সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্কের যে চরম অবনতি হয়েছে তা এখন দিবালোকের মতো পরিষ্কার। মাঠের দেখা এখন এমনিতেই সেভাবে হয় না। কিন্তু তামিম বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার পর বিষয়টি গড়িয়েছে চরম তিক্ততায়। এমনকি দুজনের ভক্ত-সমর্থকরাও পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন।
তবে এরমধ্যেই সবাইকে চমকে দিয়ে একসঙ্গে হাজির হলেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা। তবে এবার আর মাঠে নয়। দুজনকে দেখা গেল বিজ্ঞাপনের ভিডিওতে জুটি বাঁধতে। বিশ্বকাপ উপলক্ষে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) ‘নগদ’–এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে সাকিব ও তামিমকে।
বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হবার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে।
নগদের এমন বিজ্ঞাপনের পরেও অবশ্য সহসা দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। অন্তত বিশ্বকাপে জরুরি পরিবর্তন না এলে তা হচ্ছেনা। তবে ভক্তদের আশা, বিশ্বকাপের পর সব ভুলে অন্তত এক হবেন সাকিব এবং তামিম।
উল্লেখ্য, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে এক ভিডিও বার্তায় কথা বলেন তামিম ইকবাল। সাকিবকে নিয়ে সরাসরি কিছু না বললেও তামিমের মতে, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে গেছেন তিনি নিজেই।
এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেছেন। এছাড়া সাকিবের বিস্ফোরক কিছু মন্তব্যের পর থেকেই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ফাটল তৈরি হয়েছে।
যদিও সবকিছু ছাপিয়ে বিশ্বকাপের স্বপ্ন ভুনছে টাইগাররা। আর তাদের শুভ কামনাও জানিয়েছেন তামিম।
আরআই