এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

    শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে গবিতে মানববন্ধন

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

    প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

    সোমবার (২১ এপ্রিল) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    জানা যায়, পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ নং ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীরা 'উই ওয়ান্ট জাস্টিস', 'আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই', 'আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে', 'পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই' ইত্যাদি স্লোগান করে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান গ্রহন করে।

    এ সময় ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থী জিন্নাহ্ আল ফেরদৌস বলেন, পারভেজ হত্যার জন্য ন্যায়বিচার চাওয়া আমাদের অধিকার। হত্যার ভিডিওতেই দেখা যাচ্ছে কত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সোচ্চার হওয়া প্রয়োজন। আমরা সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার চাই।

    তিনি আরও বলেন, শিক্ষার্থী হিসেবে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ পারভেজ, কাল যে কেউ হতে পারে। এই আশঙ্কা থেকেই আমাদের প্রতিবাদ। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এধরনের ঘটনা আরও বাড়বে, তাই এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন।

    ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাশরুক আহমেদ বলেন, প্রশাসনকে একটি কথাই বলতে চাই, অপরাধীর পরিচয় হবে শুধু অপরাধী। সে যে কোন মতাদর্শের হোক না কেন, তাকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে এবং প্রত্যেক নির্যাতিতের জন্য প্রশাসনকে ও সরকারকে পাশে দাঁড়াতে হবে। গণ বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান, আমরা আপনাদের সন্তান, আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করুন।

    তিনি আরও সতর্ক করে বলেন, এই বিচার প্রক্রিয়ায় যদি কোনো ধরনের টালবাহানা বা প্রভাবিত করার চেষ্টা হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…