোভ করেন ভুক্তভোগী নারী-পুরুষরা। পরে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরোনো তালিকা অনুযায়ী টিসিবি পণ্য বিক্রয়ের আশ্বাস দিলে ট্রাকটি ছেড়ে দেন তারা।

    এ বিষয়ে জানতে চাইলে মইলাকান্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম বলেন, টিসিবি কার্ড বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় গ্রহণ করায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাজাহান মিয়ার প্রতি ক্ষুব্দ হয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বিষয়টি তিনি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    উপজেলা নির্বাহী অফিসার ফোজিয়া নাজনীন জানান, টিসিবি কার্ড জমা নেয়া, তালিকায় নাম পরিবর্তন বা কর্তনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের কোন নির্দেশনা দেওয়া হয়নি। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির কোন প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ঘটনার পর থেকে ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়ার ব্যবহৃত মোবাইল নম্বরের সংযোগ বন্ধ থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

    স্থানীয় টিসিবি ডিলার ত্বোহা এন্টার প্রাইজের প্রতিনিধি জোবায়ের হোসেন জানান, পুরনো কার্ড জমা নিয়ে তালিকাভুক্তদের বাদ দিয়ে অন্যদের মাঝে নতুন কার্ড বিতরণ করায় স্থানীয় ভুক্তভোগী বিক্ষুব্দ লোকজন টিসিবি পণ্যবাহী ট্রাক আটক করে।

    তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের হাতে টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচী তদারকির দায়িত্ব দেয়ায় এ উপজেলায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…