এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবিতে দিনভর আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম

    ধর্ম অবমাননার অভিযোগে পাবিপ্রবিতে দিনভর আন্দোলন, প্রশাসনিক ভবনে তালা

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৯:১২ পিএম

    ইসলাম ধর্ম ও ইসলামিক স্কলার ড. জাকির নায়েককে নিয়ে কটূক্তির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।আবারো নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের দুই শিক্ষার্থী এবং ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, পরে প্রশাসনের বিচার নিয়ে গড়িমসি দেখে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।

    রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার সময় শিক্ষার্থীরা প্রথমে অভিযোগ নিয়ে ফার্মেসি বিভাগে অভিযোগ দিতে যান এবং অভিযুক্ত শিক্ষার্থীদের পরীক্ষায় না বসতে দেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে বিভাগ থেকে বের হয়ে বিক্ষোভ সমাবেশ করে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবণে বিচারের দাবীতে অবস্থান নেন শিক্ষার্থীরা।

    গত সপ্তাহে ইউআরপি বিভাগের দুই শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশিষ্ট ইসলামিক বক্তা ড. জাকির নায়েক সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অবমাননাকর মন্তব্য করেন বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি জানিয়ে এক দিনের আলটিমেটাম দেন। তবে তিন দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

    এদিকে, গতকাল শনিবার ফার্মেসি বিভাগের হিন্দু সম্প্রদায়ের কিছু শিক্ষার্থীর ব্যক্তিগত মেসেঞ্জার গ্রুপ থেকে ইসলাম ধর্ম, এর বিধিবিধান ও নিয়ম-কানুন নিয়ে হাস্যরস ও কটূক্তিমূলক কথাবার্তার স্ক্রিনশট ফাঁস হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ক্ষোভ আরও বেড়ে যায় এবং শিক্ষার্থীরা বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

    শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি; বরং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদের ভাষ্যমতে, বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করলেও তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। ফলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন এবং বিচারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

    একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে বিচারের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন কালক্ষেপণ করছে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। নইলে আমাদের আন্দোলন চলবে।"

    বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর কামরুজ্জামান খান শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান,"শিক্ষার্থীদের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

    তবে শিক্ষার্থীরা তদন্ত কমিটির আশ্বাসে আশ্বস্ত না হয়ে প্রমানিত দোষীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনিক ভবণসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাৎক্ষণিক বিচারের দাবী তোলেন।

    প্রক্টর সূত্রে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিকর্ণ দাস দিব্য এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণয় কুন্ডকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…