এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

    শার্শায় কুড়া মেশানো গো-খাদ্য বিক্রির অভিযোগ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

    যশোরের শার্শায় ধানের কুড়া ও নিম্নমানের আটার সঙ্গে ভূষি মিশিয়ে গো-খাদ্য তৈরী করে বাজারজাত করার পাশাপাশি বিক্রির হিড়িক পড়েছে। এতে গো-খামারিরা প্রতারিত হচ্ছে। এ গো-খাদ্য খেয়ে গরু ছাগল বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর এই কাজের সাথে জড়িত খোদ ওই বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

    জানা যায়, শার্শার বাগআঁচড়া বাজারের কয়েকটি পয়েন্টে রাতের আঁধারে ও দিনে গোডাউনের দরজা আটকে গোপনে নিম্নমানের ভূষির সাথে ধানের কুড়া ও নিম্ন মানের আটা মিশিয়ে খালি বস্তায় ভরে তা দোকানে এনে বিক্রি করে ক্রেতা ঠকানো হচ্ছে।

    বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পাশে আনছার আলীর বিল্ডিংয়ে গোডাউনে দিনের বেলা চলছে নিম্নমানের ভূষির সাথে ধানের কুড়া ও আটা মিশানোর কাজ। মিশানো শেষ হলে তা নাম করা যে কোন একটি কোম্পানির খালি বস্তায় ভরে নতুন করে মেশিনের সাহায্যে মুখ সেলাই করে পাঠানো হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। আর এই নকল ভূষি তৈরির হোতা বাগআঁচড়া বাজারে শামীম ট্রের্ডাসের মালিক শামীম হোসেনসহ আরো ৫/৬ জন অসাধু ব্যবসায়ী।

    অভিযুক্ত শামীম হোসেন জানান, তিনি একা এ কাজ করেন না। বাগআঁচড়া বাজারের আরো ৫ থেকে ৬ জন ব্যবসায়ীও এ কাজ করেন। সেই সব ব্যবসায়ীদের নাম জানতে চাইলে তিনি বলেন, শংকপুর সড়কের ঠাকুর ঘরের সামনেও এ কাজ চলছে। বাজারের ব্যবসায়ী বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে ও বাজারের একাধিক পয়েন্টে এমন কাজ চলে বলে তিনি অভিযোগ করেন। এসময় তিনি বলতে থাকেন শুধু আমাকে দোষারোপ করেন কেন। অন্য যারা করছে তাদের বিষয়েও দেখেন।

    শার্শার সাতমাইল এলাকার গরু খামারি নজরুল ইসলাম বলেন, আমি বাগআঁচড়া বাজার থেকে গো-খাদ্য কিনে গরুকে খাওয়ার পর গরু অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় পশু চিকিৎক ডেকে এনে গরুকে সুস্থ্য করা হয়। পরে আমি অন্য স্থান থেকে গো-খাদ্য এনে গরুকে খেতে দিচ্ছি।

    শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু সাহা জানান, এ কাজে যে প্রতিষ্ঠান জড়িত তাদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, গো-খাদ্যে ভেজাল মেশানোয় আইনগত অপরাধ। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…