এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২৫ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২৫ পিএম

    বাকৃ‌বিতে ইন্টার্নশিপের দাবিতে ডিন অফিসে তালা

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৮:২৫ পিএম

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্নশিপের দা‌বি‌তে ঐ অনুষদের ডিন কার্যালয়ে তালা ঝুলিয়েছে।

    বুধবার (৭ মে) বেলা সাড়ে বারোটার দিকে অনুষদে প্রবেশের ফটকে ও ডিন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

    জানা গে‌ছে, চর্তুথ বর্ষের ২য় সেমিস্টারের সমাপনী পরীক্ষার ফরম ফিল আপ সম্পন্ন হয়ে গেলেও ইন্টার্নশিপ নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। এ বিষয়ে বিস্তারিত কোনো ধারণা বা প্রাতিষ্ঠানিক কোনো নোটিশ এখনও দেওয়া হয় নি। তাদের দাবি, কোর্সের সাথে যখন ইন্টার্নিশিপ যুক্ত করা হয়েছে তখন আমাদেরকে সঠিক নিয়মে এই ইন্টার্নশিপের সকল সুবিধা দিতে হবে।

    তালা দেওয়ায় অনুষদে আটকা পড়েছেন অন্যান্য শিক্ষকবৃন্দও এবং ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে আছে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের । দুপুর দেড়টা থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা। তালা না খোলা হলে পরীক্ষায় বসতে পারবেন না তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। ফলে শঙ্কায় আছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও।

    কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, এবছরই প্রথম কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ইন্টার্নশিপ শুরু হতে চলেছে। আমাদের সাথে সাথে অন্যান্য অনুষদেও এবছর প্রথম ইন্টার্নশিপ শুরু হয়েছে। ওই সকল অনুষদে ইন্টার্নশিপের উদ্বোধনী, বিস্তারিত সময়সূচি এবং সংশ্লিষ্ট ভাতাসহ সকল বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। শুধুমাত্র কৃষি প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাই ইন্টার্নশিপের বিষয়ে কোনো তথ্য জানে না। তাদেরকে কেন বঞ্চিত করে রাখা হয়েছে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নি অনুষদের শিক্ষকবৃন্দ। অথচ চতুর্থ বর্ষের ২য় সেমিস্টারের সমাপনী পরীক্ষায় অন্যান্য কোর্সের সাথে ৫ ক্রেডিটের ইন্টার্নশিপ যুক্ত করা হয়েছে।

    এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, 'অন্যান্য অনুষদ তিন বছর আগে ইন্টার্নশিপের ভাতা এবং অন্যান্য বিষয় পাশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছে। আমরা এবছর চিঠি দিয়েছি এবং চিঠিতে এবছরের ভাতার বিষয়টি নিয়ে লিখেছিলাম। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাশ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আগামী বছর থেকে সংশ্লিষ্ট ভাতার ব্যবস্থা করবে বলে জানিয়েছে। ইউজিসি এবছর ইন্টার্নিশিপের জন্য ভাতা দিচ্ছে না। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ইউজিসির পক্ষ থেকে কোনো তথ্য না আসলে আমি শিক্ষার্থীদের এ বিষয়ে কিছু জানাতে পারছি না। বিষয়টি পুরোটাই তাদের হাতে।'

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…