এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ছেলের দুর্ঘটনার কথা বলে বাবার থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম

    ছেলের দুর্ঘটনার কথা বলে বাবার থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৮ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম

    ঢাকায় ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার কথা বলে অভিনব কায়দায় কিশোরগঞ্জের এক অভিভাবকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র।

    এ ঘটনায় গত ৬ মার্চ বিকাল ৫ টার দিকে প্রতারণার স্বীকার এক ভুক্তভোগী অভিভাবক কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারণার স্বীকার কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্রি এলাকার ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান লস্কর।

    ভুক্তভোগী মো. কামরুজ্জামান লস্কর জানান, তাঁর ছেলে আবিদ ইয়াসার সাদমান ঢাকায় ডিওএইচএস এর বাসায় থেকে মীরপুর ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এ লেখাপড়া করে। গত (০৬ মার্চ) বিকাল ৫ টার দিকে তাঁর মোবাইলে অপরপ্রান্ত থেকে একব্যক্তি নম্বর থেকে জানায় যে, তাঁর ছেলে সাদমান তার বন্ধুসহ উত্তরার দিয়াবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়েছে। ফলে সেখানে একটি জুয়েলারি দোকানের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়। ছেলে ও তার বন্ধুও কিছুটা আহত হয়েছে এবং তাদেরকে পাশের ফার্মেসিতে চিকিৎসাও দেয়া হচ্ছে বলে জানায় প্রতারক চক্রটি।

    পরে ছেলে শাদমানের কান্না জড়িত হুবহু নকল কন্ঠে ভুক্তভোগীর সাথে কথাও বলায় প্রতারকচক্র। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানের মালিককে ২০ হাজার টাকা দিতে হবে অন্যথায় ছেলেদের ছাড়বে না বলে জানায়। ওই প্রতারক আরও জানায়, তার বাড়ি কিশোরগঞ্জের পার্শ্ববর্তী এলাকার নান্দাইল উপজেলায় এবং শশুরবাড়ি কিশোরগঞ্জে। ছেলের এমন বিপদের কথা শুনে প্রতারকের কথায় বিশ্বাস করে তাৎক্ষণিক প্রতারকের দেয়া বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে বিস্তারিত জানতে ছেলে শাদমানকে মোবাইল করে জানতে চাইলে সে জানায়, সে ডিওএইচএস এর বাসায় ঘুমুচ্ছিল।

    এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মোবাইল নম্বরের সূত্র ধরে খুব দ্রুত প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…