এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে লঞ্চঘাটে একই সময়ে একাধিক ছিনতাই

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম

    ভৈরবে লঞ্চঘাটে একই সময়ে একাধিক ছিনতাই

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে আসা ৩ বন্ধুসহ এক ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৭২ হাজার টাকা ও ২টি বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

    বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে ভৈরব লঞ্চ টার্মিনালের ভিতরে এই ঘটনা ঘটে।

    তারা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রামের ইসলামপুর এলাকার আক্কাছ মিয়ার ছেলে মো. কাশেম, কুমিল্লার দেবীদ্বার এলাকার শাহিন মিয়ার ছেলে মো. ইমন ও ব্রাহ্মণ্যবাড়ির নাসিননগরের বলাপুর এলাকার লিটন মিয়ার ছেলে মো. সাকিব।এছাড়া সুনামগঞ্জের আব্দুর রহিমের ছেলে হযরত আলী।

    ভুক্তভোগী মো. কাশেম বলেন, আমরা ৩ বন্ধু চট্টগ্রামে মসলার ব্যবসা করি। ঈদ উপলক্ষে আমরা দেশের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে ২ বন্ধুকে সাথে নিয়ে বাড়িতে ঘুরতে এসেছিলাম। ভোরে ভৈরব রেলস্টেশনে আসার পর লঞ্চে করে অষ্টগ্রামে যাওয়ার জন্য লঞ্চ টার্মিনালের আসি। টার্মিনালে লঞ্চের জন্য যখন অপেক্ষা করছিলাম তখন হঠাৎ ৫/৬ জন ছেলে এসে হঠাৎ আমাদের উপর হামলা করে এবং আমাদের টেনে হেছরে টার্মিনালের ভিতরে থেকে বের করে সড়কে নিয়ে যাই। এই সময় ছিনতাইকারীরা আমাদের মারপিট করে সাথে থাকা একটি বাটন মোবাইল, ৫ হাজার টাকা ও কাপড়ের ব্যাগ নিয়ে যায়।

    এছাড়া আরেকজন ভুক্তভোগী হযরত আলী বলেন, আমি ভৈরব বাজার থেকে মালামাল কিনতে সুনামগঞ্জ থেকে এসেছি। লঞ্চযুগে ভৈরব বাজার থেকে মালামাল কিনে নিয়ে যায়। আজ ভোরে আমি যখন লঞ্চ টার্মিনালের বসে ছিলাম তখন হঠাৎ ৫/৬ জন ছেলে আমাকে হঠাৎ অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা মালামাল ৬৭ হাজার টাকা ও একটি বাটন মোবাইলের ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাকে তারা লাঠি দিয়ে আঘাত করে।

    ভৈরব শহর ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ জানান, খবর পেয়ে সাথে সাথে বিভিন্ন জায়গায় খোঁজ নেয়া হচ্ছে। ছিনতাইকারীদের খুঁজতে পুলিশ সদস্যরা কাজ করেছে। সকালে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

    ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে আমি যাচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…