এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ মে ২০২৫, ০২:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ মে ২০২৫, ০২:১৭ পিএম

    সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৬ মে ২০২৫, ০২:১৭ পিএম
    সংগৃহীত ছবি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

    শুক্রবার (১৬ মে) দুপুর ১২টার দিকে বাংলাদেশের ‘সাধারণ ছাত্রসমাজ’ নামের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

    আন্দোলনকারীরা প্রথমে নিহত সাম্যের বিভাগ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। সেখান থেকে রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষ করে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা।

    শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী জানান, এটি একটি নির্দলীয় ব্যানার। সাম্য ভাইয়ের লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে। তাদের মুখ্য দাবি বিভিন্ন জনের পদত্যাগ। কিন্তু আমাদের প্রধান দাবি সাম্য হত্যার বিচার। সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছুরিকাঘাত করেছিল তাকে গ্রেফতার করা হয়নি। আমরা এখানে কাউকে হামলা করতে আসিনি, কাউকে পদত্যাগের দাবি জানাতে আসিনি। আমরা প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবি নিয়ে এসেছি। ৪৮ ঘণ্টার মধ্যে বাকি দুষ্কৃতকারীদের গ্রেফতার না করতে পারলে আমরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেবো।

    সাম্যের সহপাঠী তৌফিক-উল ইসলাম জানান, সাম্য হত্যার প্রধান আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি, গ্রেফতারের প্রচেষ্টাও দেখছি না। পুলিশ যাদের গ্রেফতার করেছে তারা জড়িত থাকলেও তারা প্রধান আসামি না। বাকি আসামিদের কেন ধরা হচ্ছে না আমাদের কাছে তার জবাবদিহি করতে হবে। ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে এই অহিংস আন্দোলন অন্য আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তৌফিক।

    এরই মধ্যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে গেছেন বলে জানিয়েছেন তারা। প্রতিনিধি দলে রয়েছেন বিভাগের শিক্ষক ড. মু. আব্দুস সালাম, ড. অসিম দাস ও ড. মু. সিরাজুল ইসলাম।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…