কক্সবাজারের উখিয়ায় ঢাকাস্থ ডেনমার্কের একটি প্রতিনিধি দল এবং US Embassy এর ৪ সদস্য বিশিষ্ট একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
মঙ্গলবার (১৩ মে ) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৪ সদস্য বিশিষ্ট এই টিমের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-০৯ ও ০৮ ওয়েস্টে বিভিন্ন সহায়তামূলক সেন্টারগুলোতে পরিদর্শন করেন ।
সেখানে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার টিম লিডার মিসেস লোন থোরুপ,সিনিয়র প্রোগ্রাম উপদেষ্টা এবং উন্নয়ন প্রধান,মিসেস বিতালি তাসকিন ইসলাম, দূতাবাসের জনাব আবদুল্লাহি ইউসুফ সহ স্থানীয় ক্যাম্প প্রশাসন উপস্থিত ছিলেন।
এই পরিদর্শনে দলটি ফ্রেন্ডসীপ হাসপাতাল, ক্যাম্প-০৯ এর সি/০৯ ব্লকে অবস্থিত UNFPA এর অর্থায়নে মুক্তি কক্সবাজার পরিচালিত WFS পরিদর্শনসহ ক্যাম্প-০৯ এর Woman friendly space, ক্যাম্প-১৮ এর ব্লক- বি, এল/১৭ তে অবস্থিত Rohingya Cultural Memory Centre,ক্যাম্প-১১ তে অবস্থিত WFP কর্তৃক পরিচালিত E-Voucher আউটলেট,ক্যাম্প-১১ এর বি/৫ ব্লকে অবস্থিত UNFPA এর অর্থায়নে IRC কর্তৃক পরিচালিত Integrated Nutrition facility সেন্টারে বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চেষ্টা করেন।
এ সময় প্রতিনিধিগণ ই-ভাউচার হতে রোহিঙ্গারা কি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকে সে সম্পর্কে অবগত হন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেন। এসব কার্যক্রম শেষে তারা কক্সবাজারের উদ্দেশে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
এমআর