এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০১:৪৯ এএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০১:৪৯ এএম

    ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণ ও ছিনতাই চক্রের ৪ সদস্য আটক

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৫, ০১:৪৯ এএম

    ঢাকার ধামরাইয়ে যাত্রী সেজে অপহরণের পর ছিনতাইয়ের ঘটনায় অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করাসহ ওই চক্রের ৪ সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

    শুক্রবার (০৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

    আটককৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার গেন্ডা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. মোশারফ হোসেন, সাভার উপজেলার বেগুনবাড়ী আমিন বাজার এলাকার মো. নজরুল দেওয়ানের ছেলে মো. আব্দুল আজিজ, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার দেওকা তারাগঞ্জ এলাকার দুলাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার হরিচন্ডি এলাকার মো. আব্দুল আলীমের ছেলে মেহেদী হাসান।

    পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে মো. টুটুল ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়া বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ীর জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন সময় একটি সাদা রংঙের প্রাইভেটকার তাদের সামনে এসে বলে আপনারা কোথায় যাবেন। তখন তারা দুইজনই বগুড়া যাওয়ার কথা বললে পাচঁশত টাকা ভাড়া ঠিক করে প্রাইভেট কারে উঠে বসেন। এসময় গাড়ীর ভিতরে যাত্রীবেশে তিনজন বসা ছিল। প্রাইভেটকারটি জিরানী বাজার এলাকায় যাওয়ার পর যাত্রীবেশে থাকা তিনজন লোক তাদের দুই জনের হাত, চোখ ও মুখ বেধেঁ ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকে। এরপর ছিনতাইকারীরা তাদের সাথে থাকা ১৪,৮০০ টাকা, একটি স্মার্ট ফোন ও একটি বাটন মোবাইলসহ তাদের সঙ্গে থাকা একটি হাতঘড়িও নিয়ে যায়।

    ভূক্তভোগী আরও জানায়, সাথে থাকা টাকা ও জিনিসপত্র ছিনতাইয়ের পর তারা আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াতে থাকে এবং মুক্তিপণ হিসাবে একলাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা আমাদের মারধর করে। এরপর তারা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাউনা গ্রামের সুমনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাত, মুখ ও চোখ বাধাঁ অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমরা চিৎকার করলে স্থানীয় লোকজন একটি প্রাইভেটকারসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

    এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১২টার দিকে ৪ ছিনতাইকারীকে আটকের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে চার ছিনতাইকারি সহ একটি প্রাইভেট (যার রেজিঃ-২৯- ১৮৫২ ঢাকা মেট্রো-গ) আটক করে।

    ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও ছিনতায়ের কথা স্বীকার করেছে আসামিরা। এ ঘটনায় অপহরণ কারীদের বিরুদ্ধে ভুক্তভোগী টুটুল ও রফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…