এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম

    অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম

    ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার। কিন্তু একের পর এক গোল মিসের মহড়ায় সে সুযোগ হেলায় হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে লিড পেয়েও ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ফলে সফরকারীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।

    শনিবার (৫ এপ্রিল) এস্তাদি অলিম্পিক লুইস কোম্প্যান্সে সফরকারী রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচের শুরুতেই গাভির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু নাতানের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

    এই ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয়ও ৪ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে বেতিস।

    ঘরের মাঠে এদিন ৭৫ শতাংশ সময় বল স্বাগতিকদের পায়েই ছিল। মোট ১৩টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অন্যদিকে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখতে পারে বেতিস। ম্যাচের একদম শুরুতে বেতিস আক্রমণ শানালেও দ্রুতই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্লিকের শিষ্যরা। ষষ্ঠ মিনিটেই পেদ্রির জোরাল শট কর্নারের বিনিময়ে ঠেকান বেতিসের গোলরক্ষক আদ্রিয়ান।

    এর পরের মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন বেতিসেরই এক সময়ের খেলোয়াড় গাভি। একাদশে ফেরা এই তরুণ মিডফিল্ডার ফেরান তোরেসের পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান। গোল করে অবশ্য সাবেক ক্লাবের প্রতি সম্মান জানিয়ে উদযাপন করেননি গাভি।

    বার্সেলোনা এদিন ১০ মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি। ১৭ মিনিটে সফরকারী বেতিস সমতায় ফেরে নাতানের গোলে। জিওভান্নি লো সেলসোর কর্নারে ঝাঁপিয়ে উঠে দারুণ হেডে গোল করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

    ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ শানিয়েছে বার্সেলোনা। তোরেস, লেভানদোভস্কিরা সুযোগ কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে রাফিনিয়াকেও নামান ফ্লিক। রাফিনিয়াও চেষ্টা করে আর গোল এনে দিতে পারেননি। লামিনে ইয়ামাল, বালদে একের পর এক ক্রস করে গেলেও সতীর্থ খেলোয়াড়রা সেসবের নাগালই পাননি। বেতিসও অল্প কয়েকটি আক্রমণ শানালেও বার্সার গোলরক্ষক সেজনি খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়েননি।

    শেষ পর্যন্ত দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে। চলতি মৌসুমে লিগে বার্সেলোনার বিপক্ষে দুই ম্যাচেই হার এড়িয়েছে বেতিস। প্রথম লেগে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…