এইমাত্র
  • পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
  • রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা
  • মালিতে রুটি-দুধের চেয়ে দাম বেশি বরফের
  • কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
  • নির্বাচনে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ইসি হাবীব
  • গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ দেশ
  • মিয়ানমারে ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
  • অঙ্গীকারনামা দিয়ে জামিনে মুক্তি পেলেন সেই সঞ্জয় রক্ষিত
  • কেমন করে দলের নির্দেশ অমান্য করছেন তা আমার বোধগম্য নয়: ইসি হাবিব
  • স্কুল-মাদরাসা বন্ধে হাইকোর্টের রায় নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • আজ সোমবার, ১৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    ওপারে সংঘাত, এপারে ফের আশ্রয় নিল মিয়ানমারের ৫ বিজিপি সদস্য

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

    ওপারে সংঘাত, এপারে ফের আশ্রয় নিল মিয়ানমারের ৫ বিজিপি সদস্য

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

    প্রাণ বাঁচাতে এপারে ফের আশ্রয় নিল মিয়ানমার ৫ বিজিপি সদস্য, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে দূ'পক্ষের ব্যাপক সংঘর্ষ এখনো অব্যাহত। গোলাগুলিতে থেকে নিজের প্রাণ বাঁচাতে কক্সবাজারের টেকনাফ খারাংখালী নাফনদীর অতিক্রম করে ফের অনুপ্রবেশ করে এপার সীমান্ত প্রহরী বিজিবির কাছে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষার দায়িত্বে থাকা আরও ৫ বিজিপি সদস্য। এ নিয়ে গত ২৪ ঘন্টার ব্যবধানে ১৪ জন বিজিপি সদস্য টেকনাফ ২ বিজিবির হেফাজতে রয়েছে।

    সুত্রে জানা যায়, রোববার (১৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে এই ৫ মিয়ানমার সীমান্তরক্ষী বাংলাদেশে অনুপ্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করে। এদের মধ্যে তিন জন অস্ত্রসহ বাকী দুই জন খালী হাতে প্রবেশ করেছে।

    সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো.মহিউদ্দীন আহমেদ সময়ের কন্ঠস্বরকে বলেন, মিয়ানমারে অভ্যন্তরে দূ'পক্ষের চলমান সংঘর্ষের জের ধরে দিশেহারা হয়ে নিজেদের প্রান রক্ষা করার জন্য রবিবার সকাল থেকে এই পর্যন্ত হোয়াইক্যং ঝিমংখালী ও খারাংখালী নাফ নদ সীমান্ত এলাকা দিয়ে উক্ত দেশে সীমান্তরক্ষার দায়িত্বে থাকা ১৪ জন বিজিপি আশ্রয় নিয়েছে। তারা এখন আমাদের হেফাজতে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

    উল্লেখ্য- চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে দু'পক্ষের চলমান সহিংসতার রোশানলে পড়ে প্রান বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল সেই দেশের সেনা, বিজিপি,শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জন সদস্য।

    এরপর তাদেরকে কক্সবাজারের ইনানী নৌবাহিনীর জেটি দিয়ে সাগরপথে স্বদেশে ফেরত পাঠানো হয়েছিল।

    এদিকে গত ৩০ মার্চ থেকে এই পর্যন্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে পৃথকভাবে অনুপ্রবেশ করে সেই দেশের তিন সেনা কর্মকর্তাসহ এপারে আশ্রয় নেয় আরও ১৮০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

    এ নিয়ে টেকনাফে আশ্রয় নেওয়া ১৪ জনসহ সর্বমোট ১৯৪ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবির হেফাজতে রয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…