এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম

    শায়েস্তাগঞ্জে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:০৬ পিএম

    হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার লিমিটেড কোম্পানির ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্লান্টের ভেতরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়।

    রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ম্যানেজার নাসিম আহমদ।

    শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৭টার থেকে শনিবার (১৭ মে) ভোর সকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর এলাকায় ওই বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

    রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে ১১ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্লান্ট ম্যানেজার নাসিম আহমদ জানান- পাওয়ার প্লান্টে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে একদল ডাকাত প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে আবুল কাশেম, আব্দুল মালেক, রাসেল মিয়া ও সজল মিয়া নামের ৪জন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে প্লান্টের ভেতরে ডাইনিং রুমে আটকে রাখে। পরে তারা ১২ থেকে ১৩টি সিসি ক্যামেরা নষ্ট করে। রাতভর ডাকাতরা ২৪টি ব্যাটারি, ৬টি পুরাতন মটর ও তামার তারসহ মূল্যবান মালামাল কেটে নিয়ে গেছে। শনিবার সকালে চিৎকার শুনে স্থানীয় লোকেরা এসে নিরাপত্তাকর্মীদেরকে উদ্ধার করেন। এ বিষয়টি শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

    তিনি আরও বলেন- পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ১ এপ্রিল থেকে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ থাকায় সেখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী ছিলেন না। নিরাপত্তাকর্মীরা নিয়মিত দেখভাল করে আসছিলেন। এ ঘটনার সুবিচারের স্বার্থে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল হক মুন্সিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন- ঠিক কত টাকার মালামাল দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে তা জানা যায়নি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…