যশোরে দিনে দুপুরে সাবেক স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার ধলগা রাস্তা থেকে তাকে তুলে নেয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের নাম শিরিন শিলা (২৭)। তিনি যশোর সদর উপজেলার রুপদিয়ার বলরামপুর গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে ও খলশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা৷
আহত শিরিন শিলা জানিয়েছেন, ২০১৪ সালে বাঘারপাড়া উপজেলার মেজবাউর রহমানের ছেলে ফিরাজুল ইসলামের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পার হতেই কারণে-অকারণে প্রায় শারীরিকভাবে নির্যাতন করা হতো। সাংসারিক অশান্তির কারণে গত ডিসেম্বর মাসে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে ফিয়াজুল তাকে নানা ধরণের হুমকি দিয়ে আসছিলেন।
শিরিন শিলা জানান, রোববার (১৮ মে) দুপুরে নড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে করে তিনি যশোরে আসছিলেন। পথিমধ্যে ধলগা রাস্তার মোড়ে বাস দাঁড়ালে সাবেক স্বামী ফিয়াজুল ও তার দুলাভাই বায়জিদ বাস থেকে তাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন। এরপর মাইক্রোবাস করে তুলে নিয়ে যায় নড়াইলের পুলুম গ্রামের হোসনে আরার বাড়ি। সেখানে তাকে ঘরে আটকে রেখে মারধর ও ধর্ষণের চেষ্টা করে ফিয়াজুল। এসময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও সোনার গহনা কেড়ে নেয়া হয়। খবর পেয়ে খালাতো ভাই তৌহিদুর রহমানসহ অন্য স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শিরিন শিলা আরও জানান, বাঘারপাড়ার দশপাখিয়া গ্রামের প্রভাবশালী বায়জিদের সহায়তায় তার সাবেক স্বামী ফিয়াজুল তাকে তুলে নির্যাতন ও ধর্ষণ চেষ্টা করেছে। এই ঘটনায় বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত শিরিন শিলার শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখমের চিহ্ন রয়েছে।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ফিয়াজুল ও শারমিন শিলা ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। শিলা চাকরি পাওয়ার পর ফিয়াজুলকে তালাক দেয়। ফিয়াজুল তার কাছে কিছু টাকাও পাবে। এই নিয়ে রোববার সাবেক স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হয় বলে জানতে পারি। ফিয়াজুল তাকে হাসপাতালেও নিয়ে যায়। পরে শুনেছি শারমিন শিলাকে তুলে নিয়ে মারধর ও ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/আরআই