এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যানজট

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

    ঈদকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যানজট

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০২:১৫ পিএম

    ঢাকা-বরিশাল গৌরনদী উপজেলার মহাসড়কে ঘর মুখে মানুষের ঈদ যাত্রা সামনে রেখে প্রায় সময় দেখা দেয় সড়কে তীব্র যানজট। দক্ষিণ অঞ্চলে প্রবেশদ্বার বলা হয় গৌরনদী উপজেলাকে। যে সব স্থানে যানজট দেখা দেয় এর মধ্যে বার্থী, নীলখোলা, টরকী বাসস্ট্যান্ড, গৌরনদী, আশোকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সামনে, মাহিলাড়া, কাশেমাবাদ, বাটাজোরসহ বিভিন্ন স্থানে রাস্তার উপর ও পাশে হাট-বাজার থাকার কারনে এই ব্যস্ততম সড়কে প্রায় সময়ই ঘটছে মর্মান্তকি সড়ক দুর্ঘটনা।

    এ দুর্ঘটনায় কারো কারো চলে যাচ্ছে তরতাজা প্রাণ। আবার দুর্ঘটনায় অঙ্গ হানি নিয়ে অন্যের কাধে বোঝা হয়েবেঁচে থাকতে হয় বাকি জীবন।

    স্বাভাবিক যান চলাচলের জন্য মহাসড়কের রাস্তার দুই পাশে প্রায় ৪ ফিট করে ৮ ফিট বর্ধিত করা হলেও তা আসছে না কোন কাজে। কেউ রেখেছেন নসিমন-করিমন আবার কেউ বা রাস্তার উপরেই ট্রাক পার্কিং রেকে মালামাল নামাচ্ছে।

    দূর পাল্লার সাকুরা পরিবনের যাত্রীবাহী বাসের ড্রাইভার আমিনুল শরিফ বলেন, মহাসড়কের উভয় পাশ বর্ধিত করা হলেও কোন কাজে আসছে না। বাসস্ট্যান্ড গুলোতে অবৈধ থ্রিহুইলার পার্কিং করার কারনে বাস, ট্রাক, মাইক্রোবাস চলাচলে বাঁধা গ্রহস্ত হচ্ছে। এতে ব্যস্ত তম সড়কে যানজটের সৃষ্টি হয়ে যাত্রীরা দূর্ভোগ পোহাচ্ছে। যাতে করে রাস্তার দুই পাশ দিয়ে অবৈধ থ্রি হুইলার যানবাহন চলাচল করতে পারে সে জন্য করা হয়ে ছিলো। কিন্তু সেখানে ট্রাক রাখার কারনে আমাদের দুইটি গাড়ি অনেক সময় পাশ টাকা অনেক ঝুঁকি নিয়ে চলতে হয়।

    থ্রিহুইলার মাহিন্দ্র ডাইভার মানিক মৃধা বলেন, রাস্তার দুই পাশে থ্রিহুইলার যানবাহন চলাচলের জন্য বর্ধিত করা হলেও তা এখন দখলদারদের দখলে। এমটাই দেখা যায় ভূরঘাটা লোকাল বাসস্ট্যান্ড থেকে বরিশাল সদর উত্তরে প্রায় ৪৫ কিলোমিটার সড়কে। মহা সড়কের দুই পাশে হাট-বাজারসহ যানবান রাকার বিষয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ নিচ্ছে না কোন পদক্ষেপ। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতি মাসে উপজেলায় আইন শৃঙ্খলার মিটিং হলেও তা যেন থেকে যাচ্ছে কাগজ কলমে।

    মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কগুলোতেও দেখা দেয় তীব্র যানজট। দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়িক বন্দর বলা হয় গৌরনদী উপজেলার টরকী বন্দরকে। এই বন্ধরে প্রবেশ করার জন্য দুইটি সড়ক রয়েছে একটি টরকী বাসস্ট্যান্ড থেকে বন্দরে চলে গেছে অপরটি নীলখোলা নাম স্থান হয়ে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের সামন থেকে টরকী বন্দর হাই স্কুল রোড হয়ে টরকী বন্দরে চলে গেছে। অনেক সময় এই দুই রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর কারণ এই রাস্তায়ও ট্রাক থামিয়ে মালামাল উঠা নামানো করা হয়।

    টরকী বন্দরে নির্ধারিত ট্রাকস্ট্যান্ড কলেও সেখানে নামানো হচ্ছে না মালামাল বন্দরের রাস্তা খারাপ থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের রাস্তার পাশে মালামাল নামাতে হয়। এমটাই জানান তিন চাকা ভ্যানে ড্রাইভার মো. সিরাজুল ইসলাম।


    এবিষয় গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন কয়েক দিন আগে উপজলা মিটিং হয়েছে আমরার দুই এক দিনের মধ্যেই যারা সড়ক দখল করে মালামাল নায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…