এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বেরোবিতে সমন্বয়কদের গণ ইফতারে খাবার পায়নি হাজারো শিক্ষার্থী

    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম
    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

    বেরোবিতে সমন্বয়কদের গণ ইফতারে খাবার পায়নি হাজারো শিক্ষার্থী

    গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:৩৪ এএম

    রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গণ ইফতার আয়োজন করে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। এই ইফতার আয়োজনে দুই হাজারের বেশি শিক্ষার্থী ইফতার পাননি বলে অভিযোগ উঠেছে। এছাড়া ইফতার না দিয়ে খালি প্যাকেট বিতরণ করতে দেখা যায়।

    সোমবার (১৭ মার্চ) সাধারণ শিক্ষার্থীদের নামে সমন্বয়ক রহমত,আরমান,খোকন,আশিক,সুমন, আবিরসহ বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ইফতারের আয়োজন করেন। ইফতারি না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা ।

    রাজু আহমেদ নামের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্টে লিখেন,যেটা ঠিকঠাক আয়োজন করতে পারবেন না সেটা নিয়ে এত ঢোলপেটাবেন না।বিশৃঙ্খলা ও কোন সিস্টেম না করে লোক দেখানো ও শো আপ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার মাহফিলের আয়োজন কেন করলেন?? ৪০% রোজাদার বান্দাদের আপনারা ইফতার দিতে পারেন নাই এবং অনেকে ইফতারের সময় অতিবাহিত হওয়ার পর ইফতার করেছে( নিজের তত্বাবধানে)।কে বা কারা এরকম আয়োজন করেছেন তাঁরা নেক্সট টাইম কোন প্রোগ্রাম করলে সবদিক চিন্তা করে করবেন।

    আমি শুধু একটা ওয়ান টাইম গ্লাস পেয়েছি। ইফতার না-পেয়ে কষ্ট লেগেছিল।

    এম এম মুয়াজ নামের এক শিক্ষার্থী পোস্ট করেন, বেরোবিতে এক টুকরো গাজা দেখলাম। ওমর ফারুক নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, মানুষকে এইভাবে অপমানিত না করলেও পারতেন। সাব্বির এইচ নামের আরেক শিক্ষার্থী মন্তব্য করেন,

    সাধারন শিক্ষার্থীর ব্যানারে এসব প্রোগাম বন্ধ করেন। নিজের বা কোন সংগঠনের আপনারা তা ক্লিয়ার করে প্রোগাম করেন।

    আমানুল্লাহ নামের শিক্ষার্থী মন্তব্যে বলেন, এক টুকরো গাজা দেখলাম, যেটা পারবেন না সেটা করেন কেন? ১০০০+ মানুষ খাবার না পেয়ে ঘুরে আসছে। নাইবুর নামের শিক্ষার্থী মন্তব্য করেন , গণ হয়রানি মনিরুল ইসলাম মনা মন্তব্য করেন, ফুটেজ খাওয়ার আয়োজন। নুরুল হুদা নামে আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, গণ ইফতারের আত্মার মাগফিরাত কামনা করছি।

    এইদিকে আয়োজকদের মধ্যে রহমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপাতত কোন বক্তব্য নেই। আমরা কাজের মধ্যে আছি।

    উপাচার্য অধ্যাপক ড.শওকাত আলী বলেন, যারা আয়োজক ছিল তারা সবাই শিক্ষার্থী। প্রথম আয়োজন সেজন্য বুঝে উঠতে পারি। যাইহোক তারপরও তারা চেষ্টা করেছে। বড় আয়োজন একটু সমালোচনা থাকবেই।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…