এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আগুনে পুড়ল দুই দিনমজুরের ঘরবাড়ি, ছুটে গেলেন ইউএনও

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম
    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম

    আগুনে পুড়ল দুই দিনমজুরের ঘরবাড়ি, ছুটে গেলেন ইউএনও

    আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:১৫ পিএম

    আব্দুল আলিম ও সাইফুল ইসলাম, দু’জনেই দিনমজুরি করে সংসার চালান।

    মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর রাতে তারাবি নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। অর্ধেক রাতে হটাৎ করেই আগুন লাগে আব্দুল আলিমের ঘরে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সাইফুল ইসলামের ঘরেও।

    ভষ্মিভূত হয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই। পুড়ে যায় ৩টি ছাগল। শুধু তাই নয়, বেড়াতে এসে আগুনে দগ্ধ হন আব্দুল আলিমের খালা শাহিদা খাতুন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সেহেরী যে খাবেন এমন খাবারও ছিল না দু’টি পরিবারে। খোলা আকাশের নিচে বিলাপ করছিলেন দুই পরিবারের সদস্যরা। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রামে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এলাকার মানুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

    এদিকে এমন সংবাদ পেয়ে বুধবার (১৯ মার্চ) সকালে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ্বাস দেন। ইউএনওর এমন মানবিক আচরণে মুগ্ধ এলাকার মানুষ। ভূয়সি প্রংশসায় ভাসছেন ইউএনও।

    তাৎক্ষণিক ইউএনওর সহযোগিতা পেয়ে কেঁদে ফেলেন আব্দুল আলিম। তিনি বলেন, ‘চোরে চুরি করলেও কিছু রেখে যায়। কিন্তু আগুনে পুড়লে কিছুই থাকে না! কোথায় থাকবো, কী খাবো এমন চিন্তা যখন করছিলাম তখন ইউএনও স্যার এসে পাশে দাঁড়ালেন। এর আগেও আমাদের এলাকায় অনেক বাড়িতেই আগুন লেগেছে কিন্তু কখনোই কোনো ইউএনওকে আসতে দেখিনি। আমরা ভাগ্যবান, আমাদের মতো গরীব মানুষের বাড়িতে এসে স্যার (ইউএনও) এসে সহযোগিতা করে গেলেন।’

    চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, আমি শুধু ইউএনও-ই নই, একজন মানুষও। আমি ওই দুই পরিবারের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। আমি মানুষ হিসেবে তাদের বাড়িতে গিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাতক্ষণিক কিছু সহযোগিতা দেওয়া হয়েছে। আবেদন করতে বলেছি, আরও কিছু সহযোগিতা দেওয়ার জন্য।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…