এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:৪৮ পিএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:৪৮ পিএম

    ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৫, ০২:৪৮ পিএম

    ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে শুরু করেছে। দ্রুত বাঁধ নিয়ন্ত্রণ করা না হলে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্খা রয়েছে। এতে বেশি শঙ্খায় রয়েছেন কৃষকরা তাদের কাঙ্খিত ফসল ঘরে তোলা নিয়ে।

    জানা গেছে, মাত্র চার মাস আগে বন্যা মোকাবেলায় বালুরঘাটে আত্রাই নদীতে ৩০কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে স্বল্প উচ্চতার বাঁধ। গত মঙ্গলবার পানির চাপে বাঁধটির কিছু অংশ ভেঙে যায়। যার ফলে আতঙ্কে রয়েছে নদী পাড়ের স্থানীয় বাসিন্দা। এর আগেও গত ফেব্রুয়ারি মাসে পানির তোড়ে বাঁধটি ভেঙে যাওয়ায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মেরামত হওয়া অংশ ফের ভেঙে গেছে। বাঁধটি ভাঙ্গণের কারণে ভারতের বালুরঘাটের ডাঙ্গি, গুপিনগর এবং জলঘর বিএসএফ ক্যাম্পসহ পার্শ্ববতী খিদিরপুর, ভাতচালা, মায়া মারি, ফতাপুর সীমান্ত এলাকা এবং বাংলাদেশের আত্রাই নদীর পাশের গ্রাম মনোহরপুর, রামচন্দ্রপুর, দক্ষিণখন্ডা, রসপুর, উদয়শ্রী, বেড়িতলা, চৌঘাট, সিলিমপুর, বলরামপুর ও চানকুড়িসহ বেশ কয়েকটি গ্রাম নদীর পানিতে প্লাবিত হতে পারে। পাশাপাশি নিচু সীমান্তবর্তী এলাকার ফসলের মাঠগুলো নদীর পানিতে প্লাবিত হওয়ার শঙ্খা রয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিমুলতলী বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে ভারত সীমান্ত থেকে আসা আত্রাই নদীর পানি গত ২৪ ঘন্টায় বাড়তে শুরু করেছে। পানির স্রোতের সাথে প্রচুর পরিমাণে কচুরিপনা ভারত সীমান্ত দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছে। এবিষয়ে উপজেলার মনোহরপুর এলাকার কৃষক খলিলুর রহমান জানান, আত্রাই নদীর বাঁধের উপরে আমার ৩৭ শতাংশ জমিতে বোরো ধান রয়েছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যে ধানগুলো কেটে বাড়িতে আনা হবে। ভারতের বাঁধ ভাঙনের প্রভাব যদি বাংলাদেশে পড়ে তাহলে আমার ফসল বাড়িতে আনা ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে।

    একই এলাকার কৃষক আব্দুল মান্নান জানান, শিমুলতলী মৌজা এবং মনোহরপুর মৌজায় আমার প্রায় ৫বিঘা বড় মাপে জমিতে বোরো ধান লাগানো রয়েছে। বাংলাদেশে পানি বাড়লে আমিসহ স্থানীয়দের ব্যাপক ক্ষয়-ক্ষতি হতে পারে।

    উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের বলেন, আত্রাই নদীর পানি ২১.০১ মিটার পর্যন্ত বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। এর আশে পাশে পানি বাড়লেও খুব বেশি ক্ষতি হবেনা। পাশাপাশি নিচু এলাকার মাঠের ফলস কিছু অংশ ঘরে তুলেছেন কৃষকরা।

    নওগাঁ পানি উন্নয়ন বিভাগের উপবিভাগের প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, বর্তমানে আত্রাই নদীর পানি বিপৎসীমার অনেকাংশে নিচে রয়েছে। উজানে বৃষ্ঠিপাত না হলে দুএকদিনে পানি কমে যাবে বলেও তিনি জানান।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…